নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিট করুন

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

দুরের পাখি

ফারুক ওয়াসিফ সিন্ড্রোম : লক্ষণসমূহ ১ > সকালে ঘুম থেকে উঠে পেট ক্লিয়ার না হওয়া : ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত । ২ > রাস্তায় হাঁটতে গেলে ভুল করে ড্রেনের পানিতে পা দিয়ে দেওয়া : সিআইএ মোসাদের ষড়যন্ত্র । ৩ > বউএর জাঙ্গিয়া ময়লা : স্থানীয় জাঙ্গিয়া শিল্পের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী কর্পোরেট বেনিয়াদের আক্রমণ । ৪ > দেশপ্রেম এবং গর্বের মুক্তিযুদ্ধ নিয়ে নষ্টামি সহ্য না করা : ডিসকোর্স ইন্টারকোর্স না বুঝা ফ্যাসিবাদ নাযি জাতীয়তাবাদ ।

দুরের পাখি › বিস্তারিত পোস্টঃ

সাক্ষাৎকার দিতে মঞ্চায় (মোটেও ফান পুস্ট না X(()

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৩১

মাগার কেউ নেয় না । /:)

মন্তব্য ২৪৩ টি রেটিং +১১/-১

মন্তব্য (২৪৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৩৪

লেখাজোকা শামীম বলেছেন: আমার কাছে একটা সাক্ষাৎকার দেন। রেডি তো ।

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৩৫

দুরের পাখি বলেছেন: হ রেডি ।

২| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৩৫

বিড়াল ছানা বলেছেন: সাক্ষাৎকার দিবেন? আপনে কোন দল করেন? কোন্দল করবেন?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৩৬

দুরের পাখি বলেছেন: দল করিনা । কোন্দল পরায়ই করি ।

৩| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৩৮

ফিফথ্‌নিক বলেছেন: বিয়া করচেন?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪০

দুরের পাখি বলেছেন: না ।

৪| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৩৯

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
নেন শুরু করেন---------------

গন্ডার রাস্তা পাইর হইতে ডাইনে তাকায় না কেন? জেব্রা ক্রসিং'র বিরুদ্ধে কী আন্দোলন কর্মসূচী ?

( পাখিদের দেখছি, তাহাদের পিঠে)

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪০

দুরের পাখি বলেছেন: ডাইনে বামে তাকাইতে অনেক কষ্ট গন্ডারের হেল্লাইগা মুনে হয় ।


২ > কুন কর্মসূচী নাই ।

৫| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪০

সবাক বলেছেন:
আপনি হলুদ হইতে চান কেন?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪১

দুরের পাখি বলেছেন: হলুদ রঙ ভালু পাই ।

৬| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪১

ফিফথ্‌নিক বলেছেন:
哪一方,你怎麼辦?

你會做什麼,如果停電徘徊幾個小時?


如果一頭牛和山羊,給出你最喜歡 ?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪২

দুরের পাখি বলেছেন: এতো চাইনিজ । চাইনিজ ফারি না । জাপানিজ ফারি ।

৭| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪২

সবাক বলেছেন:
লাইফ পার্টনার হিসাবে কি স্বগোত্রীয় হইলদা চান? নাকি ভিন্ন রঙাসক্তি?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৩

দুরের পাখি বলেছেন: ভিন্ন রঙে হৈলে ভালু । এক ঘরমে দো পির..............

৮| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৩

নুশেরা বলেছেন: নোয়াখাইল্যা বাষাত নিতাম হারি। দিবেন্নি?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৪

দুরের পাখি বলেছেন: আবার জিঙ্গায় ।

৯| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৪

সবাক বলেছেন:
আন্নেরে যদি একদিনের লাই ব্লগের মডারেটর বানাই দেয় আন্নে কিয়া কিয়া কইরতেন চান?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৫

দুরের পাখি বলেছেন: সকল মোডারেশম বন্ধ করতাম ছাই ।

১০| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৪

গোলন্দাজ বলেছেন: কোন্দল করেন বালা কতা। ছাগু হো**** হারেন্নি?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৫

দুরের পাখি বলেছেন: চিচি । অচলিল ।

১১| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৭

সবাক বলেছেন:
আন্নে এই হইরজন্ত কতো জনের গাত ইয়ে ঢাইলছেস? এক্গা হইখ হিসাবে আন্নেরতুন জাইনতাম চাই ;)

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৮

দুরের পাখি বলেছেন: গুনি নাই ।

১২| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৭

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
প্রাণীকূলের বিদ্যুৎ পরিষেবা'র জন্য কী করতে চান?
_____________

লন আরেকটা প্লাস উত্তরে

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৮

দুরের পাখি বলেছেন: ইসটিরিং রে মাছের লগে মিথোজীবিতা ।

১৩| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৮

সবাক বলেছেন: ঢাইলসেন**

১৪| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৮

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
বামবিষয়ে কিছু কই নাই, আগে, আপনে গন্ডারে কোন পন্থীহিসাবে জানেন?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৯

দুরের পাখি বলেছেন: ঘাউরা পন্থী, ধীর পন্থী এইসব ।

১৫| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৪৯

সবাক বলেছেন:
অনগা হইখ অগলের মধ্যে কে আগাইন্যা? আস্তিক হইখ নাকি নাস্তিক হইখ?

(এই কুয়েশ্চেন আন আস্তিকগো পক্ষেরতুন করা অইছে)

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫১

দুরের পাখি বলেছেন: লাস্তিক হইখ ।

১৬| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫১

সবাক বলেছেন:
আন্নের এবাদতের মইধ্যে কিয়া কিয়া আছে?

কিয়া কিয়া কইরলে বাড়তি সওয়াব

কিয়া কিয়া কইরলে গুনাহ?

====================
এককানা কিলিয়ার করি কইয়েন

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫২

দুরের পাখি বলেছেন: ভালুবাসাই এবাদত ।

বেশি ভালুবাসলে বেশি ছোয়াব

ভালু না বাসলে গুনাহ ।

১৭| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫১

ফিফথ্‌নিক বলেছেন: どちらの側は、どうしたらいいか?

あなたならどうする場合には数時間の周りの力?


牛、ヤギの場合、あなたのお気に入りを与えるか?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৩

দুরের পাখি বলেছেন: এইগুলা কি নিজে লেখতাছেন নাকি ট্রান্সলেশন সফট থাইকা ?

