নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.................

আদম আদোনিস

নিজের সম্পর্কে কথা বলতে ভালো লাগে না। আমার ব্লগ ই আমার হয়ে কথা বলবে।

আদম আদোনিস › বিস্তারিত পোস্টঃ

কোথায় গেলো আকসু আর তাদের প্রতিবেদন?

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

আগামীকাল বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ, ব্ল্যাক ক্যাপসদের সাথে। উত্তেজিত ও উদ্বেলিত বোধ করছি। মন বলছে, আমরা জিতবো। শুভকামনা থাকলো।



অনেক কিছুর ডামাডোলে মোহাম্মদ আশরাফুল, আকসু ইত্যাদি শব্দগুচ্ছ আজকাল কানে কম আসছে। আসছেই না বলা চলে। মাসের পর মাস চলে যাচ্ছে, কোথায় গেলো "আকসু?" কোথায় গেল তাদের মহামূল্য প্রতিবেদন রিপোর্ট??? নাকি তা এই দুর্মূল্যের বাজারে আরো দুর্লভ কোন বস্তু? বেচারা আশরাফুল...দোষ স্বীকার করে সে আজ নিষিদ্ধ। আর রাঘব বোয়ালেরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। টাকাই কথা বলে। আর ক্ষমতা। কাঁড়ি কাঁড়ি টাকা...আর অজস্র ক্ষমতার নিচে গুমরে মরে চাপা কান্না। তা শোনার মত কান কি আমাদের আছে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

অদ্ভুত স্বপ্ন বলেছেন: কালকের ম্যাচে আশরাফুল কে খুব মিস করব। এই বছরটা সে দারুণভাবে শুরু করেছিল শ্রীলংকা সফর দিয়ে। জিম্বাবুয়ে সফরেও খারাপ করেনি সে।

কিন্তু কালকে থেকে বাংলাদেশের ড্রেসিংরুমে আর দেখা যাবে না তাকে।

তাঁর নিষেধাজ্ঞার ব্যাপারে কোনোও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারল না বিসিবি।

ট্রাইবুনাল গঠনেরও কোনো খবর নেই। শাস্তি যা হোক দিয়ে তাকে আবার খেলায় ফেরার সুযোগ দেয়া হোক।

বাংলাদেশ দলের প্রথম সুপারস্টারের এমন পরিনতি দেখতে চাইনি।

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০১

হুমায়ুন তোরাব বলেছেন: indian cricket council er president nazmul pasar vitore dhukaye rakhse report

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.