![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।
রামপাল যে একটা অসমচুক্তি তা বুজার জন্য বেশি তথ্য উপাত্ত জানতে হয় না, ক্যলকুলেটর দিয়েও অর্থনৈতিক হিসাব নিকাশ করতে হয় না। প্রকল্পে ১৫% বিনিয়োগে ভারতীয় মালিকানা ৫০%*** আবার বিদ্যুতের দাম পড়ছে দ্বিগুণেরও বেশী। উচ্ছেদ হচ্ছে বাংলাদেশের হাজার হাজার পরিবার। কৃষিজ সম্পদ হারাচ্ছে বাংলাদেশ। পরিবেশ বিপর্যয় হচ্ছে বাংলাদশের,কিন্তু ৫০% শতাংশ মালিকানা ভারতীয় কোম্পানির!!!!! ভারত মধ্যপ্রদেশে যে প্রতিষ্ঠানকে কাজের অনুমতি দেয়নি বাংলাদেশ সেই এনটিপিসিকেই সুন্দরবনের উপর ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুযোগ করে দিচ্ছে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব তোয়াক্কা না করেই।
তার উপর ভারতীয় কোম্পানিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র লাভের করও দিতে হবে না। এটা কীভাবে জাতীয় স্বার্থের অনুকুলে হয়???
অর্থাৎ এ প্রকল্প অর্থনৈতিক দিক থেকে আমাদের জন্য মোটেই লাভজনক হবে না। বরং এ বিদ্যুৎকেন্দ্রর কারণে সুন্দরবন ধ্বংসের মুখে পড়বে।” কারন সুন্দরবনের পাশেই রামপাল। এতে ওই এলাকার মানুষ সর্ব দিক থেকে সমস্যার মুখে পরবে, এতো সমস্যার পর ও কোনও দিকে সরকার না তাকিয়ে জনস্বার্থহীন একটা প্রকল্প নিজেদের লাভের জন্য হাতে নিয়েছে। যা অমানবিক।
একটা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড, সালফার-ডাই-অক্সাইড, এসিড বৃষ্টি, নাইট্রোজেন-অক্সাইড, কার্বন-মনোঅক্সাইড, পারদ, সীসা ইত্যাদি বিষাক্ত পদার্থ নির্গত হয় তার পরিমাণ এতই বেশি যে এ ধরনের বিদ্যুৎকেন্দ্রকে পরিবেশ দূষণের ক্ষেত্রে লাল ক্যাটাগরির স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত পানি আশেপাশের নদী-জলাশয় দূষিত করে। ভারতের সুন্দরবন অঞ্চলে এবং মধ্যপ্রদেশে এ ধরনের একটি প্রকল্পের কথা থাকলেও কৃষি ও পরিবেশগত সমস্যার কারণে সেগুলি বাতিল করা হয়েছে। ভারতে বাতিল করা প্রকল্প আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে। এই চেষ্টা কোনও ভাবে সফল করতে দেয়া যাবেনা।
আমাদের দেশের শাসকদের উদাসীনতা, পরিকল্পনাহীনতা, বাক্তিস্বার্থের কারনে, এমনকি কখনো কখনো স্বেচ্ছাকৃত ভূমিকার কারণে দেশের তেল গ্যাস কয়লা বহুজাতিক কোম্পানির কাছে চুক্তি করে আমাদের সাধারন মানুষের অধিকার শাসক গুষ্ঠি বার বার হরন করছে, এবং আমাদের বনাঞ্চল, নদ-নদী-জলাশয় এক কথায় গোটা পরিবেশই আজ ধ্বংসের মুখোমুখী।
এরকম একটি পরিস্থিতিতে কিছুতেই দেশের এবং আন্তর্জাতিক ভাবে পরিচিত আমাদের সুন্দরবনকে ধ্বংস করার কোনো অপচেষ্টা দেশবাসী মেনে নেবে না।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: সহমত
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
কামের কথা কন!! বলেছেন: আপনারা লিখতে থাকেন সঙ্গে আছি এই প্রতিবাদ নিয়ে। এতা বড় সড় একটা প্রতিরধ গড়ে তুলা উচিৎ। আমাদের সুন্দর বনের বাঘ খাইছে এবার খাবে সুন্দর বন। ।।আসলে এই তথা কথিত এই ২ রাজনৈতিক দলের দেশে থাকার ই অধিকার নাই।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
দিবা_স্বপ্ন বলেছেন: সঙ্গে আছি
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
পথহারা সৈকত বলেছেন: সাথেই আছি বন্ধু............
চালিয়ে যাও..........
আমাদের চুশীলরা কই ? অল্পতেই যাদের চুলকানী উঠে....... দেশ ধ্বংশের চেষ্টা চলছে আর চুশীলরা বসে বসে আঙ্গুল চুষছে........
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: শিঘ্রই এর বিরুদ্ধে কোনও কর্মসূচী আসতে পারে।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
বিজয় বেষ্ট বলেছেন: আচ্ছা আমাদের দেশের মন্ত্রীরা কি এতই বোকা যে তারা নিজের ভাল বোজে না।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: তারা নিজের স্বার্থ বুজে, জাতীয় স্বার্থ বুজে না,
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
হুমায়ুন তোরাব বলেছেন: আমাদের দেশের শাসকদের উদাসীনতা হয় নাই, দেশ বিকরির সড়যন্ত্র
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: এই ষরযন্ত্র রুখে দিতে হবে,
৮| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
মৌনতা০১ বলেছেন: আমাদের দূর্ভাগ্য। আমাদেরকে প্রকৃতিগত ভাবে যে সম্পদ দেয়া হইসে, তা আমরা রাজনীতিক দের অসততা, অদূরদর্শীতার কারনে হারিয়ে ফেলছি।
আমি গতকাল একটা পোস্ট দিয়েছি এ নিয়ে দুঃখ করে।
পড়তে পারেন।
Click This Link
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: ধন্যবাদ
৯| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
মৌনতা০১ বলেছেন: আমাদের দূর্ভাগ্য। আমাদেরকে প্রকৃতিগত ভাবে যে সম্পদ দেয়া হইসে, তা আমরা রাজনীতিক দের অসততা, অদূরদর্শীতার কারনে হারিয়ে ফেলছি।
আমি গতকাল একটা পোস্ট দিয়েছি এ নিয়ে দুঃখ করে।
পড়তে পারেন।
Click This Link
১০| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
বিষন্ন একা বলেছেন:
১১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
নষ্ট শয়তান বলেছেন: গনসচেতনতা তৈরী হোক
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯
আরজু পনি বলেছেন:
সাথেই আছি।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
জামান2021 বলেছেন: আমাদের সুন্দরবনকে ধ্বংস করার কোনো অপচেষ্টা দেশবাসী মেনে নেবে না।