তিন নম্বরডা ছাড়া আর কুনটারই অর্থ বুঝা যাইতাছেনা

৩ > গরু পছন্দ

১৮| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৩

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
দু:খিত, তার হঠাৎ শারীরিক গোলোযোগে মি: দূরের পাখি, মিসিংলিঙ্কের সাক্ষাৎকারটি দেখানো যাচ্ছে না।

( ক্যামেরা চলে ক্যান? হই ! দেখস না, লাইনে থেইক্যা বাইর হইয়া গেছে।

...চুক্তিতো এমুন আছিল না)


তিনি বলেছেন, তিনি আবার আসবেন। নেভার মাইন্ড।

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৪

দুরের পাখি বলেছেন: আইচ্চা আইচ্চা ।

১৯| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৩

সবাক বলেছেন:
মইরবার আগে শ্যাষ ইচ্ছার কতা জাইনতে চাইলে কুনটার কতা কইবেন?

আগে কন, আন্নে মইরতে চান নি ?

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৫

দুরের পাখি বলেছেন: মইত্তামতো চাইনা ।


তয় মইরবার আগে শেষ ইচ্চা । সালমা হায়েকের লগে পাঁচ মিনিট কতা কৈতাম ছাই ।

২০| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৫

শয়তান বলেছেন: খাড়ান । বেতরংগি টিবি চেনেলরে ডাইক্যা আনতাছি ।

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৬

দুরের পাখি বলেছেন: বোলান বোলান ।

২১| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৭

সবাক বলেছেন:
আইচ্ছা ইয়ানি কি কুন চা হানির ব্যবস্থা নাই নি? :(

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৭

দুরের পাখি বলেছেন: আন্নেরা করেন না ।

২২| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৭

লেখাজোকা শামীম বলেছেন: এত বড় সাক্ষাৎকার দিয়া ফালাইলেন প্রশ্ন করার আগেই !!!!!!!!!!!

২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৮

দুরের পাখি বলেছেন: প্যারালালি চল্তাছে তো ।

২৩| ২২ শে মে, ২০০৯ দুপুর ২:৫৮

সবাক বলেছেন:
হইলদা ব্যাটা ব্যাপকাকারের কিফ্টা :(

গরমে মরি হেতের ইয়ানে এককান বিছইনও নাই :(

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০১

দুরের পাখি বলেছেন: বিছইনদি হাবা কইত্তে কইত্তে আতবিষ কৈরবো । হেকতাল্লাই রা-ই ন ।

২৪| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০০

লেখাজোকা শামীম বলেছেন: কন তো আপনে কেডা ?

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০২

দুরের পাখি বলেছেন: মানষ । আমি একটা মানষ ।

২৫| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০১

সবাক বলেছেন:
আইচ্ছা আন্নেরে একখান গুরুত্বআলা কতা জিগ্গাই-----

হেইনি আদর্শ মাইওলা নামের এককান বইত হাইছি মোবাইলে রিংটুন ব্যপহার করন নাকি গুনার কাম। বালা কতা..... কিন্তুক আঁর কতা অইলো রিংটুনে হইখের ডাক ব্যাপহার কইরলে হক্ষীজাতের কুন প্রবলেম আছেনি?

আর আল্লার তরফেরতুনও কুন গুনা আছেনি?

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৩

দুরের পাখি বলেছেন: হইকের জাত আরো খুশি ।


আল্লার তরফেত্তুন গুনা আছে নি ক্যাম্ন কৈতাম । আঁ-ইত আল্লার নবী ন ।

২৬| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৪

সবাক বলেছেন: কেনু আন্নে না মহান কাবজাব (পা: )

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৫

দুরের পাখি বলেছেন: আঁ-ই ত কাবজাবের কতা কৈতে ফারি । আল্লার কতা ন ।


কাবজাবের তরফ থাইকা মানা নাই ।

২৭| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৫

রকিব হাসান বলেছেন: আগে আমার সাক্ষাৎকার নেন তারপর আপনারটা নিব। হে হে হে।

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৫

দুরের পাখি বলেছেন: হ, দিলেন আরেক বায়না ধরাইয়া ।

২৮| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৫

সবাক বলেছেন:
আন্নে চালান..... আঁই অগ্গা সিগারেট লই আই........ সিদ্ধি খাইলে বুদ্ধি আইবো ;)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৬

দুরের পাখি বলেছেন: যান যান । সবরে আ-ইয়েন ।

২৯| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৯

সবাক বলেছেন:
সাক্ষাত-কার দিতে আন্নের কেমুন লাইগতাছে?

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১১

দুরের পাখি বলেছেন: খুবই ভালু ।

৩০| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:০৯

সবাক বলেছেন:
খণচৈণ ।অঁ।ী ।ীযঅণীধ ীখযঅ ীরকীচ

কনছেন আঁই ইয়ানদি কিয়া লিখছি?

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১১

দুরের পাখি বলেছেন: দুরের ফাখি খুবই ভালা লুক, এইটা লেখছেন ।

৩১| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১২

সবাক বলেছেন:
আন্নে হারেন্নই ;)

নিচে যা আছে উপ্রেও তা আছে :)


এবার কন মানুষ হিসাবে আঁই কিরকম?

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৩

দুরের পাখি বলেছেন: পুরফাইলে অচলিল ছবি । আফনে মানুষ ভালো লয় ।

৩২| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৪

সবাক বলেছেন:
ও হইখরে তোর হইলদা রঙের তাপে
মরি আঁই ভরা দুরপে তলপেটের চাপে...


===>>. পরের ২লাইন লিখেন ;)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৮

দুরের পাখি বলেছেন: গাছের আগাত কোম্বার ডগা দুলে
মাইরগুম আছাড় মাতারুর্ফে তুলে

৩৩| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৫

শয়তান বলেছেন: ইয়ে মানে টেকাডা.........

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৮

দুরের পাখি বলেছেন: চেক নাকি ক্যাশ ?

৩৪| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৬

ভাঙ্গা পেন্সিল বলেছেন: সাক্ষাতকার দিবার চাইলে লুকালরে ধরতে পারেন। একুশের রাইতে উনি সাক্ষাতকার নেন:P

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:১৯

দুরের পাখি বলেছেন: ফরে আবার ঠগ সাক্ষাৎকার নিলেতু সমস্যা ।

৩৫| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২২

সবাক বলেছেন:
এইভাবে না ধমকাইলেও ফার্তেন :(

যাউগ্গা....

