নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.................

আদম আদোনিস

নিজের সম্পর্কে কথা বলতে ভালো লাগে না। আমার ব্লগ ই আমার হয়ে কথা বলবে।

আদম আদোনিস › বিস্তারিত পোস্টঃ

হায়রে হাতিরঝিল....

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

কয়েকদিন ধরে শহরবাসীর প্রিয় একটি ভ্রমণস্থলের নাম "হাতিরঝিল।" এই হাতিরঝিল ব্রিজ দেখার জন্য ঢাকার বাইরে থেকে লোকজনও আসছেন। রাতের বেলা লাল নীল আলো জ্বলে, আলোকিত একটি ব্রিজ এই হাতিরঝিল ব্রিজ। কিন্তু ব্রিজে আলো জ্বললেও গাজীপুর থেকে মালিবাগগামী রাস্তায় কোন আলোর নিশানা নেই। শুধুই অন্ধকার..."জ্যাম" এর অন্ধকার। জ্যাম আগেও ছিল। কিন্তু এই ব্রিজ হওয়ার পর থেকে এই জ্যাম চরম আকার ধারণ করেছে। গাজীপুর থেকে শান্তিনগর আসতে পাক্কা ৫ ঘন্টা সময় লাগলো। তাও হয়তো আসা হত না, যদি সাতরাস্তা নেমে ওখান থেকে হেঁটে বাসায় না আসতাম। রাস্তা দিয়ে ক্লান্ত আমি হেঁটে যাই, চোখে পড়ে হাতিরঝিল ব্রিজ। লাল নীল আলো। ব্রিজ দেখার জন্য মানুষের ঢল। অথচ যে জন্য এই ব্রিজ টা বানানো, অন্তহীন যানজট নিরসন, তার কোন লক্ষণ আমার চোখে পড়ে না। জিনিসটাকে "শিশুপার্ক" ছাড়া আর কিছু মনে করতে পারছি না বলে দুঃখিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

সেয়ানা বলেছেন: সহমত ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

আশিক মাসুম বলেছেন: ভাই আর কইয়েন্না দুঃখে _______ হইয়া গেলাম। সালার বিলসিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.