নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.................

আদম আদোনিস

নিজের সম্পর্কে কথা বলতে ভালো লাগে না। আমার ব্লগ ই আমার হয়ে কথা বলবে।

আদম আদোনিস › বিস্তারিত পোস্টঃ

আগমণীঃআষাঢ়

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৪

বৃষ্টি পড়ছে...

বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে

আকাশের সমস্ত দুঃখ,গ্লানি,হতাশা

না পাওয়ার বেদনা, আর...





আকাশ আজ ক্রন্দসী...

শুনেছি,হাসি নাকি সংক্রামক

কান্নাও কি নয়?

আকাশকে কাঁদতে দেখে

প্রকৃতিও আজ বেদনাদগ্ধ,ক্রন্দসী

সেই সাথে কি নির্ভারও নয়?





খরায় ক্ষুদ্ধ পৃথিবীর বুক যে আজ জুড়িয়ে যাচ্ছে

আকাশের চোখের জ্বলে...





আজ কাঁদছে আকাশ,কাঁদছে প্রকৃতি

তাদের কান্নার আওয়াজ

ধ্বণিত হচ্ছে...প্রতিধ্বণিত হচ্ছে

দূর থেকে কাছে...কাছ থেকে দূরে...





কিন্তু কেন?





আজ যে প্রকৃতির শৃঙ্খল মুক্তির দিন।

আকাশ কে সঙ্গী করে;

প্রকৃতি আজ বলে যাবে

তার অব্যক্ত কথা গুলো,

বৃষ্টির জলে...







আজ পয়লা আষাঢ়।।











*রচনাকালঃ কোন এক ১লা আষাঢ় এ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.