আন্নের লগে ফিরিত কইর্তে অইলে কি কইরতো অইবো?
আন্নের সুরতখান মাশাল্লাহ ;)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৩

দুরের পাখি বলেছেন: ফিরিত কে কর্তে চায় তার উফর ডিফেন্ড করে । আমি নিজে থাইকা সিরিয়াল চামু থাইকা শুরু কৈরা, কয়েকমাস পিছে পিছে ঘুইরা আমার সিরিয়াল লৈতে হৈব পর্যন্ত অনেক পসিবিলিটি ;)

৩৬| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৪

শয়তান বলেছেন: ক্যাশ । ইয়েনে না ডলারে :)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৫

দুরের পাখি বলেছেন: ইয়েনেই সই । একাউন্ট চ্যাক করেন ।

৩৭| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৫

শয়তান বলেছেন: নানি মিতেন দা ইওও !!

-- এডা কি ??

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৬

দুরের পাখি বলেছেন: "কি দেখস শ্লা" ঝাপানিজে

৩৮| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৭

বুদ্ধিজীবী বলেছেন: আমারও মঞ্চায়.....................নিবেননি কেউ????

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৬

দুরের পাখি বলেছেন: /:)

৩৯| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৮

শয়তান বলেছেন: খাইসে এমনে গাইল পারেন ভিজিটরগো ?? :)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৯

দুরের পাখি বলেছেন: সব ভিজিটরগো না । ছিদ্রান্বেষীগো ।

৪০| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৯

বকবাকুম বলেছেন: আপনি কেন দুরের পাখি? কেউ কি আপনাকে দুরে তাড়াইয়া দিছে? (ইয়ে মানে ছ্যাকা ট্যাক দিছে নি?) ;)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৯

দুরের পাখি বলেছেন: খেদায়নাই কেউ । নিজে থাইকা ।

৪১| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:২৯

সবাক বলেছেন:
হইখের গোষ্টী মাইনষের মাথায় হাগু কইরতে পসন্দ করে-

এ কতার আরবী কি হইবো?

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩০

দুরের পাখি বলেছেন: তরি ওয়া নিনগেন নো আতামা নি উনকো সুরু কোতো গা সুকি দা

৪২| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৪

শুভ মিয়া বলেছেন: সাক্ষাতকার পরে .. আগে এইটা পইড়া আসেন .. ;)

Click This Link

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৫

দুরের পাখি বলেছেন: তোমার রেজওয়ান শুব নিকের কি হৈল । দিলাতো হাইকোট দেখাইয়া /:)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৬

দুরের পাখি বলেছেন: ঐ পোস্ট অনেকাগেই পড়ছি ।

৪৩| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৭

সবাক বলেছেন:
মার হাবা মার হাবা....

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৮

দুরের পাখি বলেছেন: হেহেহ । আফনের কাছে আরবি যা আমার কাছে চাইনিজও তা । ;)

৪৪| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৯

শুভ মিয়া বলেছেন: রেজওয়ান শুভ নিকের কিছু হয় নাই .. এইটারে একটু পপুলার বানাইতাসি আরকি ;)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪১

দুরের পাখি বলেছেন: এত পপুলার নিক দিয়া কি করবা ? কামের মত একটা হৈলেই হৈলো । পরে লুকাল তিনকোনার লগে প্যাটার্ন ম্যাচ খুঁজবো পাব্লিকে ।

৪৫| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪১

বকবাকুম বলেছেন: এবার একটা সিরিয়াস কুশ্চেন!

০১। আপনি কি একজন নাস্তিক?

০২। (যদি হ্যা হয়) আপনার নাস্তিক হওয়ার কারন কি?

০৩। আপনি কি মনে করেন এই মহাবিশ্ব একসিডেন্টলি সৃষ্টি হয়েছে? এবং এতে স্রস্টা বা কারো কোন হাত নাই?

০৪। ধর্মের দুর্বলতাই কি আপনাকে নাস্তিক হতে সাহায্য করেছে?

০৫। আপনি কি ঈদের নামাজ পড়েন? অথবা কারো জানাযার নামায?

০৬। আপনি কি বিবাহ করেছেন? করে থাকলে সেটা কি কোন ধর্মমতে করেছেন নাকি শুধুমাত্র সরকারী ভাবে রেজিঃ (কাবিন) করেছেন? আর করে না থাকলে কিভাবে করবেন?

০৭। যদি আপনার সন্তান আস্তিক হয় তাহলে কি তাকে তার মত ধর্ম পালন কর্তে দিবেন?

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৪

দুরের পাখি বলেছেন: ১ । হ্যাঁ

২ । আমি কাঠখোট্টা সাইন্টিফিক মানুষ । পরিসংখ্যানিক উপাত্ত ছাড়া কোনকিছুতে তেমনেকটা আস্থা নাই ।

৩ । জানি না , মনে করা বা না করার মত উপাত্ত নাই ।

৪ । প্রথমদিকে

৫ । সাধারণত না , কখনো প্যাঁচে পড়লে পড়তে হয় ।

৬ । করি নাই । করলে বাঙ্গালি মতে, বেশি ঝামেলা করতাম ছাই না ।

৭ । হ্যাঁ

৪৬| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৫

শয়তান বলেছেন: পক্ষি ডাইল আর তেতুল এর ইংরাজি কন দেখি । হঠাৎ দরকার পরসে

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৮

দুরের পাখি বলেছেন: ডাইল তো , বিনস
তেতুল হৈল, Tamarind

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৫০

দুরের পাখি বলেছেন: ডাল > Pulse

ই বোধহয় বেশি কাছাকাছি

৪৭| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৫২

শয়তান বলেছেন: বিনস মনয় না । পি দিয়া কি যেন একটা ।

তেতুলের লাইগা ধইন্যা

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৩

দুরের পাখি বলেছেন: উপ্রে মন্তব্যে যুগ কৈরা দিছি ।

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৩

দুরের পাখি বলেছেন: বিনস গোত্রের দেইখা পরথমে মাতাত ঐডাই আইছিলো ।

৪৮| ২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৫

বকবাকুম বলেছেন: কামরাংগা'র ইংরেজী কি পাখি ভাই?;)

২২ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৮

দুরের পাখি বলেছেন: Carambola

৪৯| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:০৪

নিরক্ষর বলেছেন: এতো দেখি জটিল সাক্ষাৎকার :)

আমি একটা প্রশ্ন করুম! কিন্তু কি জিগামু?? মাতা দেহি খাউজায়.... :P

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:০৫

দুরের পাখি বলেছেন: সাবধানে চুলের শর্ট থাকলে মাতা না খাউজানিই ভালা ।

৫০| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:০৭

নিরক্ষর বলেছেন: ১০০ তম কমেন্টের জন্য অপিনন্দন সবাইকে :)

অপকুর্স অল ক্রেডিট গোজ টু দ্যা ঘটক পাখি ভাই ;)

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:০৮

দুরের পাখি বলেছেন: অপকুর্স অপকুর্স ।

৫১| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:০৮

নুশেরা বলেছেন: সিরিকাস ফশ্ন। ফ্যাম কইচ্ছেন নি? সাঙ্গা বইবেন নি? হেইলে আঁরে বায়োডাটা মেইল করিয়েন।

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:১০

দুরের পাখি বলেছেন: ফ্যামও কইচ্চি সাঙ্গাও কইরুম । তাইলে বায়ুডাটা আন্নেরে কিল্লাই দিমু । মিয়া বিবি রাজি.............................

