নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.................

আদম আদোনিস

নিজের সম্পর্কে কথা বলতে ভালো লাগে না। আমার ব্লগ ই আমার হয়ে কথা বলবে।

আদম আদোনিস › বিস্তারিত পোস্টঃ

"লুঙ্গি" সমাচার

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

দেশে এত এত সমস্যার ভিড়ে হঠাৎ করেই প্রকট হয়ে উঠেছে "লুঙ্গি" সমস্যা। আটপৌরে এই আরামদায়ক পোশাকটিকে ঘিরে অহেতুক জটিলতা আমার মত অসংখ্য লুঙ্গিপ্রেমীর জন্য কষ্টদায়ক। অফিসের কাজের চাপে তেজপাতা হবার পর বাসায় ফিরে লুঙ্গি পরলে কি যে অপার্থিব এক আনন্দ হয়, সেটা আমার মত নিখাদ লুঙ্গিপ্রেমী মাত্রই বুঝতে পারবেন। লুঙ্গি ছাড়া পুরুষ আর লবণ ছাড়া তরকারি এক ই কথা। সম্প্রতি বারিধারায় রিকশাচালক দের জন্য লুঙ্গি নিষিদ্ধ করা হয়েছে। একেকটা ট্রাউজারের কিরকম দাম, সেটা আমরা সকলেই জানি। হতদরিদ্র রিকশাচালকদের পক্ষে ট্রাউজার কিনে পরা কতটুকু অসম্ভব, এ কথা ভাবার সময় ওইসব ছুপা চুচীল সমাজের লোকদের নেই। এসব তাদের মাথাতেই আসে না। তারা আছে তাদের "ইষ্ট্যাটাশ" নিয়ে। তারা কি ওইসব রিকশাচালকদের ট্রাউজার কিনে দেওয়ার দায়িত্ব নিবেন?? অবিলম্বে এইসব ফাজলামি বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। দেশে আরো অসংখ্য সমস্যা আছে। সেসব সমাধান না করে এইসব হাস্যকর কান্ড-কারখানা নিতান্ত মাথা নষ্ট লোকজনের কাজ। দয়া করে নিজের নষ্ট মাথার নষ্ট চিন্তা নিজের কাছেই রাখুন। দরকার হলে আমেরিকা চলে যান। সেখানে লোকেরা লুঙ্গি পরে না। অযথাই দরিদ্র রিকশাচালকদের জীবনটাকে আরো বেশি কঠিন করে দেবেন না।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.