নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

ইছমাইল

ইছমাইল › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন ভাষায় ‘বাবা’

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮

জার্মান ভাষায় পিতা শব্দটি হচ্ছে "ফ্যাট্যা"।

ড্যানিশ ভাষায় "ফার"।

আফ্রিকান ভাষায় ‘ভাদের’ হচ্ছেন পিতা!

চীনে ভাষায় চীনারা আবার ‘বাবা’ কেটে ‘বা’ বানিয়ে নিয়েছে!

ক্রী (কানাডিয়ান) ভাষায় পিতা হচ্ছেন ‘পাপা’।

ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় পিতা ডাক হচ্ছে ‘পাই’।

ডাচ ভাষায় পাপা, ভাডের আর পাপাই এই তিনটি হচ্ছে পিতা ডাক। সবচাইতে বেশী প্রতিশব্দ বোধহয় ইংরেজি ভাষাতেই! ইংরেজরা পিতাকে ডাকেন, ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা!

ফিলিপিনো ভাষাও কম যায় না, এই ভাষায় পিতা হচ্ছেন তাতেই, ইতেই, তেয় আর আমা।

হিব্রু ভাষায় পিতা হচ্ছে ’আব্বাহ্‌’।

হিন্দি ভাষার পিতা ডাকটি পিতাজী!

ইন্দোনেশিয়ান ভাষায় অর্থাৎ সেই ‘বাহাসা ইন্দোনেশিয়া’য় যদি পিতা ডাকি তাহলে সেটা হবে- বাপা কিংবা আইয়্যাহ!

জাপানিরা তাদের ভাষায় পিতাকে ডাকেন- ওতোসান, পাপা।

পুর্ব আফ্রিকায় অবশ্য পিতাকে ‘বাবা’ ডাকা হয়!

হাঙ্গেরিয়ান ভাষায় পাপা ছাড়াও পিতা শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে, যেমন- আপা, আপু, এদেসাপা।

বাংলা ভাষায় বাবা বা আব্বা।



সুত্র: wikipedia

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: বাবা শব্দটা তুর্কি। খাটি বাংলা শব্দ না।

২| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রিফাত হোসেন বলেছেন: ফ্যাটা !! কোন দিন শুনি নাই... ফাতার, ফাতি.. দুইটার ১টি হয়.. কিন্তু আধুনিক জার্মান ভাষীরা... পাপা বলেই ডাকে !

৩| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.