নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর মন: একজন সাদাসিধা মানুষ

বাংলা ভাষায় ঈ, ঊ, ূ, ী, ণ, ষ এর মত নিয়ম সর্বস্ব বর্ণগুলোর পৃথক কোন ব্যবহারিক ধ্বনি নাই

মন যাযাবর

খুবই সাধারণ, একটু আবেগপ্রবন, স্সানবিশেষে খানিকটা গোয়ারর্তুমিও আছে

মন যাযাবর › বিস্তারিত পোস্টঃ

আমি আপনাকে সম্মান জানাই, বুড়ো.....!

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০২

আমি আপনাকে সম্মান জানাই, বুড়ো!
আর অন্যদের বলছি -
কেবল নাক কেটে নয়, কল্লা কেটে হলেও
কথার ভুল [অন্যের যাত্রা ভঙ্গ] ধরা চাই!
অর্থমন্ত্রীর সব কথাই ধরতে হবে?
তিনি যা বলেন তা'ই বেঠিক?
তার শাব্দিক উচ্চারণ'ই কি মূল বিষয় বুঝার জন্য যথেষ্ট?
উনি বলেন একটু সরাসরিই। কূটনৈতিক মারপ্যাচ দিয়ে কথা বলেন না। যেহেতু তিনি তার কাজ ভাল বোঝেন, দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল; সর্বোপরী একজন সৎ ব্যক্তি। তো এই মাপের একজন মানুষের কথা আমাদের খানিকটা সম্মান দিয়েই গ্রহণ করা উচিৎ।
অর্থমন্ত্রীর কথা আর "টিপিক্যাল-আওয়ামীলীগ" নেতার কথা সমান স্কেলে নেয়া খানিকটা ভুল।
যাহোক, মূল কথায় আসি। প্রায় দুই যুগ আগে আমার এক বড় ভাই যিনি তিতাসের একজন কর্মকর্তা ছিলেন। তার কাছ থেকে জানা........
- গৃহস্থালীতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সর্বরাহ একটি আত্মঘাতী প্রকল্প।
- এটা সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজী ছিল।
- বিশেষজ্ঞগণ সব সময়ই গৃহস্থালীতে পাইপলাইনে গ্যাস সর্বরাহের বিরোধী ছিলেন।
- পৃথিবীর কোন দেশেই গৃহস্থালীতে পাইপলাইনে গ্যাস সর্বরাহ করা হয় না; সিলিন্ডারের মাধ্যমেই গৃহস্থালীর কাজ করা হয়।
- বিশেষজ্ঞ এবং সংস্লিষ্ঠ বিভাগ সব সময়ই জানিয়ে আসছেন যে পাইপলাইন ইনফ্রাস্ট্রাক্চারে যে অর্থ ব্যয় হয় তা গৃহে গ্যাস-সংযোগ দিয়ে সেটাই উঠে আাসে না, লাভ তো অনেক দূর!
তো এইরকম সস্তা-হাততালী-রাষ্ট্রবিরোধী মার্কা কোন প্রকল্পের বিরুদ্ধে একজন মন্ত্রী কথা বলতে পেরেছেন বা বলেছেন সেটাকে তো সাধুবাদ জানাতে হবে।
আলী-বিএনপি যেই হোক চির-পরিচিত বেশীরভাগ এমপি-মন্ত্রী'দের দ্বারা এরকম সাহসীপূর্ণ বক্তব্য দেয়া কখনোই সম্ভব নয়।
বরং আমাদের উচিৎ অর্থমন্ত্রীর কথা যেন সরকার আমলে নিয়ে এ হেন পুরনো জাতীয় সম্পদ বিরোধী প্রকল্প থেকে সরকার যেন অচীরেই সরে আসতে পার সেজন্য সমর্থন দেয়া। তা না করে আমরা যদি সামান্য ব্যক্তি-স্বার্থ ক্ষুন্ন হবে মনে করে অর্থমন্ত্রীর কথার ভুল ধরার জন্য সমালোচনা করি সেটা হবে "নাক কেটে অপরের যাত্রা ভঙ্গই না, কল্লা কেটে যাত্রা ভঙ্গের সমান"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.