৫২| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:১১

ইউনুস খান বলেছেন: লেখক বলেছেন: মানষ । আমি একটা মানষ।

মানষ জিনিস টা কি?

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:১২

দুরের পাখি বলেছেন: হোমো ছ্যাপিয়েন্স

৫৩| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:১৫

নিরক্ষর বলেছেন: এতবড় সাক্ষাতকার নেওনের পর এখন কি নিজেরে ছেলিব্রিটি ছেলিব্রিটি মনে হচ্ছে না? :P

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:১৭

দুরের পাখি বলেছেন: সিরিকাস প্রশ্ন কমৈছে । কছম, এইটা মুটেও ফানপুস্টাছিলো না । বেতমিজ ফুলাপান এইটারে ফানপুস্ট বানাইয়া দিছে । X((

৫৪| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:২৭

নিরক্ষর বলেছেন: এবাড় এককান জুটিল ফ্রশ্ন ;)

আফনেরে যদি জাতীয় মসজিদের খুতিব বানাইয়া শুক্কুরবার জুম্মার নামাজে মিম্বরে উডাইয়া দেওয়া হয় তাইলে কি কর্পেন? ;)

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:২৮

দুরের পাখি বলেছেন: ঝাপানিজে খোতবা পড়া শুরু করমু ;)

৫৫| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৭

শয়তান বলেছেন: পক্ষি নুয়াখালিরে আম্রা ঝাপানই কিন্তু কই ::)

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৮

দুরের পাখি বলেছেন: ভালুতো ।

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৮

দুরের পাখি বলেছেন: তয় আমি তাইলে মুনয় কোরিয়া তাইওয়ানে পইড়া যামু ।

৫৬| ২২ শে মে, ২০০৯ বিকাল ৪:৪২

শয়তান বলেছেন: হ । দঃ কুরিয়া

২২ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৩

দুরের পাখি বলেছেন: আম্রা আবার দঃ উঃ কুরিয়া কই না । আমরা কই কুরিয়া আর কিতাচৌসেন (উঃকুরিয়া)

৫৭| ২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৩

তনুজা বলেছেন: ঐ বেডা ! আবার শুরু করছেন--কমেন্টের রিপ্লাই করেন না -------নিজেরে ছেলিব্রেটি মনে হয়?---------এক্কেরে ভাল মত দিমুনে

২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৯

দুরের পাখি বলেছেন: কৈ এইডা তো আফনের পরথম কমেন্ট ।

৫৮| ২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৫

শাওন৩৫০৪ বলেছেন: হুমম....পাখি দূরে ক্যান?

২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৯

দুরের পাখি বলেছেন: পাখি দুরে গিরা ফড়ালেকা করে ।

৫৯| ২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৪১

তনুজা বলেছেন: পক্ষী মেজাজ বিলা আছে কইলাম ---------আগের পোস্টে কি করছেন----

২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৩

দুরের পাখি বলেছেন: ওওও । আগের পুস্টটা দিয়া একটু বান্দরনির লগর কতা কৈতে বৈছিলাম । পরে দেখিযে রিপ্লাই দিয়া কুলাইতে পারুম না । মাইন্ডায়েন না । ছুড বাইডারও পিরীতি করতে মঞ্চায় ।

৬০| ২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৪

কৌশিক বলেছেন: আই একখান নিতে চাই

২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৫০

দুরের পাখি বলেছেন: সিউর ।

৬১| ২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৯

তনুজা বলেছেন: পিরীতি করতি তো মানা করি নাই ভাইডু-----কইছি কোবতেও চাই--যে বয়সে যেডা আসা ভাল---পক্ষিণীর সাথে যে এত কতাবার্তা অয় সেডার জন্যি কি দু একটা কাব্য পাওয়ার কতা না


আর কুলাইতে না পারা তো সাধারণ লুকের সমস্যা না----গভীর সন্দ হয়--


পিরীতির কতা শুনে খুশি হইছি--পক্ষী আর পক্ষিণীর জন্য দুডো লাইন দিলাম পছন্দের


"পিরীতি নগরে বসতি করিব পিরীতে বাঁধিব ঘর
পিরীতি দেখিয়া পড়শী করিব তা বিনে সকলি পর "

২২ শে মে, ২০০৯ বিকাল ৫:৫২

দুরের পাখি বলেছেন: কি নিয়া সন্দ অয় ? (আমি কৈলাম কিচ্ছু জানি না । হুম)


লাইন্দুইটা পছন্দৈছে ।

৬২| ২২ শে মে, ২০০৯ রাত ৯:৩৯

অগ্নিকন্যা বলেছেন: এত জটিল সাক্ষাৎকার কোনোদিন দেখিনাই। ভালোই লাগল....এইসব প্রশ্ন মানুষের মাথায় আইছে কেমনে? আবার এইটাও ভাবি উত্তরইবা দিল কেমনে!!!!!! বড় আজব এই নোয়াখাইল্লা দুনিয়া।

২২ শে মে, ২০০৯ রাত ৯:৪৪

দুরের পাখি বলেছেন: তুই ও কিছু জিগা ।

৬৩| ২২ শে মে, ২০০৯ রাত ৯:৪৭

দেশী পোলা বলেছেন: আপ্নে কি বাল কাটেন?

