![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমি অনেক বেশি
বদলে গেছি।
ঘুমটা ভাঙে খুব সকালে
আরাম-আয়েশ নাই কপালে,
সন্ধ্যা-সকাল অফিসে কাজ
চোখের নীচে পরছে যে ভাজ…
বদলে গেছি।
বদলে গেছে চুলের স্টাইল
মাথায় ঘোরে অফিস ফাইল,
ফ্যাক্টরি আর প্রোডাকশন
মেশিন নষ্ট...কী টেনশন!
বদলে গেছি।
উইক-এন্ডে আড্ডাবাজি
চা-সিগারেট...পাকোড়া-ভাজি,
উদাস চোখে আকাশ দেখা
গভীর রাতে কবিতা লেখা…
বদলে গেছি।
এখন আমি প্রেম খুঁজি না
স্বপ্ন নিয়ে চোখ বুজি না,
মেঘের ভিতর সূর্য খুঁজি
চাঁদের আলোয় দুচোখ বুজি…
বদলে গেছি।
এখন আমি অনেক বেশি
বদলে গেছি।
*রচনাকালঃ ১৫ অক্টোবর,২০১৩
©somewhere in net ltd.