![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন জোছনাবতী ও রোদ্রস্নাত ঘোর বরষা
ঈশান আরেফিন
মেঘ কালো ঐ নয়নের আবেশে
হারিয়ে যাবো বলে দু চোখ ভরে তাকাই,
দেখা মেলে জীবনের গাড় অনুভূতির।
সে হাসে,
মায়ার সাগরে ভাসিয়ে দেয়া সেই প্রাণময় হাসি
যেন মহাকাল হয়ে বাজে।
সে একজন নারী; সংজ্ঞাহীন।
কি বলে পরিচয় দেব তার-
"রোদ্রস্নাত ঘোর বরষা"।
অবাক নেত্রে দেখি,
ভরা যৌবনে জোছনার ছায়া
তার অবয়বে; তার শরীরে
উদ্দামতা খেলা করে নিরন্তর।
সে চঞ্চল,সে শৃঙ্খলহীন, সে উচ্ছলতার কবি।
তবুও সে প্রগাড় মায়াবতী,
চোখে তার সবুজ জীবনের প্রতিচ্ছবি।
আজ বুকে টানব তারে,
বলব, "জোছনাবতী, ভালবাসবি মোরে?"
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
মাক্স বলেছেন: ++++
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: অনন্য সুন্দর +
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
দাদুর নাতি বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: অনন্য সুন্দর +
সহমত
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: খুব ভাল লিখছেন ভাই। পড়ে ভাল লাগলো। শুভেচ্ছা নিন।
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সান্তনু অাহেমদ বলেছেন: ভালোবাসার জয় হোক।++
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
সন্ধি মুহিদ বলেছেন: নাইছ
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
সরদার হারুন বলেছেন: বা: অতিব সুন্রদর কবিতা । সাধারণত এত ভাল কবিতা দেখা যায়না। আমি কবির মঙ্গল কামনা করি