নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইফতেখার রনি

সালাম

ইফতেখার রনি › বিস্তারিত পোস্টঃ

শিশুদের অ্যাজমা চিকিৎসায় ঢাকা'র ভাল হোমিওপ্যাথিক চিকিৎসকের সন্ধান চাইছি।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

আমার ছেলের বয়স তিন বছর। জন্ম থেকেই ওর অ্যাজমা-এর সমস্যা। এলোপ্যাথিক চিকিৎসা এতদিন চলেছে। মুরব্বীরা হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। যেহেতু এলোপ্যাথিক চিকিৎসায় তার অ্যাজমা পুরোপুরি সারছেনা, তাই একবার অ্যাজমা-এর হোমিওপ্যাথিক চিকিৎসা করাতে চাই।



সবার কাছে পরামর্শ, ঢাকায় শিশুদের অ্যাজমা চিকিৎসায় ভাল হোমিওপ্যাথিক চিকিৎসকের সন্ধান চাই। ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

ফয়সাল আহেমদ বুলবুল বলেছেন: আমার মনে হয় আপনি “আল রাজী এ্যাজমা সেন্টারে দেখাতে পারেন, এটার বিভিন্ন শাখা আছে। তবে আমি একটা শাখা চিনি সেটা হলো - মুগদা

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

সাদা রং- বলেছেন: আপনি গ্রীণ হোমিও হল (শান্তিনগরে যোগাযোগ করতে পারেন)

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

মদন বলেছেন: যেনে রাখা ভালো, হোমিও কখনই রোগ দেখে চিকিৎসা করেনা, রোগ এবং রোগীর লক্ষন দেখে করে।
হোমিওর নিয়ম অনুযায়ী আলাদা ভাবে কোনো রোগকে প্রায়োরিটি দেয়া হয় না, রোগীর সার্বিক অবস্থা দেখে ঔষুধ দেয়া হয়, এমনও হতে পারে আপনার কাছে যে রোগটি মুখ্য মনে হচ্ছে সেটি আসলে অন্য সমস্যার কারনে হয়েছে।

প্রথম এবং শেষ কথা হচ্ছে একজন অভিজ্ঞ ডাক্তার খুজেন, কোনো বিশেষ রোগের স্পেশালিষ্ট নয়, হোমিওতে কোনো রোগের স্পেশালিষ্ট নেই। একজন হোমিও ডাক্তার পুরো মানুষের সমস্ত রোগের চিকিৎসা করে, বিশেষ কোনো রোগের নয়।

বিনা পয়সায় বহুত জ্ঞান দিয়া ফালাইলাম :P

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

শাহ আজিজ বলেছেন: ১৭১২৯৮২২৪৩ ডাঃ ফেরদাউসর সাথে আলাপ করেন । উনি আমার আত্মীয় হন ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

নতুন বলেছেন: ভাই হোমিওতে কখনো রোগ ভাল হয়না.. কারন হোমিওতে কোন একটিভ উপাদান থাকেনা...

যেইটুকু ভাল হয় তা রোগির মনের ইচ্ছা+রোগপ্রতিরোধের ক্ষমতার ফলেই হয়... অনেক টা ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে টাইপের...

শিশুর এজমা অবশ্যই খুবই কস্টকর তার জন্য...ওর লাইফ স্টাইল পাল্টাতে হবে...

* ঘরের পযাপ্ত আলো বাতাসের ব্যবস্হা রাখা...
* শিশুর যেই সব কিছুতে এলাজি` বাড়ে সেই সব কিছু এড়িয়ে চলা..
* ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলা...
* ডাক্তারের পরামশে` ইনহেলার ব্যবহার করা... ( যখন সমস্যা বাড়বে তখন)

আমারও এই রকমের সমস্যা ছিলো ছোট বেলায়... এটা সম্ভবত আমাদের দেশের পরিবেশের জন্য আরো সমস্যা বাড়ে... দেশের বাইরে যাবার ১ মাস পরে থেকেই ওষুধ ছেড়ে দিয়েছি এখনও লাগে না.... কিন্তু যখনই দেশে যাই তখনই ৩/৪ দিন পর থেকেই ওষুধ চালু করতে হয়..

৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

রাতুলবিডি৪ বলেছেন: আমার মেয়ের -ও এজমার সমস্যা আছে, বক্ষ ব্যাধির ডাক্তার দেখিয়েছি, উপকার পাচ্ছি । এজমার চিকিৎসা এখন এ্যালোপ্যাথীতেও আছে । ট্রাই করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.