![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে বর্তমানে পরিপূর্ণ ইসলামী পোষাক পরিহিত কোন মুসলমান নিরাপদ না। টুপিওয়ালা, দাঁড়িওয়ালা কাউকে দেখলেই মানুষ সন্দেহের চোখে তাকায়, জামাত-শিবির অথবা জঙ্গী গোষ্ঠীর সদস্য মনে করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের জন্য এটা বড়ই বিব্রতকর ও পীড়াদায়ক। অনেক নিরীহ মুসলমানের উপর সন্দেহের বশে "ছাগু" ট্যাগ লাগিয়ে দেওয়া মোটেও যুক্তিসম্মত কোন কথা নয়। সরকারী প্রতিষ্ঠানে পড়ার সুবাদে দেখেছি, শিবিরের ক্যাডাররা ভোল পাল্টাতে ওস্তাদ। কখনো তাদের মুখে খোঁচা খোঁচা দাঁড়ি থাকে, আবার কখনোবা তারা ক্লিন শেভড! পরিবেশ পরিস্থিতির উপর তাদের সাজসজ্জা নির্ভর করে। কখনো তাদের পাজামা/প্যান্ট টাখনুর উপরে থাকে, কখনোবা নিচেও চলে যায়। কাজেই টুপি, দাঁড়ি, পাঞ্জাবি দেখেই "ছাগু" ট্যাগ দিয়ে দেওয়া, হয়রানি করা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। ইসলামী আকিদা এক জিনিস, আর জামাত-শিবিরের রাজনৈতিক মূলনীতি আরেক জিনিস। একটার সাথে আরেকটা মিলানো যাবে না কোন অবস্থাতেই। এসব বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। কোনভাবেই যেন একজন ধার্মিক, মুমিন মুসলমান হয়রানির স্বীকার না হন সেদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ফরেক্স ট্রেডার বলেছেন: ভাই সেই ভয়েই কাল বের হতে ভয় হচ্ছে। আমাদের দেশের ক্ষমতালোভীদের এ বিষয়টা কিভাবে বুঝাবো জানি না। নামাজ পড়া লোক মানেই যদি জামাত হতো তাহলে আমার দেশে যেখানে ৮০ ভাগ লোকই মুসলিম সেখানে জামাত একা ক্ষমতায় যেতে পারে না কেন।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
আশিকুর রহমান ১ বলেছেন: টুপিওয়ালা-দাঁড়িওয়ালা লোক দেখলেই যারা "ছাগু" ট্যাগ লাগিয়ে দেয় ঐসব হাগুর বাচ্ছা হাম্বাদের দেখা মাত্র গণধোলাই দিবেন
যারা টুপিওয়ালা-দাঁড়িওয়ালা দেখলেই জামাত-শিবির মনে করে ওই হালারা সব নাস্তিক
ওদের দেখা মাত্রই গদাম দিবেন
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
পুংটা বলেছেন: জামাত-শিবির থেকে এই মুমিন মুসলমানদের আলাদা করবেন কিভাবে? চেহারা তো একই রকম।
মাইন্ড খাইয়েন না।
মুমিনদের শরীর বা পোশাকে এমন কোন সাইন ব্যবহার করা উচিত যেন উনারা যে জামাত-শিবির না তা বোঝা যায়।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
মনসুর-উল-হাকিম বলেছেন: বদ পাকিদের সহযোগী যুদ্ধাপরাধী বিচারের আন্দোলন আরও বেগবান হওয়ার প্রেক্ষাপটে, চারিদিকে "তুই রাজাকার" গালাগালির ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। কিন্তু যে আসলে রাজাকার নয় তাকে রাজাকার বলে গালি দিলে প্রকৃত বদ-রাজাকাররা খুশি হবে, অপরাধীরা লুকানোর সুযোগ পাবে|
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
লুৎফুল কাদের বলেছেন: আওয়ামী জামানায় এটাই সত্য।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
ফরেক্স ট্রেডার বলেছেন: পুংটা বলেছেন: জামাত-শিবির থেকে এই মুমিন মুসলমানদের আলাদা করবেন কিভাবে? চেহারা তো একই রকম।
মাইন্ড খাইয়েন না।
মুমিনদের শরীর বা পোশাকে এমন কোন সাইন ব্যবহার করা উচিত যেন উনারা যে জামাত-শিবির না তা বোঝা যায়।
আমার উত্তরঃ অবশ্যই সাইন আছে, তা বুঝার চেষ্ঠা করুন।
জামাতি রা স্টাইলিশ দাড়ি রাখে, এবং তারা মধ্যে দাড়ি ছেটে ছুটে সাইজ করে দাড়ি রাখে।
অপরদিকে যারা দাড়ি রাখাকে ওয়াজিব জেনে রাখে তারা দাড়িতে হাত দেয় না (কাটে না)।
** দাড়ি বাড়ানো হুজুর (সাঃ) এর আদেশ, দাড়িতে হাত দেওয়া হারাম।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
htusar বলেছেন: ভাল লাগলো । +++++
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
যোগী বলেছেন: বর্তমান এই রকম পরিস্থিতির জন্য জামাত-শিবিরই দায়ি।
তারা ইসরাইলের টাকা খায়া পরিকল্পিত ভাবে মুসলমানদের ধংস করার মিশন হাতে নিছে।