![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।
৫৫ দিন ধর্ষণ করছে জোর করে ধর্মান্তর করে, ১৭ মাসের শিশুকে ধর্ষণ করে হত্যা, একটা সময় ছিল এসবের কোন নিয়ম কানুন ছিল না, কিন্তু সভ্যতার অগ্রগতি হতে হতে আজ আধুনিক সমাজের দিকে উকি মারছে! পারছে কি আধুনিক হতে? নাকি আরও পিছিয়ে যাচ্ছে, অসভ্য থেকে তো আমরা সভ্য হওয়ার কথা, আমরা সভ্য হইলাম কই? আমাদের সমাজের ইতিহাস বেশি দিনের নয় ১০-১২ হাজার বছরের প্রথম সমাজ ছিল আদিম গোষ্ঠীবদ্ধ উপজাতি সমাজ(Primitive clan/Tribal society): এই সমাজের উৎপাদন ছিল ফল মূল সংগ্রহ ও শিকার, মানুষে মানুষে এবং নারী পুরুষে কোন বৈষম্য ছিল না, এরপর এলো দাস প্রথা ভিত্তিক সমাজ (Slave system) এই সমাজ থেকে নারী পুরুষের বৈষম্য শুরু হয়। এরপর এলো সামন্ততান্ত্রিক/রাজতান্ত্রিক সমাজ (Feudalism/Monarchy): এখানে এসে সমাজের অগ্রগতি শুরু হয় সাথে সাথে শুরু হয় ব্যাপক বৈষম্য, তারপর এলো আজকের সমাজ, পুঁজিবাদী সমাজ(Capitalism): এই সমাজের বৈশিষ্ট্য হল নারী সন্তান উৎপাদনের হাতিয়ার, নারীরা থাকবে পর্দার আড়ালে, করবে ঘরের কাজ, এখানে নারীদের অগ্রগতির ক্ষেত্রে ব্যাপক সীমাবদ্ধতা, কিন্তু আজ কিছু সংখ্যক নারী তাদের পরিবারের শিকল ভেঙ্গে রাস্তায় নামেছে, কিন্তু তার সংখ্যা প্রয়োজনের ছেয়ে নগণ্য, নারী নির্যাতনের ক্ষেত্রে পুরুষরা প্রধান দায়ী, আবার কিছু নারীরা ও এর জন্য দায়ী কারন তারা সমাজের এই অন্ধকার কুসংস্কার কে নিয়ম বলে নিয়েছে, এবং মানছে, সমাজের অর্ধেক নারী তাই নারী ছারা সমাজ অগ্রগতি সম্ভম নয়, নারী বিহীন সমাজ কল্পনা করা সম্ভব নয়, তাই ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ এসবের বিরুদ্ধে নারী পুরুষ মিলে ঐক্য বদ্ধ হওয়া জরুরী, এই সঙ্কট কে প্রতিরোধ করা এখনি দরকার, নইলে সমাজ আবার পিছনে হাটতে থাকবে, নেমে আসবে অন্ধকার, ধ্বংস হবে সভ্য সমাজ পিরে আসবে অসভ্য সমাজ। এই সঙ্কট পরিবেশিক, অর্থনৈতিক সঙ্কট না। এই সঙ্কট নৈতিক, এই সঙ্কট দৃষ্টিভঙ্গির, এই সঙ্কট মানুষিকতার , এই সঙ্কট সংস্কৃতির, সঙ্কট সমাধানে চাই সকল প্রগতিশীলদের ভুমিকা, চাই সামাজিক আন্দোলন , চাই শক্ত আইন। তাহলেই আমরা পাব নারী-পুরুষের সাম্যের দেশ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৯
খাটাস বলেছেন: ভাই এত কিছু বুঝতে ভাল্লাগতেসে না। ১৭ মাসে শিশু কে মানুষ ধর্ষণ করে। মাথা ঠিক নাই।