নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.................

আদম আদোনিস

নিজের সম্পর্কে কথা বলতে ভালো লাগে না। আমার ব্লগ ই আমার হয়ে কথা বলবে।

আদম আদোনিস › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কি নাস্তিকতা চর্চার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়???

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

কিছুক্ষণ আগে জানতে পারলাম, ব্লগার আসিফ মহিউদ্দিন ছুরিকাহত হয়েছেন। কে বা কারা তাঁকে ছুরিকাহত করেছে। তাঁকে উত্তরার ১১ নম্বর সেক্টরের মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে পিঠে দুজায়গাতেই আঘাত আছে তাঁর। তিনি এখন ইমার্জেন্সীতে। মাথায় রক্তপাত হচ্ছে। আঘাত গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেলে নিতে হবে।



একজন মানুষ হিসেবে তাঁর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। অপরাধীরা ধরা পরুক। তাদের বিচার হোক।



মূল প্রসঙ্গে আসি।



আসিফ মহিউদ্দিন কে নিয়ে অনেক লেখা, স্ট্যাটাস, ব্লগ চোখে পড়ছে। তিনি নাস্তিক, ইসলাম বিদ্বেষী এসব কথা সেখানে উঠে এসেছে। ব্লগের জগতে আমার আগমণ বেশিদিনের নয়। মাত্র একমাস। আসিফ মহিউদ্দিন এর কোন ব্লগ আগে পড়া হয়নি। আজ পড়লাম।



আমি কোন ধর্মপ্রচারক নই। ওলী-আউলিয়া অথবা মাওলানাও নই। অত্যন্ত সাধারণ একজন মুসলমান আমি। কাজেই কোন মৌলবাদী অথবা ধর্মীয় আলোচনায় আমি যাবো না।



আমার প্রশ্ন এ্কটাই.....ব্লগ কি নাস্তিকতা চর্চার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়??? ব্লগ লেখার একটি অন্যতম প্রধান কারণ কি শুধু "ইসলাম" নামক ধর্মকে তুলোধুনা করা??? কেন শুধু ইসলামেরই দোষ হয়??? মুসলমানের দোষ হয়??? প্যালেস্টাইনে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, নিরীহ মানুষ, শিশু হত্যা করছে কি মুসলমানেরা??? নাকি ইহুদীদের ন্যাক্কারজনক হামলার স্বীকার হচ্ছে নিরীহ মুসলমানেরা???



সেই টুইন টাওয়ার যেদিন ধ্বংস হলো, ঠিক সেদিনই যেন মুসলমান জাতিও ধ্বংস হয়ে গেছে আক্ষরিক অর্থেই। এখন কোথাও বোমা হামলা? এ তো মুসলমান জঙ্গীদের কাজ। কোথাও মানুষ খুন?? মুসলমান ছাড়া আর কে করবে!!! ব্যাঙ্ক ডাকাতি??? আরে ধুর! মুসলমান ছাড়া বড় ডাকাত আর কে আছে?



কেউ দাড়ি রেখেছে। আরে! আইসে শিবিরের ক্যাডার!!!



বড় অবাক লাগে।



নাস্তিক মানে "না আস্তিক।" আল্লাহ, ভগবান, গড কারো অস্তিত্বে যাদের কোন বিশ্বাস থাকবে না। বেশ ভালো কথা। বিশ্বাস করতেই হবে, এমন তো না। কিন্তু নাস্তিকতার নামে শুধুই "ইসলাম" এর বিরুদ্ধাচারণ কেন হবে??? বিরুদ্ধাচারণ যদি করতেই হয়, সব ধর্মেরই করা উচিৎ, তাই নয় কি? যুক্তি তো এই কথাই বলে।



কোন নাস্তিক কে কখনো বলতে শুনি নাই, ওই যে যায় ধুতিওয়ালা, গঙ্গাস্নানে যাচ্ছে বেটা!



কখনো বলতে শুনি নাই, আইসে রে ক্রুশ গলায় দিয়া! অথবা আইসে "বুদ্ধং শরনং গচ্ছামি!"





শুধু মুসলমানের দোষ। ইসলামের দোষ।





কিসের এক জামায়াতে ইসলামী, আল কায়েদার মত ইসলাম কে পুঁজি করে, ধর্মের নাম ভাঙিয়ে যারা খাচ্ছে, তাদের জন্য গোটা ইসলাম কে, সব মুসলমানদের সমালোচনা করে মাটিতে মিশিয়ে দেওয়া কি মানবতার কথা বলে??? এর নাম কি মানবধর্ম???