২২ শে মে, ২০০৯ রাত ৯:৫৭

দুরের পাখি বলেছেন: হ

৬৪| ২২ শে মে, ২০০৯ রাত ৯:৫১

দেশী পোলা বলেছেন: আগের মন্তব্যটা মুছে ফেল, সবাই ধরতে পারবে না, তারপর আমার উপর অশ্লীলতার অভিযোগে ওয়াচ-ব্যান শুরু হবে

২২ শে মে, ২০০৯ রাত ৯:৫৭

দুরের পাখি বলেছেন: না থাউক । রম্য জমবো ।

৬৫| ২২ শে মে, ২০০৯ রাত ৯:৫৩

শয়তান বলেছেন: একাউন্টে টেকা আহে নাই :(

২২ শে মে, ২০০৯ রাত ৯:৫৭

দুরের পাখি বলেছেন: খিক খিক । ইয়েন পাডাইলে টেকা ক্যামনে আইবো ।

৬৬| ২২ শে মে, ২০০৯ রাত ৯:৫৪

শয়তান বলেছেন: দেশী পোলা প্রশ্ন কৈরা ডরান কেন ?

লেটস সি ।

২২ শে মে, ২০০৯ রাত ৯:৫৮

দুরের পাখি বলেছেন: লাহিজাবিন ।

৬৭| ২২ শে মে, ২০০৯ রাত ১০:০২

লীনা দিলরূবা বলেছেন: এখানে ত দেখি এলাহি কারবার। আমার কোন প্রশ্ন নাই। উত্তর আছে নাকী?

২২ শে মে, ২০০৯ রাত ১০:০২

দুরের পাখি বলেছেন: আছে । তাত্তারি প্রশ্ন জিগান ।

৬৮| ২২ শে মে, ২০০৯ রাত ১০:০৪

শয়তান বলেছেন: রেডিও কোনাকুনি ও রে খপর দিমুনি ?

২২ শে মে, ২০০৯ রাত ১০:০৬

দুরের পাখি বলেছেন: আবার জিগায় ! তাত্তারি ডাকেন ।

৬৯| ২২ শে মে, ২০০৯ রাত ১০:০৫

লীনা দিলরূবা বলেছেন: আপ্নে স্বনামে ব্লগাননা কেন? আর আপ্নার নিক দুরের পাখি কেন?

২২ শে মে, ২০০৯ রাত ১০:০৭

দুরের পাখি বলেছেন: প্রথমে আসলে নিকের মানে বুঝি নাই । গুগল থাইকা সার্চ দিয়া ঢুকছিলাম । একবার নিক নিলে সেইটা যে আজীবন বহন করতে হৈব বুঝি নাই । দিয়া দিলাম একটা ।


স্বনামে একটা নিক পরে খুলছিলাম অবশ্য । সপ্তাহান্তেই চিরতরে ব্যান ।

৭০| ২২ শে মে, ২০০৯ রাত ১০:০৮

দেশী পোলা বলেছেন: হুদা কামে ব্যান হইতে মজা লাগে না

২২ শে মে, ২০০৯ রাত ১০:১০

দুরের পাখি বলেছেন: হুদা কাম নাকর্লেই পারেন । কৈরা ফালাইয়া পস্তানি ক্যান । আমার এইখানে মন্তব্য করলে সেইটা আমি আর মডু ছাড়া কেউ মুছতারবো না এইটা বুইঝাই করা উচিৎ ।

৭১| ২২ শে মে, ২০০৯ রাত ১০:০৮

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আপনের টাইম শেষ। আমার নিজের থেইক্যা কওয়ন লাগছে না, ভালা শয়তান নিজেই ব্যবস্থা করতাছে।

২২ শে মে, ২০০৯ রাত ১০:১১

দুরের পাখি বলেছেন: আফনে কি রেডিও কুনাকুনি ?

৭২| ২২ শে মে, ২০০৯ রাত ১০:১৩

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

এক্সক্লুসিভ, আগে বলা যাবে না, এর জন্য বেশি টাকা দিতে হচ্ছে, আপনের ডবল

২২ শে মে, ২০০৯ রাত ১০:১৪

দুরের পাখি বলেছেন: আরেকটু কমান যায় না ? স্বজনপ্রীতি ডিসকাউন্ট ।

৭৩| ২২ শে মে, ২০০৯ রাত ১০:১৪

মাষ্টার_মশাই বলেছেন: চাপ্পুতে একবার আমি নিছিলাম মনে আছে?ডিজি;)

২২ শে মে, ২০০৯ রাত ১০:১৬

দুরের পাখি বলেছেন: হ মনে আছে । তুমি মিয়া কিপ্টা । নাম্বার দিলা কিপ্টার মত, আবার কতর মধ্যে সেইটাও কৈলা না ।

৭৪| ২২ শে মে, ২০০৯ রাত ১০:১৬

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
সেই স্কীমেও নাকি ব্যাক-ডোর সারচার্জ লাগে

২২ শে মে, ২০০৯ রাত ১০:১৮

দুরের পাখি বলেছেন: কি যন্ত্রণা । ব্যাক ডোর সারচার্জকি রিফান্ডেবল ? মাইনে সাক্ষাৎকারের প্রশ্ন পছন্দ না হৈলে ।

৭৫| ২২ শে মে, ২০০৯ রাত ১০:১৮

মাষ্টার_মশাই বলেছেন: আমার স্টাইল এটাই ।আজ আবার দিবা নাকি ।লাইভ ;)

২২ শে মে, ২০০৯ রাত ১০:১৯

দুরের পাখি বলেছেন: না, তুমার কাছে দিমু না । /:)

৭৬| ২২ শে মে, ২০০৯ রাত ১০:২১

রোবোট বলেছেন: কি পছন্দ রুটি না পরোটা?
প্রিয় ভাজি কি?
তিনজনে রিকশা উঠলে কৈ বসেন?
ভাতের সাথে কি কাঁচা মরিচ নেন?
কোক না পেপসি?
কোন হাতে লিখেন?
চা না কফি?
রসগোল্লা খেতে কেমন লাগে?
এই পোস্টের পর সামু আপনারে ব্যান খাওয়াইলে কেমন হবে?

