![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাদাত হোসেন রাজীব। বাংলাদেশ ক্রিকেট দলের একজন পেস বোলার। লর্ডস এর অনার্স বোর্ডে নাম লেখানো দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার। তিনি হতে পারতেন বাংলাদেশের "ডেল স্টেইন।" স্টেইনের মতই ক্যারিয়ারে কখনোই বড় ধরণের কোন ইনজুরিতে পড়েননি। পেস বোলারদের জন্য যা বিরল ঘটনাই। পেস বোলারসুলভ উচ্চতা ছিল, ছিল আগ্রাসন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তিনি তার বোলিং ভুলে গেছেন। একসময় অনিয়মিতভাবে হলেও টেস্ট ক্রিকেটে তিনি জ্বলে উঠতেন। গত কয়েক বছরে তার বোলিং সক্ষমতা কমতে কমতে এমনই এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেখান থেকে আসলে আর পিছানো যায় না। সীমিত ওভারের ক্রিকেটে ১ ওভার, কখনোবা ১ টা বলই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেখানে শাহাদাত আজকে ১ ওভারে দিলেন ২৪ রান। ৪ ওভারে ৫৪। বাংলাদেশের ইনিংসের ১৯ তম ওভারের শেষে যখন দেখাচ্ছিল, ১ ওভারে লাগে ২৫ রান, রাগে-দুঃখে মাথার চুল ছেঁড়া ছাড়া আসলে কিছু করার ছিল না। বারবার মনে পড়ে যাচ্ছিল এশিয়া কাপের সেই ফাইনালের কথা, শেষ ওভারে ২০ রান দিয়ে ম্যাচটা তিনি পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। বাংলাদেশ হেরেছিল ২ রানে। বাংলাদেশের পেস বোলিং নিয়ে ভাবার সময় এসে গেছে। ভাবার সময় এসে গেছে শাহাদাতকে নিয়েও। আন্তর্জাতিক ক্রিকেটে আমি শাহাদাত হোসেনের কোন ভবিষ্যৎ দেখি না।
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
নিকষ বলেছেন: সেইম বিষয় খাটে রুবেলের ক্ষেত্রেও।
তাসকিন আহমেদ, একটা পেস বোলার খুব চমৎকার বল করেছিল বিপিএল -এ - ওরে মিস করসি অনেক শাহাদাত আর রুবেলের বোলিং দেইখা।
বাংলাদেশ ১০ টা ভাল পেস বোলার তৈরী করতে পারবে না। ৮ কোটি পুরুষ মানুষের মধ্যে ১০ জন কি নাই? এট লিস্ট পাচ জনে কি নাই। শোয়েব আকতার, ব্রেট লি না পেসার না হোক - একটা চামিন্দা ভাসের মত কোয়ালিটি পেসার তো তৈরী করা যায়ই।
গ্রামীন ফোন পেস হান্ট নামে একটা ইভেন্ট হয়েছিল অনেক আগে। এরকম আরো ইভেন্ট করা উচিত। কিছু যদি আসে।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
ইমাম হাসান রনি বলেছেন: শাহাদাৎ এর জন্য আরেকটা ম্যাচ হারল বাংলাদেশ...এশিয়া কাপও এইটার জন্য হারছি
......শিট ......শালার এইটারে একবারেই দল থেকে আউট করে দওয়া দরকার ........ফালতু একটা.....
৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
আদম আদোনিস বলেছেন: রুবেল মাইর খাইলেও পড়ে উইকেট নিয়া পোষায়া দেয়। রুবেল অনেকদিন ইনজুরিতেও ছিল। কিন্তু শাহাদাতের বেলায় এসব খাটে না। সে একজন সুপারফিট ক্রিকেটার। কোনদিন তাকে ইনজুরিতে পরতে দেখলাম না। কিন্তু সমস্যা একটাই, সে বোলিং ভুলে গেছে।
৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
পেন্সিল চোর বলেছেন: উহ !! আহ!!!
কতাকুতি আর পোতা পুতি কইরা বল করে আর খায় ৬ আর ৪। এইডারে আর রুবেইল্লারে সরানো হোক
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
নিকষ বলেছেন: ওয়েষ্ট ইন্ডিজের ট্যুরে রুবেলের ওয়ানডেতে লাস্ট ওভারে ২২ না ২৪ আর টি টুয়েন্টিতে লাস্ট ওভারে ২৯ ভুইলা গেছেন।
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
মাসরুর প্রধান বলেছেন: ইনজুরিতে পরার জন্য ১০০% শারিরীক দক্ষতা দেয়া লাগে। শাহাদাত ১০০% মানসিক দক্ষতা দেয়।
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬
কলাবাগান১ বলেছেন: ইনজুরিতে পরার জন্য ১০০% শারিরীক দক্ষতা দেয়া লাগে। শাহাদাত ১০০% মানসিক দক্ষতা দেয়।
৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
আদম আদোনিস বলেছেন: নিকষঃ ভুলি নাই রে ভাই। মনে আছে। দুইটাই সমান। দ্বিমতের অবকাশ নেই।
১০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
মুক্ত মানব বলেছেন: নিকষ ভাইজান, রুবেল পেসার হান্টের আবিষ্কার। এখন যেমন শাহাদতের সাথে সাথে রুবেলের ব্যান চাচ্ছেন ভবিষ্যতে তেমন অন্য পেসার হান্টের আবিষ্কারদের ব্যান চাইবেন না, তার নিশ্চয়তা কি?
শাহাদতকে ইনজুরিতে পরতে কেউ দেখেননা। এই সামান্য খোজ খবর রেখে যা ইচ্ছা তাই সমালোচনা করাই যায়। শাহাদত বাংলাদেশের প্রথম হ্যাট্রিক করা বোলার। লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো একমাত্র বাংলাদেশি বোলার। সেই শাহাদত কিভাবে শেষ হয়ে গেল তার খোজ কেউ রেখেছেন? জানি, রাখেন নাই। কারণ শাহাদতের শেষ হয়ে যাবার পেছনে ইনজুরি দায়ী। একসময় বাংলাদেশের বোলারদের মধ্যে টানা ১৪৪ কিঃমিঃ গতি তোলা একমাত্র বোলার শাহাদত এখন ১৩৪ গতিতেই বল করতে পারে না। কেন পারে না? জানার দরকার কি? ইনজুরি সমস্যায় দেশের সেরা পেসাররা খেলতে না পারায় মন্দের ভাল হিসেবে দলে সুযোগ পাওয়া শাহাদত খারাপ করলে মনের সুখে ঝাল ঝাড়া যাবে। খোজ নিলে তো সমস্যা। তখন ফালতু সমালোচনা কিভাবে করব??
দলটা আমাদের। আমাদের দল হারলে যেমন কষ্ট লাগে তারচেয়ে হাজার গুন বেশি কষ্ট লাগে নিজে খারাপ করার জন্য দল হারলে। আমরা আর কিছু না পারি, কেউ খারাপ করলে ফালতু সমালোচনা করে তার বিরুদ্ধে জনমত ঠিকই উস্কে দিতে পারি।
১১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
rakibmbstu বলেছেন: ওর বারবার ফিরে আসার খুটির জোর কে দেয়?
Click This Link
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
কাকতড়ুয়া007 বলেছেন: আমিও