![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে আজ চাঁদ জেগেছে
চাঁদের বরণ কালো
দমকা বাতাস মনটা উদাস
লাগছে বড়ই ভালো
ঝিম লেগেছে চোখের পাতায়
ঘুম যে চোখে ভাসে
হঠাতই এক গুবরে পোকা
চোখের সামনে আসে
ঘুমের চোখে চাঁদের পানে
তাকাই যখন আমি
গুবরে টা যে চোখের পাশে
করছিলো নখরামি
চাঁদের গায়ে গুবরে পোকা
ধান্দা লাগে চোখে
হঠাত দেখি সাইদী বাবা
আমারই সম্মুখে!
চাঁদের গায়ে সাইদী বাবা
দিচ্ছে হামাগুরি
কই পালাবো?
প্রাণের ভয়ে বলছে চাঁদের বুড়ি!
হুট করে যেই তন্দ্রা ভাঙে
ধরমরিয়ে জাগি
দেখলাম এ কী! ঠিক কি তবে
ছাগু এবং ছাগী?
পাচ্ছে হাসি...বুঝছি সবই
ছাগুরা কই যাবে
নষ্ট মাথায় গুবরে দেখেই
সাইদী বলে ভাবে!
©somewhere in net ltd.