২২ শে মে, ২০০৯ রাত ১০:২৫

দুরের পাখি বলেছেন: রুটি
সীমালু
উপ্রে কাঠের মইধ্যে , বসি না বসতে হয় X(
না
কোনটাই না (উরন চা)
ডাইন
কফি
খুবই ভালো, যদি বালু না থাকে
রাগে মাতার চুল ছিড়মু আরো কয়েকটা

৭৭| ২২ শে মে, ২০০৯ রাত ১০:২২

মায়া নেকড়ে বলেছেন: আমি রেডূ জঙ্গলা গুহা থিকা আইছি দুড়ের পাকির সাক্কাতকার নিতে। আপনারা সবায় সাইড দেন।
ঔঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊউ

২২ শে মে, ২০০৯ রাত ১০:২৫

দুরের পাখি বলেছেন: আপনাকে ডন্যবাড । শুরু করেন ।

৭৮| ২২ শে মে, ২০০৯ রাত ১০:২৩

মাষ্টার_মশাই বলেছেন: তুমি মিয়া আমার কাছে দিলে পাবলিক তোমার আসল রুপ দেইখ্যালাইব হেইল্লাগা দিবানা;)
যাউকগা তোমারে তরম তিতে তাইনা;)
আছ কেমন ?আমার দুখের কাহিনী জানতে একটু ঘুইরা যাও

২২ শে মে, ২০০৯ রাত ১০:২৬

দুরের পাখি বলেছেন: তুমি তুমি করতাছ যে বড় !

৭৯| ২২ শে মে, ২০০৯ রাত ১০:২৫

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
সেটা রিফান্ডেবল কিন্তু সার্ভিস চার্জ হিসাবে নাকি .......কী জানি কী করে!

২২ শে মে, ২০০৯ রাত ১০:২৬

দুরের পাখি বলেছেন: সার্ভিস চার্ঝ দিতাম ছাইনা ।

৮০| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৩৩

মাষ্টার_মশাই বলেছেন: আন্নে এটা কিইলেন?আন্নের কি তরম তরে নাকি?আন্নে আন্নে গম আছননি?
যাও এবার আন্নে আন্নে কইরা দিলাম খুশি হইলা?;)

২২ শে মে, ২০০৯ রাত ১০:৩৬

দুরের পাখি বলেছেন: আরেকটু আগাইলেই কিন্তু ... খাইবা । তিনটা ডট আছে খিয়াল কৈরা ।

৮১| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৩৩

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
সার্ভিস চাই

২২ শে মে, ২০০৯ রাত ১০:৩৭

দুরের পাখি বলেছেন: সার্ভিস যেইখানে দেয় হেইখানে যান মিয়া ।

৮২| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৪১

মায়া নেকড়ে বলেছেন: আচ্ছা!!! আপনি যে এঠ ঝণপ্রিয় ব্লগাড় হলেন, টাড় পিছে ড়হষ্যটা খি?

২২ শে মে, ২০০৯ রাত ১০:৪৬

দুরের পাখি বলেছেন: ফার্স্ট আই থ্যান্ক অলমাইটি আল্লাহ, দ্যান দ্যা বয়েজ, দে রিয়েলি ওয়ার্ক হার্ড , দ্যান ........

৮৩| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৪২

মায়া নেকড়ে বলেছেন: আপনি কি আমাদের ইসফেষ্যাল রুমে এসে সাক্কাৎকাড় দিতে ছান?

২২ শে মে, ২০০৯ রাত ১০:৪৬

দুরের পাখি বলেছেন: না ।

৮৪| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৪৮

চাঙ্কু বলেছেন: আন্নের মাথা কখন নষ্ট হয়ে যায় ?? :P

২২ শে মে, ২০০৯ রাত ১০:৪৯

দুরের পাখি বলেছেন: অসুখ ঐলে ।

৮৫| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৫১

মাষ্টার_মশাই বলেছেন: তোমার দোর আমার জানা আছে।আগাইলাম কি কইবা কইয়া পালাও;)

২২ শে মে, ২০০৯ রাত ১০:৫২

দুরের পাখি বলেছেন: ন্যাহ /:)

৮৬| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৫৪

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আপনের কাছে কুনু সার্ভিস আছে সার্ভিস পাওয়েনের ঠিকানার

২২ শে মে, ২০০৯ রাত ১০:৫৪

দুরের পাখি বলেছেন: না

৮৭| ২২ শে মে, ২০০৯ রাত ১১:০০

মাষ্টার_মশাই বলেছেন: জাতি আজ দেখলা তুমি আমারে কেমন ভুই পাও;)

২২ শে মে, ২০০৯ রাত ১১:০৫

দুরের পাখি বলেছেন: /:)

৮৮| ২২ শে মে, ২০০৯ রাত ১১:০২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ওই কে কোথায় আছো, মাইক, ক্যামেরা রেডি কর। হলুদ পাখির সাক্ষাৎকার নেই

২২ শে মে, ২০০৯ রাত ১১:০৫

দুরের পাখি বলেছেন: হ সব রেডিক করো ।

৮৯| ২২ শে মে, ২০০৯ রাত ১১:০৩

মায়া নেকড়ে বলেছেন: যাক ড়হষ্যটা আমড়া জানটে পেড়েছি তাই নতুন প্ড়শ্ন।

আপনি ডিনে কয়বার খাদ্য নেন?

২২ শে মে, ২০০৯ রাত ১১:০৫

দুরের পাখি বলেছেন: এক থেকে দুইবার ।

৯০| ২২ শে মে, ২০০৯ রাত ১১:০৬

মায়া নেকড়ে বলেছেন: মাটড়ো এখ ঠেকে ঢুইবার খাদ্য নিয়ে আপনাড় চলে?

২২ শে মে, ২০০৯ রাত ১১:০৭

দুরের পাখি বলেছেন: মাঝে মাসখানেক প্রতিদিন একবারে চালাইছিলাম ।

৯১| ২২ শে মে, ২০০৯ রাত ১১:১৪

শয়তান বলেছেন: ঝাপান থিকা ধাক্কা দিয়া বাইর কর্বো কবে ?

২২ শে মে, ২০০৯ রাত ১১:১৫

দুরের পাখি বলেছেন: আর দশ মাস আছে ভিসা

৯২| ২২ শে মে, ২০০৯ রাত ১১:২২

কাক ভুষুন্ডি বলেছেন: রেডূ জঙ্গলা গুহাড় আড়ঝের টাইম শ্যাষ হৈয়া জাওনে আমি রেডূ কাউয়ার ডাস্বিন থিকা আইছি আপ্নের সাকষাতকাড় লৈতে।

কন কিরাম আছেন?

২২ শে মে, ২০০৯ রাত ১১:২২

দুরের পাখি বলেছেন: আছি ভালু । আপনে মিয়া এতক্ষণ পরে !! এই তাইলে স্বজনপিরীতির নমুনা ??

৯৩| ২২ শে মে, ২০০৯ রাত ১১:২৩

শয়তান বলেছেন: ঝাপানি মেয়েরা কেমন? পরিচিত দুই বন্ধু বিয়া কৈরা কয় ভিষন পস্তাইতেছি । কারনটা কি মনে হয় আপনার ?

