নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্ম দিয়ে পৃথিবী জয় করা যায়।

ইসতিয়াক ইসতি

শেখ ইসতিয়াক আহমেদ

ইসতিয়াক ইসতি › বিস্তারিত পোস্টঃ

২৫০ টাকা সিটিং বিল প্রতি দিন দেওয়া লাগে (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) দেখা যাক কত দিনে রাস্তা ঢালাই হয় ......

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:২৩

আমরা যারা ঢাকা নিউ মার্কেটে কেনা কাটা বা দৈনিক দিকে যাই।কম বেশি সবাই লক্ষ করেছি ... নিউ মার্কেটের চন্দ্রিমা হতে বিশ্বাস বিল্ডার্সের হয়ে যে রাস্তাটি পোস্ট অফিসের দিকে গিয়েছে ...রাস্তাটি বেশি কিছু দিন ধরে ভাঙ্গা এবং বেহাল অবস্থাতে পরে ছিল।বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাস্তাটি উন্নয়নের কাজে হাত দিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চন্দ্রিমা হতে শাহনেওয়াজ হল(ছাত্রাবাস) সংলগ্ন পানির পাম্প পর্যন্ত রাস্তা আরসিসি ঢালাই করার কথা আছে।
উল্লেখ আরসিসি ঢালাই কাজ সম্পূর্ণ করবার লক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চন্দ্রিমা হতে শাহনেওয়াজ হল(ছাত্রাবাস) সংলগ্ন পানির পাম্প পর্যন্ত সকল দোকান মালিক এবং রাস্তার পাশের সকল হকারদের নোটিশ দেয় ২১-১১-২০১৬ তারিখে। যেখানে উল্লেখ করা হয় ২৩-১১-১০১৬ হতে ঢালাই কাজ শুরু হবে।

কিন্তু বাস্তবে তার চিত্র উল্ট দেখা যাচ্ছে।রাস্তার পাশের হকারদের দোকান গুলো আজ রাত ৯টা পর্যন্ত সরিয়ে নেয়নি হকাররা।

আব্দুর রহিম নামে একজন হকার বলে (জুতার দোকানের মালিক) প্রতি দিন ২৫০ টাকা সিটিং বিল (চাঁদা) এবং মাসে ১৪-১৫ হাজার টাকা ভাড়া দিয়ে বসি।হুট করে কইলেই তো আর দোকান বন্ধ করা যাবে।এখন কি করবেন প্রশ্ন করলে তিনি বলেন উপরে কথা বলা হচ্ছে(যাদের সিটিং বিল দেয়)।

দেখা যাক কত দিনে রাস্তা ঢালাই হয় ......

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
রুটির দোকান থেকে নজরুল বাইর হইলে হকার মার্কেটে এরা কি করে? আব্দুর রহিম রে কন জলদি বই বাইর করতে বইয়ের নাম হবে সিটি কর্পোরেশনের আগমনে সেই টি আর পি পাবে বই মেলায়।

২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৩

ইসতিয়াক ইসতি বলেছেন: !

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
আচ্ছা আপনি লিখতে চান তাই না। অকে লিখুন

একটি সিটি কর্পোরেশন বিভ্রাট । অনেক লাভ পাবেন। অনেক রিয়ালিটি!

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

ইসতিয়াক ইসতি বলেছেন: ......

৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: ঘুষের টাকা বড়ই মিঠা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.