![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাসের ডগায় ছোট্ট শিশির কণা...
দোয়েল পাখি বিষণ্ন,আনমনা...
রঙ হারালো আকাশে আলপনা
বুঝলো না সে....…আমাকে বুঝলো না।
চেয়েছিলাম,আকাশ টা কে ছোঁব
নীল আকাশে স্বপ্নঘুড়ি…,একদিন ওড়াবো
মেঘের ডানায় ভাসবো দুজন…,সব ই যে কল্পনা
বুঝলো না সে…....আমাকে বুঝলো না।
ইচ্ছে ছিল,হারিয়ে যাবো
যোজন দূরে পথ হারাবো
থাকবে এ হাত…,কোমল হাতে
সন্ধ্যা-সকাল,গভীর রাতে
সব হলো কল্পনা,
বুঝলো না সে…....আমাকে বুঝলো না।
রাত্রি নিঝুম,আকাশ মেঘে ঢাকা
দাঁড়িয়ে আছি একলা আমি,চারপাশে সব ফাঁকা
তাকিয়ে আমি ওই যে আকাশ পানে
দুঃখগুলো আসছে ভেসে,অচিন কোন গানে…
চোখের জলে আঁকছি যে আল্পনা,
বুঝলো না সে…....আমাকে বুঝলো না।
*রচনাকালঃ ১২ সেপ্টেম্বর,২০১২
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
ফারজানা শিরিন বলেছেন: বুঝলো না সে…....আমাকে বুঝলো না।