২২ শে মে, ২০০৯ রাত ১১:২৬

দুরের পাখি বলেছেন: কেমন প্রশ্নটা আরেকটু স্পিসিফিক করা যায় ?


পরিচিত বন্ধুরা পস্তানির কারণ মনে হয়, মুখ বুজিয়া সহ্য করিব , ধরণের নাই খুবেকটা ।

৯৪| ২২ শে মে, ২০০৯ রাত ১১:২৫

কাক ভুষুন্ডি বলেছেন: আছিলাম্তো ;) রেডূ কাউয়ার ডাস্বিনের আগেত্থিকাও:)

২২ শে মে, ২০০৯ রাত ১১:২৮

দুরের পাখি বলেছেন: হ, একন পরোশ্ন শুরু করেন ।

৯৫| ২২ শে মে, ২০০৯ রাত ১১:৩২

কাক ভুষুন্ডি বলেছেন: কি প্রশ্নো কর্তে পারি?

২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৩

দুরের পাখি বলেছেন: এড়ই ফিডামু কৈলাম অঁ-ঙ্গা । ডংডাং বাদ্দে ।

৯৬| ২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৫

শয়তান বলেছেন: স্পেসিফিক বলতে ভালোবাসা বিনিময় কাইন্ডা । এরা নাকি বিয়ের পর বাংগালী রমনীদের চেয়েও বেশী আবেগপ্রবন ? যাতে বর্তমানে অশান্তিই বেশী হচ্ছে ।

২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৮

দুরের পাখি বলেছেন: না । সেইসব পুরান কাহানি । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, জাপানিজ কালচারে বিশাল রেভ্যুলেশন হৈছে । এক্কেরে চিন্তা-চেতনার গোড়ায় গোড়ায় । হেই আভেগের দিন আর নাই । বিশেষ কৈরা ধরেন, বড় কয়েকটা শহরেই জনসংখ্যা কনসেন্ট্রেটেড তো । আর বড় শহর মানেই কাঠমানুষ ।

৯৭| ২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৮

কাক ভুষুন্ডি বলেছেন: এড়ই মুতাব্বির
কাগুরে এক্কাপ লাল ছা দে........

২২ শে মে, ২০০৯ রাত ১১:৩৯

দুরের পাখি বলেছেন: কড়া লেম্বু মারবি ।

৯৮| ২২ শে মে, ২০০৯ রাত ১১:৪০

শয়তান বলেছেন: লগে সনদেশের কথাও বৈলেন কাউয়া :)

২২ শে মে, ২০০৯ রাত ১১:৪১

দুরের পাখি বলেছেন: না , চার লগে সন্দেশ জম্বো না । চাপাইন্সা লাগ্বো ।

৯৯| ২২ শে মে, ২০০৯ রাত ১১:৪৫

কাক ভুষুন্ডি বলেছেন: এড়ই মুতাব্বির

কাগুরে মু-ইয়ানি লিম্বু মাইরা লাল ছা দিলি না অঁ-ঙ্গাও???

২২ শে মে, ২০০৯ রাত ১১:৪৬

দুরের পাখি বলেছেন: হাহাহাহা । আন্ন হাইচ্চেন । আঁ-র মিন্ন-ত কামে লাইগচে ।

১০০| ২২ শে মে, ২০০৯ রাত ১১:৪৯

তনুজা বলেছেন: ১।নানি মিতেন দা ইওও !! মানে কি ?

২।কুব খারাপ সময় --পাতাঝরা গাছের মত কইলেন কেন

২২ শে মে, ২০০৯ রাত ১১:৫২

দুরের পাখি বলেছেন: ১ > কি দেখিস ?!

২ > আয়ুবিহঙ্গ উড়িয়া যাইতাছে ব্যাপারটা দৃষ্টিগোচর হৈলো আচমকা ।

১০১| ২২ শে মে, ২০০৯ রাত ১১:৫৩

চরণ দাস বলেছেন: লাক্স চ্যানেল আই সুন্দুরী পিরতিযুগিতায় ডাইকলে কি কি কুচ্চেন করবেন বিচারক হিসাবে?

২২ শে মে, ২০০৯ রাত ১১:৫৪

দুরের পাখি বলেছেন: তুমি কুন সাবান মাখো , সত্য কৈরা কও

১০২| ২২ শে মে, ২০০৯ রাত ১১:৫৯

কাক ভুষুন্ডি বলেছেন: হ আন্নে মিন্নতাইবান আঁঙ্গো কামে লাইগত নঁ, এডি কিয়া কন?

২৩ শে মে, ২০০৯ রাত ১২:০১

দুরের পাখি বলেছেন: এইয়েনা ছত্রের লা-ন কতা ।

১০৩| ২৩ শে মে, ২০০৯ রাত ১২:০৭

তনুজা বলেছেন: আগেও লক্ষ্য কর্ছি বাংলাভাষার বিরুদ্ধে একজাতীয় ষড়যন্ত্র প্রক্রিয়ার অংশ হিসেবে আপ্নেরা নিউক্যালি ডিক্সনারি বানাইতে চাইছেন

এখন সেই ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে নাকবোঁচা চোখছোট একজাতির শব্দ চালায়া দিতেছেন

এর দ্বারা কোমলমতি ব্লগাররা বিভ্রান্ত হচ্ছে ---এর দ্বারা কি কইলেন গালাগালি না মামাবাড়ি সেইটা প্রমাণেরও কোন উপায় থাকতেছে না

তীব্র ধিক্কার সহ আপনাকে বিদেশি ভাষার দালাল হিসেবে চিহ্নিত করা হল , আবার ৫২ আসবে --আপ্নাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে ------কথাটা মনে রাখবেন

২৩ শে মে, ২০০৯ রাত ১২:০৮

দুরের পাখি বলেছেন: ভুই পাইছি । আতমখে হাত-পা...................

১০৪| ২৩ শে মে, ২০০৯ রাত ১২:১০

কাক ভুষুন্ডি বলেছেন: আঁঙ্গো মাস্টর্নির মইন্তবত জাঝা ;)

২৩ শে মে, ২০০৯ রাত ১২:১২

দুরের পাখি বলেছেন: হ এক্করে আতমখে হাত-পা..........................

১০৫| ২৩ শে মে, ২০০৯ রাত ১:০৪

কেল্টূ দা বলেছেন: হায়রে ! ! আল্লায় কপাল খালি আপ্নেগো দিছে

এই ছুট্ট পুস্টে এত্তু কমেন দেইকা চউক্ষে পানি আয়া পর্ছে ... :(

অ.ট. কিছ্যে ?

