নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর মন: একজন সাদাসিধা মানুষ

বাংলা ভাষায় ঈ, ঊ, ূ, ী, ণ, ষ এর মত নিয়ম সর্বস্ব বর্ণগুলোর পৃথক কোন ব্যবহারিক ধ্বনি নাই

মন যাযাবর

খুবই সাধারণ, একটু আবেগপ্রবন, স্সানবিশেষে খানিকটা গোয়ারর্তুমিও আছে

মন যাযাবর › বিস্তারিত পোস্টঃ

ভন্ডামি !!

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

অত্ভুত প্রগতি মনা আমরা ???!!! প্র.আ'তে হা.আ.হাইয়ের আলোচিত-সমালোচিত-ধিকৃত সর্বশেষে নিষিদ্ধ হয়ে যাওয়া গল্পটা পড়লাম। তারপর প্রগতি মনাদের [?] নানা ধরনের প্রতিক্রিয়ার এক পর্যায়ে প্র.আ. অতি কষ্টে স্বিকার করে নিয়েছে তাদের ভুল। আজব?!

আচ্ছা গল্প তো গল্পই। গল্পকার যে কোন কিছু কল্পনা করে লিখতে পারেন। বাস্তব কিংবা অবাস্তব।

অসৎ পীরের নিয়ে কি গল্প লেখা হচ্ছে না?

অসৎ ঈমামদের নিয়ে কি গল্প লেখা হচ্ছে না?

অসৎ আমলাদের নিয়ে কি গল্প লেখা হচ্ছে না?

অসৎ পুলিশ নিয়ে কি গল্প লেখা হচ্ছে না?

অসৎ চিকিৎসকদের নিয়ে কি গল্প লেখা হচ্ছে না?

অসৎ প্রকৌশলীদের নিয়ে কি গল্প লেখা হচ্ছে না?

অসৎ ব্যবসায়ীদের নিয়ে কি গল্প লেখা হচ্ছে না?

তাই বলে তো সব পীর-ঈমাম-আমলা-পুলিশ-চিকিৎসক-প্রকৌশলী-ব্যবসায়ীগণ তো আর অসৎ হয়ে যান নাই।

এই গল্পটা অসৎ রাজনৈতিক চক্রনিয়ে লেখা। সমস্যা টা কোথায়? এই গল্পের কারনে তো সব রাজনৈতিক নেতারা আর অসৎ হয়ে যান নাই।

ঐ দিনই ঐ গল্পের সাথে অদিতি ফাল্গুনীর 'উন্মদিনী কাল' নামে আরেকটি গল্প ছাপা হয়েছিল। সেটাও একটা ভন্ডামিকে অবলম্বন করে।

কোন কথা হয় নাই ঐ গল্প নিয়ে।

কারন সেটা বর্তমান চালু রাজনৈতিক নেতাদের নিয়ে নয়।

যদি অ.ফা'র ঐ গল্পটা নিয়েও ওরকম আন্দোলন হোত; তখনো প্রথম আলো বলত - এটা আমাদের ভুল হয়েছে; আমাদের সম্পাদনা বিভাগ ব্যাপারটা খেয়াল করেন নাই।

মনযাযাবর - একজন সাদাসিধা মানুষ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.