নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.................

আদম আদোনিস

নিজের সম্পর্কে কথা বলতে ভালো লাগে না। আমার ব্লগ ই আমার হয়ে কথা বলবে।

আদম আদোনিস › বিস্তারিত পোস্টঃ

তুমি=জীবন

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৬

তুমি কি জানো, তোমাকে আমার কতটা ভালো লাগে?

কেমন ভালো লাগে?



খুব সকালে ঘুম ভাঙার পর দাঁত ব্রাশ করার জন্য

যখন ব্রাশে পেস্ট লাগাই,

সেই পেস্টের মিষ্টি স্বাদের মতো তোমাকে আমার ভালো লাগে...



রাস্তায় বের হলে,

রাস্তার পাশের কোন হোটেল থেকে...

গরম পরোটা আর ডিম মামলেটের সুগন্ধ নাকে আসলে যতটা ভালো লাগে...

তোমাকে আমার ততটাই ভালো লাগে...



অফিসে যাবার জন্য হুড়োহুড়ি করে ৬ নাম্বার বাসে ওঠার পর

ভাগ্যক্রমে একটা সিট পেয়ে গেলে যতটা ভালো লাগে...

তোমাকে আমার ততটাই ভালো লাগে...



কাজের অবসরে টং দোকান থেকে ৩ চামচ চিনি দিয়ে বানানো চা,

আর ক্যাপ্টেন্স ব্ল্যাক সিগারেট খেতে যতটা ভালো লাগে...

তোমাকে আমার ততটাই ভালো লাগে...



গভীর রাতে...যখন পৃথিবী ঘুমিয়ে যায়

ঘরের সব লাইট অফ করে, কানে হেডফোন লাগিয়ে

জানালা দিয়ে নির্ঘুম চোখে তাকিয়ে থাকতে থাকতে

Backstreet Boys এর "Drowning" শুনতে যতটা ভালো লাগে...

তোমাকে আমার ততটাই ভালো লাগে...



ঘুমের ঘোরে অর্বাচীন সব স্বপ্ন দেখতে যতটা ভালো লাগে...

তোমাকে আমার ততটাই ভালো লাগে...







আমি যখন জেগে থাকি, তখনও তোমাকে আমার ভালো লাগে

যখন ঘুমিয়ে পড়ি, তখনও তোমাকে আমার ভালো লাগে...







তোমাকে আমি আমার জীবন বলি...

কেন বলি, তুমি কি সেটা জানো?







আমার জীবনের সব কিছুতেই তুমি যে মিশে আছ...

সব ভালোলাগায় তুমি যে অদৃশ্য হয়েও আছ...

তুমি ঘটনায় আছ, দুর্ঘটনায় আছ

হাসিতে আছ, কান্নায়ও আছ...





যতদিন এ জীবন থাকবে, তুমিও থাকবে

থেকে যাবে তুমি...অবাক ভালোবাসায়...













*রচনাকালঃ ২৫/০৭/২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.