![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক খুঁজেছি
নিজের মত কাউকে আর পাওয়া হয় নি…
এক গ্লাস ওয়াইন হাতে...ডিভানে হেলান দিয়ে শুয়ে কবিতা পড়েছি
জানালা দিয়ে বৃষ্টি দেখেছি...
কখনোবা...অন্ধকার রাতে রাস্তা দিয়ে হেঁটে চলে গেছি বহুদূর…
ঠোঁটের ফাঁকে বেনসন-সুইচ গুঁজে...ল্যাম্পপোস্টের আলোয় ভিজেছি...অনেকবার
বারে বারে মনে হয়েছে...কেউ যদি পাশে থাকতো?
আমার এ হাতটা শক্ত করে ধরে থাকতো?
নিজের মত কাউকে আর পাওয়া হয় নি…
মিল খুঁজে পাই নি কিছুতেই
নিঃশ্বাসে মেলেনি...বিশ্বাসে মেলেনি
স্পন্দনে মেলেনি...বন্ধনে মেলেনি
মিলেছে শুধু প্রতারণায়...অভিনয়ে
অভিনয় রঙ্গমঞ্চেই মানায়...জীবনে নয়;
চারপাশে শুধুই প্রতারণা আর মিথ্যার হাত ধরাধরি
এসব দেখতে দেখতে আমি ক্লান্ত...বিধ্বস্ত
বিক্ষিপ্ত মন নিয়ে একা পথে হেঁটে যাওয়া আর কতদিন?
বিশ্ব-বিধাতার কাছে আমার প্রার্থনা...আদম এর সঙ্গিনী তুমি যেভাবে বানিয়েছো...
এই আদম সন্তানকেও তুমি সেই দাক্ষিণ্য দাও,
হয়তো রক্তাক্ত হবো...ব্যথায় কুঁকড়ে যাবে শরীর...তবুও ক্ষতি নেই
আমার পাঁজরের হাড় দিয়ে তুমি আমার জন্য সৃষ্টি কর আমার মানবীকে...
যে হবে শুধুই আমার…
যার হৃদস্পন্দনে আমার হৃদয় স্পন্দিত হবে...যার নিঃশ্বাসে নিঃশ্বাস নিবো আমি...
আমার শরীরের প্রতিটি রক্তকণিকা প্রবাহিত হবে তার শরীরে...
যার চোখে চোখ রেখে আমি আকাশের ওপারের আকাশটাকেও দেখতে পাবো...
আমি যে আর একা থাকতে পারছি না…
*রচনাকালঃ ২৮ জুন, ২০১৩
২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫২
মায়াবী ছায়া বলেছেন: অনেক ভালো লাগা কবিতায় ।।
৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। অনেক ভালো লাগল লেখাটা।
++
৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এক গ্লাস ওয়াইন হাতে...ডিভানে হেলান দিয়ে শুয়ে কবিতা পড়েছি
জানালা দিয়ে বৃষ্টি দেখেছি...
কখনোবা...অন্ধকার রাতে রাস্তা দিয়ে হেঁটে চলে গেছি বহুদূর…
ঠোঁটের ফাঁকে বেনসন-সুইচ গুঁজে...ল্যাম্পপোস্টের আলোয় ভিজেছি...অনেকবার
বারে বারে মনে হয়েছে...কেউ যদি পাশে থাকতো?
আমার এ হাতটা শক্ত করে ধরে থাকতো?
নিজের মত কাউকে আর পাওয়া হয় নি…
দুর্দান্ত ++
৫| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন।
++++++++++
৬| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬
চান্দের গাড়ি বলেছেন: +++++
৭| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
জ্যোস্নার ফুল বলেছেন: অসাধারণ কবিতা! অসাধারণ ভাবার্থ।
তবে একটা যায়গায় একটু অর্থ পতন হয়েছে।
নিজের মত কাউকে আর পাওয়া হয় নি…
মিল খুঁজে পাই নি কিছুতেই
নিঃশ্বাসে মেলেনি...বিশ্বাসে মেলেনি
স্পন্দনে মেলেনি...বন্ধনে মেলেনি
মিলেছে শুধু প্রতারণায়...অভিনয়ে
অভিনয় রঙ্গমঞ্চেই মানায়...জীবনে নয়;
প্রতারনায় মিলেছে মানে আপনিও প্রতারক। অর্থাৎ আপনার হাড় দিয়ে যাকে বানানো হবে সেও প্রতারকই হবে।
ভুলটা কিন্তু একটা জিনিষ শেখায়, আমরা যেমন তেমন ই পাবো। পাবোই, পজিটিভ নেগেটিভ দুইটাই।
বেশি গিয়ানি হইয়া গেল, দুঃখিত।
২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫
আদম আদোনিস বলেছেন: মিলেছে বলতে সব মেয়ে একরকম, এটা বুঝিয়েছি। নিজের কথা বলা হয়নি।
৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩৬
আদম আদোনিস বলেছেন: সবাইকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩৫
কালোপরী বলেছেন: