![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের যত স্বপ্ন আশা
উড়ছে দেখ, ডানায় ভেসে
প্রাণের টানে লাগুক দোলা
শব্দহীন এক গানের শেষে...
সুরের ভেলায় স্বপ্ন উড়াই
থামবে না সুর, স্বপ্নচূড়ায়।
ওই শোনা যায়, দাপট ঝড়ের
পথ ভুলে যাই, আপন ঘরের
হঠাৎ...পাখির মিষ্টি গানে
উষ্ণ, লাজুক...সুরের টানে...
সুরের ভেলায় স্বপ্ন উড়াই
থামবে না সুর, স্বপ্নচূড়ায়।
প্রচন্ড কোন শীতের রাতে
সাগরে...অদ্ভূত প্রভাতে
দিন কেটে যায়, অচিন গানে
যায় বয়ে যায়...আশার পানে
সুরের ভেলায় স্বপ্ন উড়াই
থামবে না সুর, স্বপ্নচূড়ায়।
* মূল কবিতাঃ "'Hope' is the thing with feathers" by Emily Dickinson
* ভাবানুবাদঃ আদম আদোনিস
©somewhere in net ltd.