![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং ফুটপাথে হাঁটার সময় আচমকাই সামনে আবিষ্কার করি জলজ্যান্ত মোটর সাইকেল...এক বা একাধিক। রাস্তার ভিড় ঠেলে যাওয়ার মত ধৈর্য তাদের থাকে না, তারা বড়ই ব্যাস্ত। তারা ভাবে না, ফুটপাথ মোটরসাইকেল চালনার ক্ষেত্র নয়, মানুষের হাঁটার জায়গা। অনেকেই এমন আচমকা আকাশ ফুঁড়ে মোটরসাইকেল আগমনের কারণে শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে পড়ে যাচ্ছেন। তাদের স্থান হচ্ছে ফুটপাথের পাশের নালা-নরদমায়। আর মোটর সাইকেল আরোহী তখন কোথায়? তার উড়ালপঙ্খী উড়িয়ে পগারপার। এই স্বভাবের পরিবর্তন দরকার। সবারই তাড়া থাকে। তাই বলে মানুষের নিরাপদে হাঁটার জায়গাটাও দখল করে নিতে হবে? কে জানে, হয়তোবা ওইভাবে নালা-নর্দমায় পড়ে থাকতে পারেন আমাদেরই কোন বয়োবৃদ্ধ স্বজন, আদরের ছোট বোন অথবা কোন শিশু। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আসুন এই ঘটনাকে প্রতিরোধ করি।
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
আদম আদোনিস বলেছেন: আগেও দেখছি। কিন্তু ইদানীং বাড়ছে।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
সহজ জটিল বলেছেন: আমারও একখান বাইক আছে, তয় পরথম পরথম ফুটপাতে উঠতাম এখন আর উঠীনা। ওঐ কটাদিন যাদের কষ্ট দিছি............ তার জন্য দূঃখিত !
৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
আদম আদোনিস বলেছেন: @সহজ জটিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা লেখার কোন মূল্যই ততক্ষন নেই যতক্ষণ না সেটা পড়ে মানুষের বিবেক জাগ্রত হয়। আমরা সকলেই সুবিবেচক হবো, মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
নীল_১৭ বলেছেন: ভাই আপনি এইটা ইদানীং দেখলেন?
আর ফুটপাততো হাটার জন্য না..এইটাত দুই চাকার জন্যই..আমাদের বড়ং দেখে হাটা উচিত..