![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ, একটু আবেগপ্রবন, স্সানবিশেষে খানিকটা গোয়ারর্তুমিও আছে
"প্রতারনা" আজ মিডিয়ার কল্যাণে শিল্পে পরিনত হয়েছে।
মাসের পর মাস বাড়ির ভাড়া না দিয়ে বাড়িওলাকে প্রতারনা করে আসছে এক তরুন। কোন অভাবের তাড়নায় নয়; স্রেফ মজা করার জন্য বা শুধুমাত্র অপরকে ঠকানোর জন্য।
- তরুন অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না বলে ভাড়া দিচ্ছে না, তা না।
- তরুন যে অর্থের অভাবে মায়ের চিকিৎসা করাতে পারছে না বলে ভাড়া দিচ্ছে না , তা না।
- তরুন যে অর্থের অভাবে বোনের বিয়ে দিতে পারছে না বলে ভাড়া দিচ্ছে না, তা না।
তরুন একা নয়, একেবারে বন্ধুর দল নিয়ে বিরিয়ানি খাচ্ছে।
বা - রে, বা - রে, বাহ্ . . . . !!!
যে সময় তরুনরা মিডিয়াকে এত প্রবল ভাবে অনুকরন করে যে তা করতে যদি মা ধর্ষিতাও হয় বা বাবা খুনও যায়; তাতেও তাদের অনুকরন বন্ধ হবে না।
সেই করুন-দুর্বল সময়ে মিডিয়া এধরনের আত্নঘাতি একটা ধারনা বাজারজাত করল ??!!
জানি - বিজ্ঞাপন, পণ্য বাজারজাত করনের এক প্রধান ও গুরুত্বপূর্ণ উপাদান। তাই বলে এই ভাবে ?
- আমাকে ব্যতিক্রম হতে হবে।
- ব্যতিক্রম কাজ করতে হেব।
- দৃষ্টি আকর্ষন করতে হবে।
তাই বলে সবাই কাপড় পরে বাজারঘা্ট করে; আমি ব্যতিক্রম সাজার জন্য উলঙ্গ হয়ে বাজারঘাট করা শুরু করলাম।
এটম খেয়ে চাপার কারিশমা অন্য অনেক পজেটিভ পথেও দেখানো যেত।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৯
গেম চেঞ্জার বলেছেন: অধোগতি!! এটাই হলো অধঃপতন!!