প্রশ্নবোধক চিহ্নগুলোকে আজ বড় ছোট মনে হচ্ছে।



মন্তব্য ২৩ টি রেটিং +৮/-১

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

নেয়ামূল হক বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু শুনবে কে?
সারা দেশে মাত্র ১৫-২০ জন নাস্তিক এরই মধ্যে নাকী গ্রুপিংও শুরু হয়ে গেছে। রক্তারক্তিও হচ্ছে। এরাই নাকী আনবে পৃথিবতে শান্তি।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

আদম আদোনিস বলেছেন: অদ্ভুত এক পৃথিবীতে বাস করছি আমরা...

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

স্বপ্নযািত্র বলেছেন: ইসলাম নিয়ে বলার কারনটা বাংলাদেশে থেকে এখনও অনুধাবন করতে পারেননি। আপনাকে তাই এটা বুঝিয়ে লাভ হবে না।

কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, আমাদের সংবিধানে 'রাষ্ট্রধর্ম ইসলাম' লেখা আছে -হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

আদম আদোনিস বলেছেন: রাষ্ট্রধর্ম ইসলাম বলেই কি ইসলাম কে গণধোলাই দিতে হবে???

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

মনে নাই বলেছেন: বাংলাদেশ ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশে ধর্মের সমালোচনা করতে হলে ইসলামের ধর্মেরই সমালোচনা বেশী হওয়ার কথা। যদিও আমি ইসলাম ধর্ম নিয়ে বাজে কথা পছন্দ করিনা, কিন্তু সমালোচনা সবসময় খারাপ নয়, ছোটবেলা পড়েছিলাম, 'নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো,,,,,,,,তারপর সবাই ছেড়ে গেলেও নিন্দুক ছাড়েনা' এমন কিছু একটা, এই নিন্দুক কিন্তু আপনাকে সদা সতর্ক রাখে।
আর ব্লগ হচ্ছে মুক্ত আলোচনার স্থান, এখানে যেকোন কিছু নিয়ে সমালোচনা করার অধিকার যে কারোরই আছে, খুব একটা সহনশীল না হলে ব্লগে এসে অযথা সময় নষ্ট, এবং মেজাজ বিগরানোর কোন দরকার নাই।
ভালো থাকবেন।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

বিভ্রান্ত নাবিক বলেছেন: নাস্তিকরা ধর্মহীন সমাজ, ইউরোপ আমেরিকার নাস্তিকরা খ্রীষ্টান ধর্ম নিয়ে যে কারনে পরে থাকে আমাদের দেশের নাস্তিকরা একই কারনে ইসলাম নিয়ে পরে থাকে। এইখানে খ্রীষ্টান ধর্ম নিয়ে লেখেতো কোনো লাভ নাই

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

পাগলাগারদের পাগল বলেছেন: ঠিক টাইমে ঠিক কথা বলেছেন।আসলেই শুধু মুসলমানরাই সব করে আর গুলা কি ললিপপ খায়।।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

আমি নষ্ট কবি বলেছেন: sohomot

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

আদম আদোনিস বলেছেন: এই লেখাটা শুরু করার আগে থেকেই আমি জানি, আমার উপর ঝড় আসছে। কিন্তু বিবেকবোধের তাড়না থেকেই লেখাটা লেখা। আমার মেজাজ বিগড়ায় নাই, মাথাও ঠান্ডা আছে। মুক্তচিন্তা ভালো জিনিস। কিন্তু এককেন্দ্রীকতা, একটি বিশেষ ধর্মীয় গোষ্টীর প্রতি যুদ্ধংদেহী আচরণ করা কি মুক্তচিন্তার লক্ষণ?

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

blogbug বলেছেন: U r too junior in blog.wait and see whats the fact

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

বীরেনদ্র বলেছেন: ব্লগ নাস্তিকতা চর্চার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিনা? আমার তো ব্যাপারটা উল্টাই মনে হয়। আপনি পরিসংখ্যান নিন। ব্লগে ইসলাম নিয়ে যত লেখা হয় তার ১০ ভাগের এক ভাগ ও হয় না নাস্তিকতা নিয়ে।

কেউ যদি নাস্তিক হয় বা তার বক্তব্য লেখে তাতে সমস্যাটাই বা কি? আপনার পছন্দ না হলে পড়বেন না। একজন নাস্তিক তার বক্তব্য লিখছে আপনার যুক্তি তুলে ধরুন। কিন্তু যদি দাবী করেন নাস্তিকেরা কিছুই লিখতে পারবে না সেটা হবে আপনার গায়ের জোরের দাবী।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

