![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রেকিং নিউজ!!
পাকিস্তানের কোন খেলোয়াড় এবারের বিপিএল এ খেলছেন না!!!
বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে কি না, সেটা জানাতে আজ সকাল ১০টা পর্যন্ত পিসিবিকে সময় বেঁধে দিয়েছিল বিসিবি। পিসিবি লিখিত কিছু জানায়নি। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, পিসিবি ফোনে জানিয়ে দিয়েছে, বিসিবি পাকিস্তান সফরের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগ পর্যন্ত পাকিস্তানিদের বিপিএলে খেলার অনুমতি দেওয়া হবে না।
কথা কিন্তু এমন ছিল না।
জাকা আশরাফ আগে অসংখ্যবার বলেছিলেন, বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরের সাথে বিপিএল এর কোন সম্পর্ক নেই। বিপিএল এ পাকিস্তানের খেলোয়াড় খেলতে যেতে পারেন।
কিন্তু বাস্তবে ঘটনা ঘটলো সম্পূর্ণ বিপরীত। জাকা আশরাফ হঠাৎই পাশার দান উল্টে ফেললেন। তিনি এখন বাংলাদেশের পাকিস্তান সফরের তারিখ চান। তাঁকে আগে তারিখ দিতে হবে, তারপর তিনি বাংলাদেশে তাঁর দেশের খেলোয়াড়দের আসার জন্য ছাড়পত্র দিবেন। মগের মুল্লুক নাকি???
তাঁর যদি সৎ সাহস থাকতো, তিনি কি এই কথাটা আগে বলতে পারতেন না? কয়েকদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে তাঁর "আন্তরিক" (পাপন সাহেবের ভাষায়) মিটিং হল। মিটিং এ নাকি এসবের বিন্দু বিসর্গও আলোচনায় আসেনি। পিসিবি বিপিএল খেলতে খেলোয়াড় পাঠাবে কিনা, এ প্রশ্নের জবাবে নাকি জাকা আশরাফ "নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ! কি বলেন ভাইসাব!!" টাইপ কথাবার্তা বলেছেন। আর আজকে কি হল? সকাল ১০ টার মধ্যেও তারা কিছু জানাতে পারলো না, বিসিবি কে উপহার দিলো অসম্ভব টেনশনের কিছু মুহূর্ত আর তারপর ক্লাস এর দুষ্টু ছেলেটা যেমন ক্লাস টাইম শেষ হওয়ার পরে ক্লাসে এসে বলে, 'স্যর, লেট হয়ে গেল...' ঠিক সেই ভঙ্গিমায় শেষ বিকেলের দিকে ফোন করে তারা বলল, "আগে সফরের সুনির্দিষ্ট তারিখ, তারপর অনুমতি।"
জাকা আশরাফের কি মাথা খারাপ হয়ে গেছে? নাকি আমরা সবাই পাগল হতে চলেছি??
যে দেশে দিনে দুপুরে প্রতিদিন বোমা হামলায় মানুষ খুন হচ্ছে, জঙ্গীদের গুলিতে মুরগির মত মারা যাচ্ছে অসংখ্য মানুষ, মন্ত্রী মিনিস্টার পর্যন্ত জঙ্গী হামলা থেকে রেহাই পাচ্ছেন না, সেই দেশে কিনা আমরা পাঠাবো আমাদের দেশের সেইসব স্বর্ণসন্তানদের, যারা বাংলাদেশ কে বিশ্বের কাছে নতুন করে চিনিয়েছেন? বাংলাদেশে যে শুধু বন্যাই হয় না, খরাই হয় না, আমরা শুধু নেতিবাচক কারণেই শিরোনামে আসি না, আমরাও জিততে পারি....এই বার্তা যারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন, তাঁদেরকে কিনা আমরা পাঠাবো গুলি খেয়ে কুকুরের মত মরার জন্য? বোমা হামলায় টুকরো টুকরো হওয়ার জন্য??
এত নীচে তো আমরা নেমে যেতে পারি না। বোধশক্তি নামক জিনিসটা আমাদের মধ্যে এখনো আছে। নিজের প্রতি আমাদের যতটা ভালোবাসা, দেশের ক্রিকেটারদের প্রতিও আমাদের ভালোবাসা তার চেয়ে কিছু অংশে তো কম নয়! বরং আরো বেশিই। তাঁদের তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। এই আশা জাকা আশরাফ কিভাবে করেন?
