নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর মন: একজন সাদাসিধা মানুষ

বাংলা ভাষায় ঈ, ঊ, ূ, ী, ণ, ষ এর মত নিয়ম সর্বস্ব বর্ণগুলোর পৃথক কোন ব্যবহারিক ধ্বনি নাই

মন যাযাবর

খুবই সাধারণ, একটু আবেগপ্রবন, স্সানবিশেষে খানিকটা গোয়ারর্তুমিও আছে

মন যাযাবর › বিস্তারিত পোস্টঃ

ঢাকা তুরাগ নদীর তীরে অবস্থিত। [ফলোআপ পোস্ট]

১৫ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৯

ঢাকার তিন দিকেই তুরাগ নদীর অবস্থান। পূর্বে তুরাগ, উত্তরে তুরাগ এবং পশ্চিমেও তুরাগ। বুড়িগঙ্গা কেবল ঢাকার দক্ষিনে অবস্থিত। যেহেতু ঢাকার তিন দিকেই তুরাগ তাই এখন থেকে বলা হোক "ঢাকা তুরাগ নদীর তীরে অবস্থিত; বুড়িগঙ্গর নয়।"



ব্রীটিশ ঢাকা ছিল শুধুমাত্র সদরঘাট কেন্দ্রীক। এরপর পাকিস্তান সময়ে ঢাকা বিস্তৃত হয়ে পুরানা পল্টন পর্যন্ত যায়। এরপরই ছিল ঢাকার শহরতলী। তখন তেজগাঁও শিল্প এলাকা তৈরী হয় ঢাকা শহর থেকে বাহিরে। সেই ঢাকা এখন আর নেই।

আমার ঢাকা এখন পুরো ঢাকা জুড়েই।

নতুন ঢাকাকে দেখতে হবে নতুন ভাবেই। এটা সিম্বলিক। ইতিহাসকে অস্বিকার না করেই এটা করা যায়।

আমরা ব্রীটিশদের চোখে ঢাকাকে দেখব না।

আমরা পাকিস্তানীদের চোখে ঢাকাকে দেখব না।

আমরা ৭১ পরবর্তী ঢাকাকে দেখব।

একসময় আমরা ব্রীটিশদের উচ্চারনেই ইংরেজীতে "ঢেক্কা Decca" লিখতাম; এখন আমরা "ঢাকা Dhaka" লিখি।

যেহেতু যে নদী ঢাকাকে তিন দিক থেকেই ঘিরে রেখেছে সেই নদীকেই ঢাকার অবস্থান হিসাবে স্বিকৃতি দেই।

মন্তব্য ১০ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ২:০০

সবার প্রিয় বলেছেন: আমার হবু শশুর বাড়ি তুরাগ তীরে হৈবেক।

১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:২৯

মন যাযাবর বলেছেন: আমার দোয়া রইল।

২| ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ২:০৯

নির্বাসন বলেছেন: ভাইজান তুরাগ বলেন আর বুড়িগঙ্গা...এগুলা তো আর নদী নাই...ড্রেন বলা যায়...তাই আমাদের বলা উচিত ঢাকা বুড়িগঙ্গা বা তুরাগ ড্রেনের তীরে অবস্থিত

১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৩

মন যাযাবর বলেছেন: হ্যাঁ, তাহাই। নামটা পরিবর্তন করিলেই হইবে। তিন দিক ঘিরিয়া আমি আছি আর এক দিকে থাকিয়াই অন্যজনে নাম লইয়া লইবে তাহা হইতে পারে না।

৩| ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৩

কুঁড়ের বাদশা বলেছেন: দক্ষিনে -- বুড়িগঙ্গা
উত্তর + পশ্চিমে --তুরাগ
পূর্বে-- বালু নদী

১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৪

মন যাযাবর বলেছেন: পূর্বে বালু নদী ঠিক আছে; কিন্তু পূর্বের একটা বড় অংশ ধরে তুরাগও রয়েছে।

৪| ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৪

রেজোওয়ানা বলেছেন: হুম...............

১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৬

মন যাযাবর বলেছেন: হুম বলিলে তো হইবে না রেজোয়ানা, সমর্থন করিতে হইবে। প্রত্নতাত্বিকদের তো আমার প্রতি সমর্থন দেওয়া উচিৎ। নাকি?

৫| ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ২:২২

হাসান বৈদ্য বলেছেন: ঢাকা অসংখ্য বস্তী ও কয়েকটি বড় ড্রেনের শহর, এখানে এক সময় ৪টি নদী ও অসংখ্য (৪৭টি) খাল ছিল। এর সবগুলিই এখন বর্জ্যবাহক

১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৪১

মন যাযাবর বলেছেন: তবুও এই ঢাকা আমার প্রিয় শহর; এইখানেই আমি আমার প্রাণ খুঁজে পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.