কলম.বিডি বলেছেন: ভাই এগুলা উনি বেঁচে ফিরলে উনাকে বা উনার সাঙ্গপাঙ্গদের প্রশ্ন করে নিয়েন। আমি আস্তিক। নাস্তিকেদের কথায় আমার বিশ্বাস টলে যাওয়া উচিৎ কি? কিন্তু আল্লাহকে যে বিশ্বাস করে তার তো কারও মন্দকামনা করা উচিৎ না।

যা হোক, যা বললাম একান্তই আমার নিজস্ব চিন্তা ভাবনা।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

মনে নাই বলেছেন: আদম আদোনিস বলেছেন: এই লেখাটা শুরু করার আগে থেকেই আমি জানি, আমার উপর ঝড় আসছে। কিন্তু বিবেকবোধের তাড়না থেকেই লেখাটা লেখা।
লেখক সাহেব, বুঝলাম না কি বলতে চাইলেন, অন্য কোথাও মন্তব্য লিখতে গিয়ে এখানে দিয়ে ফেলেছেন কিনা!!আপনার লেখার ভাষাও আক্রমনাত্নক নয়, তাই কেউই আক্রমন করে কিছু লিখেনি এখানে। এখানে যারা মন্তব্য করেছেন কেউ আপনাকে বিন্দুমাত্রও আঘাত করেনি বরং বেশীরভাগ লোকজনই আপনাকে সমর্থন করেছেন।
আমার অনুমান যদি ভুল না হয় তবে আপনার বয়স খুব একটা বেশি নয়, টিনেজার বলেই মনে হচ্ছে (সর্বোচ্চ ২০-২২), যদি তাই হয় তবে আমি আপনাকে কোন দোষ দেবনা, এই সময়ে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই অস্বাভাবিক মনে হতে পারে, পরবর্তীতে মানিয়ে নিতে সুবিধা হবে।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

স্তব্ধতা' বলেছেন: ব্লগ কি মাদ্রাসা?

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

ধ্রুব মহাকাল বলেছেন: ভাই এই সহজ কথাটা বুঝেন না। সস্তায় নাম কুড়ানোর সহজ উপায় হল সংখ্যা গরিষ্ঠের ধর্মীয় বিশ্বাস কে আঘাত করা।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

আদম আদোনিস বলেছেন: আমি কোন টিনেজার নই, দাদা। মানিয়ে চলার, বোঝার মত বয়স আমার হইছে। আর ব্লগে না লিখলেও আমি ১৬ বছর ধরে লেখালেখি করি। কাজেই "জুনিয়র" বলাটা মনে হয় ঠিক হল না। কি লেখছি, ভালো করে না পরেই বলে বসলেন মন্দ কামনা করতাছি, কি আর বলবো....

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

ভার্‌চুষ বলেছেন: ব্লগ সাইট গুলাতে অনেকেই আসিফ মহিউদ্দনের জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করছে। আল্লাহ সবার জন্য। শুধু মুসলিমদের জন্য নয়। তবে আসিফ মহিউদ্দিন কি কারো কাছে সুস্থতা কামনা করছে কিনা? জানতে মুন চায়।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।

তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম,কারণ আমি শ্রমিক নই।

তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম,কারণ আমি ইহুদি নই।

আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,কারণ আমি ক্যাথলিক নই।

শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,কারণ, কথা বলার মত তখন আর কেউ বেঁচে ছিল না।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

জিয়া হক বলেছেন: অভিনন্দন। সত্য কথা বলছেন। আসোলে সত্য বলা লোকের বড় অভাব!!! আমার কথাও আপনার মতোই। ভালো থাকবেন।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

আদম আদোনিস বলেছেন: @জিয়া হকঃ আপনিও ভালো থাকবেন। :)

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

ধ্বংসমানব বলেছেন: @আদম আদোনিস, ব্লগে আরও কিছু দিন থাকেন এদিক ওদিক ঘোরেন, স্বনামখ্যাত (অথবা কুখ্যাত) নাস্তিকদের লেখা পড়েন, আপনার পোস্টের প্রশ্নগুলো তখন আবার নতুন করে প্রকাশ করবেন।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, ব্লগে নাস্তিকতার নামে ইসলামকে আক্রমণ করাটা এদের একটা পেশা এবং এখানে অনেক পার্থিব লাভ এর ব্যাপার আছে। এটা বুঝে যাবেন কিছু দিন ঘোরা ফেরা করলেই... ;)

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

antaramitu বলেছেন: প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।

তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম,কারণ আমি শ্রমিক নই।

তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম,কারণ আমি ইহুদি নই।

আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,কারণ আমি ক্যাথলিক নই।

শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,কারণ, কথা বলার মত তখন আর কেউ বেঁচে ছিল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.