নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.................

আদম আদোনিস

নিজের সম্পর্কে কথা বলতে ভালো লাগে না। আমার ব্লগ ই আমার হয়ে কথা বলবে।

আদম আদোনিস › বিস্তারিত পোস্টঃ

শৈশব

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

শৈশব...জীবনবৃক্ষের সুগন্ধময় ফুল

সে ফুল...হয়তোবা

হতে পারে অস্থায়ী,

তার সুগন্ধ...হয়তোবা

হতে পারে ক্ষণস্থায়ী,

(কিন্তু) সে তো জীবনরূপী মহীরুহের সুগন্ধময় অলঙ্কার,

যার সৌন্দর্য ক্ষণস্থায়ী হতে পারে...

বিস্মৃত হয় না।





শৈশব...জীবনরূপী কোন এক দিবসের উষালগ্ন

সে ভোর...হয়তোবা

হতে পারে অস্থায়ী,

ভোরের নির্মল প্রকৃতি, সুনির্মল বাতাস

হতে পারে ক্ষণস্থায়ী,

(কিন্তু) সে তো জীবনদিবসের প্রথম প্রহর

যার স্থায়িত্ব স্বল্প দৈর্ঘ্যের হতে পারে

প্রকৃতির নির্মলতা স্বল্পস্থায়ী হতে পারে...

অনুভবশূন্য হয় না।





শৈশব...জীবনরূপী অন্তরীক্ষের উজ্জ্বলতম তারকা

সে তারা...হয়তোবা

কোন একদিন...চলে যাবে আকাশের দূরতম প্রান্তে

কোন একদিন...নিভে আসবে তার উজ্জ্বল আলোক...

(কিন্তু) সে তো জীবন নভের সর্বশ্রেষ্ঠ তারকা,

যার স্থায়িত্ব স্বল্প দৈর্ঘ্যের হতে পারে

উজ্জ্বল আলো ক্ষণস্থায়ী হতে পারে,

অদৃশ্য হয় না।





শৈশব...সে যার সাথেই তুলনীয় হোক না কেন

আসলে সে অতুলনীয়,

জীবনের অলংকার।











*রচনাকালঃ ১০ জুলাই





মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.