নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাঙ্গাঘরে,তুমি এলেই ভালোবাসা বৃষ্টিহয়ে ঝরে

ঈশান মাহমুদ

আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)

ঈশান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

তুমি যেদিন শাড়ি পরে নারী হলে আমি সেদিন প্রেমিক হলাম

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৫


১.
তুমি যেদিন শাড়ি পরে নারী হলে
আমি সেদিন প্রেমিক হলাম
ভালোবাসার অথৈ জলে
প্রমোদতরী ভাসিয়ে দিয়ে
অতঃপর নাবিক হলাম//
২.
তুমি আমার নাগালে এসো না
ভালোবেসে ফেলতে পারি
তোমার মনের আকাশ জুড়ে
আমার আকাশ মেলতে পারি//
৩.
আমিও একদিন হারিয়ে যাবো
নীল তারাদের সাথী হবো
রাখবে কি আমায় মনে
গোপন কষ্টে ভিজবে কি চোখ
একলা থাকার ক্ষণে//
৪.
চাঁদের কোলে মাথা রেখে
শুয়েছিলাম আমি
তারা ভরা আকাশ ছিলো
পাতা ঝরা বাতাস ছিলো
চাঁদটা ছিলে তুমি//
৫.
তুমি আমার খোলা আকাশ
তোমার নীলে স্বপ্ন উড়াই
নাগালে এসো নারী
তোমার কাছে একটু জুড়াই//
৬.
ইচ্ছে করে রোদ হয়ে যাই
তোমার ভেজা চুল শুকাতে
কিংবা ঝরি বৃষ্টি হয়ে
তোমার চোখের জল লুকাতে//
৭.
আমার জন্য এখন সে কাঁদে না
চোখের তারায় স্বপ্নও বাঁধে না
তবুও আশায় আশায় থাকি
তার জন্য বুক পকেটে কিছু
স্বপ্ন জমিয়ে রাখি//

:পোস্টে ব্যবহৃত ছবি গুগল থেকে নেয়া।
কবিতাপ্রেমীরা আমার অনুকাব্য ভালো লাগলে
আমার নিজস্ব কবিতা ব্লগ জল-জোছনার কাব্য ব্লগটি ভিজিট করতে পারেন। :)

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫০

উমর ফাঈলাসূফ বলেছেন: ভালো লাগলো :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

ঈশান মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা উমর ফাঈলাসূফ। :) :) :)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫২

সবুজ মহান বলেছেন: দারুণ++++++++++
চালাইয়া যান ব্রাদার

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৬

ঈশান মাহমুদ বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ সবুজ মহান। :) :) :)

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে :) ||

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

ঈশান মাহমুদ বলেছেন: খুশী হৈলাম। অনেক ধন্যবাদ এবং শুভ কামনা। :)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২১

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমার এক চাচাত ভাই বয়স ৩৬ ছিল। একটি মেয়ে যখন ১৫ বছরে প্রথম শাড়ী পরেছিলো, তাকে দেখে প্রেমে পড়েছিলো। পরে তাকেই বিয়ে করেছিলো। সুতরাং "তুমি যেদিন শাড়ি পরে নারী হলে আমি সেদিন প্রেমিক হলাম" কথা সত্য।

০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৯

ঈশান মাহমুদ বলেছেন: আপনার চাচাতো ভাই যে যথার্থ বাঙ্গালি প্রেমিক, এতে কোন সন্দেহ নেই। আসলে বাঙ্গালি নারী শাড়িতেই রমণীয়, শাড়িতেই সুন্দর এবং সাবলীল। আফসোস, একালের রমণীরা শাড়ি পরা ছেড়েই দিয়েছে প্রায়। আবার বউ ও বিয়ে-শাদির অনুষ্ঠান ছাড়া শাড়ি পরেই না বলা যায়। অনেক ধন্যবাদ দেশপ্রেমিক পোলা। :)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: বাঙ্গালী নারী শাড়ীতেই সবচাইতে সুন্দর।

০৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩

ঈশান মাহমুদ বলেছেন: "বাঙ্গালী নারী শাড়ীতেই সবচাইতে সুন্দর।"-একদম খাঁটি কথা। ১০০% সত্যি *কুনোব্যাঙ*। :)

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর লিখেছেন ভালো লাগলো আপনার কবিতা।

০৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৬

ঈশান মাহমুদ বলেছেন: বলেছেন: আপনার মন্তব্য নিঃসন্দেহে আমার অনুপ্রেরণার উৎস হবে। অনেক ধন্যবাদ উৎকৃষ্টতম বন্ধু। :)

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

অয়োময় বলেছেন: দারুন হইছে................................হেডিংটা আরো সুন্দর হইছে।

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৯

ঈশান মাহমুদ বলেছেন: ধন্যবাদ অয়োময়, অনেক শুভকামনা। :)

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০১

মৃত্যুঞ্জয় বলেছেন: াই আমি হেডিং এর ফ্যান মানে পাঙ্খা হইয়া গেলাম ;)

১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৮

ঈশান মাহমুদ বলেছেন: আপনার মতো কাব্যপ্রেমী বন্ধুদের পাঙ্খা বানানোর আকাঙ্খাতেই এই কাব্য পোস্ট। ধন্যবাদ এবং শুভ কামনা মৃত্যুঞ্জয়। :)

৯| ১০ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: আর কবিতা কই?? আমারো কিছু অনুকাব্য আছে, অবশ্য আপনার মত এতো সুন্দর হয়তো না। আসেন একসাথে বই বের করি।

১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৯

ঈশান মাহমুদ বলেছেন: হা হা হা বন্ধু, আপনার প্রস্তাবে আমি সন্মানিত বোধ করছি। কিন্তু বই বের করার মতো দুঃসাহসী পদক্ষেপ নেয়ার উপযুক্ত এখনো নিজেকে মনে করি না। বলতে পারেন আত্মবিশ্বাসের অভাব। আপনার অনুকাব্য দেখার জন্য আপনার ব্লগে গেলাম। কিন্তু অনুকাব্যতো খুঁজে পেলাম না। লিঙ্ক দিন প্লিজ। আমার কবিতা দেখতে মন চাইলে এখানে ঢু মারতে পারেন। ধন্যবাদ দেশপ্রেমিক পোলা। অনেক শুভ কামনা। :)

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৯

উমর ফাঈলাসূফ বলেছেন: আপনার দেয়া লিঙ্কটাতে ক্লিক করলে এরর দেখাচ্ছে, সাইট বন্ধ নাকি? :-*

২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২

ঈশান মাহমুদ বলেছেন: নাতো ভাই ! আমি তো এই মাত্র ক্লিক করলাম। লিঙ্ক ঠিক মতোই কাজ করছে দেখছি। ঠিক আছে লিঙ্কটা আবার দিলাম। এবার এড্রেস বারে সরাসরি পেস্ট করে দেখুন। অনেক ধন্যবাদ উমর ফাঈলাসূফ। :-) http://ishan1219.blogspot.com/

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: হায় ঈশান ভাই :)

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪২

ঈশান মাহমুদ বলেছেন: প্রতিদিনই সামুতে আসি। তবে নিয়মিত লগ ইন করা হয় না। আপনার মন্তব্যটা অনেক দেরীতে নজরে পড়লো। সরি মাসুম ভাই। :)

১২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৪

খেয়া ঘাট বলেছেন: আপনার এতো চমৎকার কবিতাগুলোর আবৃতি শুনতে পারলে আরো ভালো লাগতো।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

ঈশান মাহমুদ বলেছেন: আপনার মন্তব্য আমাকে যার পর নাই অনুপ্রাণিত করলো। ধন্যবাদ খেয়াঘাট। :)

১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

স্বপ্ন স্রষ্টা বলেছেন: ভালো লাগলো

১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৭

ঈশান মাহমুদ বলেছেন: কেমন আছো ব্রো? :)

১৪| ১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

ফুয়াদের বাপ বলেছেন: সুন্দর অনুকাব্য। ভালোবাসার কথাগুলো হৃদয়গ্রাহী। প্রথম পুংক্তি দারুন রোমান্টিক- "তুমি যেদিন শাড়ি পরে নারী হলে আমি সেদিন প্রেমিক হলাম"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.