২৩ শে মে, ২০০৯ রাত ১:০৯

দুরের পাখি বলেছেন: অ.ট. ডা বুঝলাম না ।

১০৬| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

কঁাকন বলেছেন: আপনার প্রিয় খাবার কি ভাইয়া ?

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

দুরের পাখি বলেছেন: আম্মাজানের রান্না করা গরুর মাংস ।

১০৭| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১০

কঁাকন বলেছেন: ভাইয়া আপ্নার নিক কেন দূরের পাখি?

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১১

দুরের পাখি বলেছেন: দুরে থাকি তাই । আরেক পক্ষি থাকে আরেক দেশে ।

১০৮| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১১

কঁাকন বলেছেন: আপ্নি বাংলা ব্লগকে কি দয়েছেন? আর বাংলা ব্লগ আপ্নাকে কি দেয় নি?

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

দুরের পাখি বলেছেন: বাংলা ব্লগকে দিয়েছি , কওমি হুজুরের কাহিনীর মত মাস্টারপিস ।

কিন্তু বিনিময়ে কি প্লাম, তিনবার ব্যান্ড, অসংখ্যবার জিনারালাইজড, ক্লকওয়াইজ ওয়াচড । ভালু কিছু দেয় নি ।
তয় কিছু ভালো বন্ধু পাইছি ।

১০৯| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১২

কঁাকন বলেছেন: ভাইয়া আপ্নি ব্লগারদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
কোন টিপস?

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

দুরের পাখি বলেছেন: মডুদের কালু হাত থেক ব্লগবাঁচাউ ।

১১০| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২২

কঁাকন বলেছেন: এইযে এতজন আপ্নাকে প্রশ্ন করলো কোন প্রশ্নটা আপ্নার বেশি ভালো লেগেছে, বুদ্ধিদীপ্ত মনে হয়েছে? :)

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

দুরের পাখি বলেছেন: কঁাকন বলেছেন: আপনার প্রিয় খাবার কি ভাইয়া ?

১১১| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

মোনালিসা আক্তার বলেছেন: কেল্টূ দা বলেছেন: হায়রে ! ! আল্লায় কপাল খালি আপ্নেগো দিছে

এই ছুট্ট পুস্টে এত্তু কমেন দেইকা চউক্ষে পানি আয়া পর্ছে ..

;) ;) ;)

কেল্টূ দার কমেন্ট টা ধারুন হয়েছে।

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

দুরের পাখি বলেছেন: হ, ছবি লাগায়া ঘুরেন, আরো কয়দিন । আফনের পুস্টেও হবে ।

১১২| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

মোনালিসা আক্তার বলেছেন: বুঝি নাই ভাইয়া :(

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

দুরের পাখি বলেছেন: এত তাড়াতাড়ি বুঝন লাগবোনা । আইলেনতো মাত্র । দেখেন ঘুইরা ঘাইরা । অভিজ্ঞতা জমা হৈলে এম্নেই বুঝবেন । কিছু কিছু জিনিস শিখাইয়া হয়না । নিজে থাইকা অভিজ্ঞতা দিয়া বুঝন লাগে ।

১১৩| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

কঁাকন বলেছেন: ধন্যবাদ ভাইয়া

:)

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

দুরের পাখি বলেছেন: ওয়েল্কু । :D

১১৪| ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

শাওন৩৫০৪ বলেছেন: শাকমাৎকার ষেশ??

২৫ শে মে, ২০০৯ রাত ৮:০৬

দুরের পাখি বলেছেন: না । এডি ওপেন । যতকষণ ফ্রস্ন তাকবে , ততকষণ চৈল্বেক ।

১১৫| ২৬ শে মে, ২০০৯ ভোর ৬:৫২

কঁাকন বলেছেন: ভাইয়া আবার জন্মালে(ব্লগে) আপ্নি কি হতেচান
১।দূরের পাখি
২।নোটিশবোর্ড
৩।জানা
৪।অরিল

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৪৭

দুরের পাখি বলেছেন: অবশ্যই লুটিশবুড । আবার জিগায় ।

১১৬| ২৬ শে মে, ২০০৯ ভোর ৬:৫২

কঁাকন বলেছেন: ভাইয়া আপ্নার কোন পোষ্ট টা আপ্নার দৃষ্টিতে স্টিকি হওয়া উচিৎ ছিল কিন্তু হয়নি

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৪৭

দুরের পাখি বলেছেন: অনেকগুলা । বৈলা শেষ করা যাইবোনা । আমারতো মনে হয় আমার প্রতিটা পুস্টই আঠা মারার জুগ্য ।

১১৭| ২৬ শে মে, ২০০৯ ভোর ৬:৫৩

কঁাকন বলেছেন: নানি মিতেন দা ইওও !! -- এটা কোন দেশী ভাষা এবং এর অর্থ কি?

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৪৭

দুরের পাখি বলেছেন: জাপানিজ

অর্থ : কি দেখিস শ্লি ! / কি দেখিস শ্লা !

১১৮| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৪৯

কঁাকন বলেছেন: ভাইয়া আপনি কেন নোটিশবোর্ড হতেচান যদি এক্টু ব্যাখ্যা করেন?

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৫

দুরের পাখি বলেছেন: ১১৬ নাম্বারের উত্তরে যে বুল্লাম, নিজের সব পুস্টরেই আঠা মারতে ইচ্ছা করে । লুটিশবুড হৈলেতো বুঝেনই , লেখলেই আঠা ।

১১৯| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৭

শয়তান বলেছেন: দ্যাশে আইস্যা গরুর লগে কি দেখা করবেন ?

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:০০

দুরের পাখি বলেছেন: গরুর ফুন্নাম্বারে কল দিতাছি দুইদিন ধৈরা । রিসিভ করতাছেন্না । রুয়েটের বন্ধুবান্ধব সব পাশ কৈরা চৈলা আসছে । দেখা করতে ফারুম কিনা সন্দ হৈতাছে ।

১২০| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:০৪

শয়তান বলেছেন: গরু মনয় সবাইরে দেখা দেয় না । একবার আম্রাও গেস্লাম সদলবলে । কিন্তু বিফল রিজাল্ট ।

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:০৬

দুরের পাখি বলেছেন: হাহাহা । চলেন আরেকবার টেরাই মাইরা দেখি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.