ক্রিকেট বিশ্বে আমরা এখন ধীরে ধীরে শক্তিশালী একটি দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের কেন একটি বিশেষ দেশের ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়ে থাকতে হবে? কেন তাদের সমর্থনের আশায় বসে থাকতে হবে? নিজের যোগ্যতায়ই আমরা সবার সমর্থন আদায় করবো। তার জন্য পিসিবি অথবা বিসিসিআই এর লেজ ধরে ঝুলে থাকার দিন আর নেই।
পিসিবি যেরকম কথার বরখেলাপ করলো, তাতে পাপন সাহেব রেগেমেগে একটা কথা বলে দিয়েছেন, " Enough is enough! এরপর যদি আর পাকিস্তান বিপিএল খেলতেও চায়, তাদেরকে সেই সুযোগ আর দেওয়া হবে না।" আমরা খুশি তাঁর এই বক্তব্যে। আমরা এখন তাঁর আরেকটি বক্তব্যের অপেক্ষায় থাকলাম। যেটি হলঃ বাংলাদেশ পাকিস্তান যাচ্ছে না। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী হতেই পারি।
অনেক নিন্দুক বলছেন, পাকিস্তানের খেলোয়াড় ছাড়া বিপিএল জমবে না। তাদের কাছে আমার প্রশ্নঃ ক্রিকেট কি শুধু পাকিস্তানই খেলে? আর অন্য দেশের খেলোয়াড়েরা কি ঘাস খায়? পাকিদের ছাড়া যদি আইপিএল জমতে পারে, বিপিএল ও জমবে। খেলা জমানোর মত খেলোয়াড় এখন আমাদেরও আছে। তাদের সামর্থ্য প্রমাণের প্লাটফর্ম হতে যাচ্ছে এবারের বিপিএল। নতুন খেলোয়াড় আমরা পাবো, পুরোন খেলোয়াড়েরা আবার নিজেদের ফিরে পাবেন এবার, মারকাটারি সব ইনিংস খেলবেন তাঁরা, সেই সাথে বিদেশী ক্রিকেটাররাও যোগ্য সঙ্গত করবেন তাঁদের সাথে, এ আশা আমরা করতেই পারি। এবারের বিপিএল হবে অমিত সম্ভাবনার।
সেই সাথে স্বস্তিরও। গতবার স্পট ফিক্সিং এর কালো ছায়া পরেছিল আমাদের বিপিএল এ, সে ওই পাকিদের কারণেই। এবার তারা নেই, কাজেই দেশের ক্রীড়াঙ্গন বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে, নিঃশ্বাসে স্পট ফিক্সিং এর বিষ মিশে যাওয়ার আশঙ্কা নেই।
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল। উৎসবের রঙে রঙিন হোক আমাদের ক্রীড়াঙ্গন। ব্যাট বলের লড়াইয়ে জমে উঠুক বিপিএল। উঠে আসুক আরো অনেক জিয়াউর রহমান, মমিনুল হক, এনামুল কিংবা সোহাগ গাজী। বল শুধু সীমানার বাইরে চলে যাবে না, মাঠের বাইরেও চলে যাবে। এ আশা আমরা করতেই পারি। স্বপ্ন দেখতেই পারি।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
আদম আদোনিস বলেছেন: নিশ্চয়ই
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
আরমান আরাফাত বলেছেন: It was Ahmed Shezad who was the highest
run getter in BPL .
it was Mohd Sami who was the highest wicket taker in BPL . It was Azhar Mehmood who won the most no of man of the matches .
It was the Nasir Jamshed who hit the most no of boundries in BPL and the highest run getter for Chitagong KING .
it was Shahid Afridi who was the most expensive player .
It was Mohd sami who took hatrick .
It was Kamran Akmal who was the highest run getterfor Sylet Royals .
It was Fawad Alam
who took the catch of tournament.
Replace them now if you can.
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
আদম আদোনিস বলেছেন: আরাফাত ভাই, আপনাকে তো খুঁজে পাইতাছি না, আপনে কই? ছাগু লিস্টে নাম লেখাইছেন নাকি? আপনারে তো ব্যান করছে....
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
আমিই মিসিরআলি বলেছেন: আরমান আরাফাত ' ইলিয়াস সানি,সাকিব আল হাসান'রে লিস্টেই আনলেন না
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
আদম আদোনিস বলেছেন: মিসির ভাই, আরমান আরাফাত কে খুঁজে লাভ নাই। উনাকে ব্যান করছে সামু।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
আমিই মিসিরআলি বলেছেন: হেড অফ ছাগু' টারেও পোস্টে ঢুকায়া দেন
Click This Link
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
আদম আদোনিস বলেছেন: সবচেয়ে বড় ছাগু কে জানেন ভাই? সে হইলো আমাদেরই "লোটা কামাল।" ওই বদমায়েশ এর মিথ্যা প্রতিশ্রুতির জন্যই আজ এই অবস্থা। বেটা নিজে হয়া গেছে আইসিসির সহ সভাপতি, আর গিরিঙ্গি বাজায়া দিয়া গেছে দুই বোর্ড এর। পাকিস্তানের কষ্ট টা বুঝি। কিন্তু নিরাপত্তা যেখানে নাই, সেখানে কিভাবে খেলোয়াড় পাঠানো সম্ভব?
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
তিমিরবিদারী বলেছেন: আমিই মিসিরআলি বলেছেন: হেড অফ ছাগু' টারেও পোস্টে ঢুকায়া দেন
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
এই আমি সেই আমি বলেছেন: আলহামদুলিল্লাহ পাকিদের নাপাক চেহারা দেখতে হবেনা ।
লোটা কামাল রে পাকিস্তান পাঠায়ে দেন । এক লোটা না থাকলে বাংলাদেশের কিছু হবে না । কিন্তু এক সাকিবের কিছু হলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে ।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
ইন্তাজ ভাই বলেছেন: একটা গালি দিতে চাইছিলাম শালার বেজন্মা আরমান আরাফাত টা কিন্তু তার আগেই শালা ব্যানড
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
নগর বালক বলেছেন: বিপিএল চলছে , চলবে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
নিশাচর বিড়ি বলেছেন: দারুন একটা পোস্ট। এবার আমরা সবাই মাঠে যেয়ে খেলা দেখব। দেখাটে হবে ফাক-ভাড় থাকা না থাকা কোন যায়ে আসে না আমাদের