![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ, একটু আবেগপ্রবন, স্সানবিশেষে খানিকটা গোয়ারর্তুমিও আছে
এই দিনটিতে্ই খুব স্পষ্ট করে বুঝে গেলাম -
ওরা পাকিস্তানি; আর আমরা বাঙালী।
কিংবা বলা চলে: এই ২৬শে মার্চ আমাদের জানিয়ে দিল -
ওরা ছিল পশু; আর আমরা মানুষ।
ওরা ছিল জালেম; আমরা মজলুম।
২৬শে মার্চ কোন যুদ্ধ ছিল না।
কোন পূর্ব ঘোষোনা ছাড়া আক্রমন করা -
চরম কাপুরুষতা!!!
পূর্ণ অস্রে সজ্জিত হয়ে সম্পুর্ন নিরস্ত্রদের উপর ঝাপিয়ে পড়া -
চরম নির্লজ্জতা!!!
সেদিনের সেই পাকিস্তানি সৈন্যরা তাই করেছিল।
যারা ধর্মের নামে সেইদিন পশুদের পক্ষালম্বন করেছিল তাদের এটুকু বলি - "আল্লাহ্ মজলুমদের পক্ষে থাকেন; যদি মজলুম কাফেরও হয়।"
সেইদিন যারা পশুদের পক্ষালম্বন করেছিলেন তারা তো সরাসরি আল্লাহ্'র বিপক্ষেই অবস্থান করেছেন।
সেই পাকিস্তানিদের যারা পক্ষালম্বন করেছিল, তারা -
জালেম-কাপুরুষ-নির্লজ্জ।
তাদের মৃত্যুতে আমার সামান্যতম দয়া নাই।
©somewhere in net ltd.