নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জন্য

ইসমাইল হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা। এখন মিডিয়া জগতে...।

ইসমাইল হোসেন › বিস্তারিত পোস্টঃ

সাভার ট্রাজেডি... এই দুর‌্যোগে হরতাল থামান...সামহোয়া সাভার নিয়ে স্টিকি করুন...জরুরি রক্ত প্রয়োজন...

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

বুধবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের ৮তলা ভবনটি ধসে পড়ে এ পর্যন্ত (দুপুর ১২টা ৩৫) ২৮ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ঘটনাস্থলে উপস্থিত সাভারের ইউএনও কবির হোসেন ও ফায়ার সার্ভিসের ডিরেক্টর (অপারেশন) মেজর মাহবুব। এ পর্যন্ত তিনশ’ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভবনের ভেতরে আটকা পড়েছেন কয়েক হাজার শ্রমিক। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভবন ধসের ঘটনা সার্বক্ষণিক নজরদারিতে রেখে সর্বাত্মক উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলের নেতা খালেদা জিয়া সাভারকে হরতালের আওতামুক্ত রেখেছে। এখানের পোশাক কারখানায় কাজ করছে সারা দেশের অসংখ্য মানুষ। তাদের আত্মীয়রা ছুটে আসতে চাইছেন ঢাকায়, এজন্য হরতাল প্রত্যাহার করা উচিত এখনই...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪

টি-ভাইরাস বলেছেন: সাভারে ”রানা প্লাজা” ধ্বসে পড়ার কারনে অনেক লোক আহত হয়ে মুমূর্ষ অবস্থায় এখন হসপিটালে আছে। তাদের জন্যে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহি দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন।...স্থান- এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।....যোগাযোগ- 01681212777 (রন্তু)

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

শরৎ চৌধুরী বলেছেন: টিভিশোক বাদ দিয়ে রক্ত দেয়াটা মনে হয় বেশি কার্যকরী। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন রক্তদাতা/দাত্রীকে এনাম ক্লিনিক সহ, আহত/আক্রান্তরা যেখানে আছেন সেখানে এগিয়ে যাওয়ার জন্য।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

ওয়াহিদ হিমেল বলেছেন: নিছক দুর্ঘটনা ! এবং আমাদের আল্টিমেটাম
Click This Link

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

শরৎ চৌধুরী বলেছেন: টি ভাইরাস, আমি যতটা পারছি খবরটা ছড়িয়ে দিচ্ছি।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

এ জাফর বলেছেন: আমি ও এ মূহুর্তে হরতাল প্রত্যাহারের আহবান জানাচ্ছি।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

দিশার বলেছেন: খালেদা পিউর পিশাচ না হলে হরতাল পুরা প্রত্যাহার করত, ঢাকা , মানিকগঞ্জ, ময়মনসিং , গাজীপুর থকে মানুস আসতে পারতেসে না হরতাল এর কারণে।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

মাজহারুল হুসাইন বলেছেন: উদ্ধার কর্মীরা কি আসতে পারছে ? সিলগালা করা কারখানায় লোক ঢুকে কিভাবে ।


আর রক্ত বিষয়ক তথ্য কিভাবে পাবো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.