![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে ৩ যুগের বেশি সময় হয়েছে।কিন্তু আজও আমরা পাকিস্তানকে শত্রু মেনে পথ চলছি।কিন্তু স্বাধীনতার পর থেকে এই তিন যুগে ভারত কত গুলো বাংলাদেশি কে মেরেছে কেউ কি একবার ভেবেছে।পাকিস্তান মেরেছে ৯মাস।আর ভারত মেরে চলেছে ৩ যুগের বেশি সময় ধরে।তাও কেন ভারতের জয়গান বাংলা জুড়ে!!
পাকিস্তান কিন্তু স্বাধীন বাংলাদেশের কোনো বাংলাদেশি নাগরিক হত্যা করে নাই।কিন্তু ভারত স্বাধীন দেশের নাগরিক হত্যা করছে।
বিশ্বের স্বাধীন দেশে গুলোতে এখন কোনো হত্যাকাণ্ড হলে, সেই হত্যাকাণ্ড পরিচালনা কারীকে জঙ্গি বলা হয়। তাহলে বলাই যায় ভারত একটি জঙ্গি দেশ।
এই জঙ্গিদেশের স্বার্থ রক্ষা করার জন্য একটি মুখোশ ধারী তথাকথিত দেশে প্রেমিক সমাজ কেন এত উতলা হয়ে উঠেছে।তাহলে কি বুঝে নিতে হবে।দাদার টাকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বাঙালী বীরাঙ্গনা(দুই থেকে চার লক্ষ) মায়ের কষ্টের এবং ৩০ লক্ষ শহীদের রক্তে“র বিনিময়ে অর্জিত বাংলাদেশ।
শেষ একটা কথা লেখতে চাই... রক্ত দেওয়া শিখিয়েছে পূর্ব পুরুষদের ইতিহাস।এখন প্রয়োজন হলে রক্ত দিয়ে রক্ষ করবো সুন্দরবন।
২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৬
ইসতিয়াক ইসতি বলেছেন: .......।
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৮
ভ্রমরের ডানা বলেছেন: এত্ত খালি
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
মগজখালি গেলে কি হয়?