নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জাবেদুল দেওয়ান বাবলু টেকনোলজি নিয়ে গবেষণা ও লিখালিখি করি।
আপনি যদি কখনও দেখে থাকেন যে আপনার প্রিয় মোটরসাইকেলর ফ্রন্ট সাইডে ডেশ বোর্ডের ইঞ্জিনের আলো কম জ্বলছে এবং এরর দেখাচ্ছে আপনি হয়ত ভাবছেন কি সমস্যা এবং কীভাবে এটি সমাধান করবেন যদি গ্যারান্টি থাকে তাহলে ডিলার সেটি সমাধান করে দিবে, কিন্তু যদি গ্যারান্টি না থাকে তখন কি করে সমাধান করবেন? কি ভাই চিন্তায় ফেলেদিলাম না ভাই চিন্তার কোন কারন নাই আপনার বাইকের কম্পিউটারে বা ইসিউতে কিছু একটা হয়েছে তাই এই ধরনের সিগন্যাল দিচ্ছে
১৯৯৬ সাল থেকে এই পর্যন্ত পৃথিবীতে যত ধরনের কার বাস ট্রাক মোটর সাইকেল প্রস্তুত করে হয়েছে শতকরা ৯৫% গাডীতে ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী এই সকল যানবাহনে এক ধরনের ইলেক্ট্রনিক্স কন্ট্রোলার সিস্টেম ব্যাবহার করা হয়েছে যাকে ইসিউ (ECU) বা ইলেক্ট্রনিক কনট্রোল ইউনিট বলা হয়, কার বাস ট্রাক ১৯৯৬ থেকে শুরু হলেও মোটরসাইকেলে এর ব্যাবহার শুরু হয় বিশেষ করে ২০১৬ সাল থেকে, যাইহোক আপনার গাডির ইঞ্জিনে বা অন্য কোন যায়গায় যদি কোন সমস্যা থাকে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে চেক ইঞ্জিন আলো সমস্যা বা এরর , ওবিডি -২ obd2 Diagnostic scanner tools হ'ল একটি অন-বোর্ড কম্পিউটার যা আপনার গাড়ী সম্পর্কে বিস্তারিত নির্গমন, মাইলেজ, গতি এবং অন্যান্য ডেটা পর্যবেক্ষণ করে। এটি চেক ইঞ্জিন লাইটের সাথে সংযুক্ত, কম্পিউটার যখন কোনও সমস্যা সনাক্ত করে তখন তখন সংকেত দেয়।
এতক্ষণ আমরা চিনলাম গাডির কন্ট্রোলার সিস্টেম কি এবং কেন এবার আসি এই সমস্যার সমাধানের কার,বাস ট্রাক জীপ মোটর সাইকেলর ইসিউ সমস্যার সমাধানের জন্নে একধরনের ডিভাইস ব্যাবহার করা হয় সেটিকে ওবিডি -২ (OBD2) ডায়াগনস্টিক টুল বলা হয় অর্থাৎ অন বোর্ড ডায়াগ্নিস্টিক-২,
যেহেতু আজকে মোটরসাইকেল নিয়ে লিখছি তাই আমরা জেনেনেই অবিডি পোর্ট কেমন কোথায় থাকে সেই বিসয়ে জেনেনেই
ওবিডি পোর্ট গাডীর কোথায় থাকে ?
বিভিন্ন গাডির ব্র্যান্ড ও মডেল অনুযায়ী অবিডি পোর্টের ডিজাইন ও স্থান আলাদা আলাদা হয়ে থাকে
ওবিডি পোর্ট সাধারণত বাইকের স্যামনের দিকে অথবা সিটের নিচে থাকে অন্যান্য যায়গায়ও কিছু কিছি বাইকের পোর্ট দেখা যায় তবে বেশির ভাগ গাডির সীটের নিচেই থাকে ।
ওবিডি2 (OBD2) পোর্ট দেখতে কেমন ?
বাইকের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী ওবিডি (OBD) পোর্টের সাইজ ও ধরনেও ভিন্নতা আছে তবে সবচাইতে সহজ নিয়ম হল বাইকের সকল জ্যাক বিভিন্ন পয়েন্টে লাগানো থাকলেও ওবিডি পোর্টের অপর প্রান্ত খালি থাকবে নিম্নে আপনাদের বুজার স্বার্থে কিছু ছবি দিয়ে দিলাম
ওবিডি-২ (OBD2) প্রটোকল
গাডীর ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন প্রোটোকল ব্যাবহার হয়ে থাকে , ১৯৯৬ সালের আগে প্রতিটি ব্র্যান্ডের প্রস্তুত কারক স্বতন্ত্র প্রোটোকল ব্যাবহার করত ফলে গাডির বেবহার কারীরা নানান সমস্যায় ভুগছিলেন তাই ১৯৯৬ তে ইন্টারন্যাশনাল রুল জারি হল ৫টি বেসিক প্রোটোকলের যার মাধ্যমে পৃথিবীর সকল যানবাহনের ইসিউ ডায়াগনস্টিক হবে সেই ৫ টি প্রোটোকলের মাধ্যমে, ফলে বিশ্বের সকল প্রস্তুত কারক তাদের গাডি গুলু এই ৫টি প্রটোকলের যেকোন একটি ব্যাবহার করছেন ।
পাঁচটি বেসিক সিগন্যাল প্রোটোকল রয়েছে:
১।SAE J1850 PWM: ফোর্ড যানবাহনগুলিতে ব্যবহৃত প্রোটকল
২। SAE J1850 VPW: জেনারেল মোটরস ব্র্যান্ডের যানবাহনে ব্যবহৃত প্রোটকল।
৩। ISO9141-2: বিভিন্ন ইউরোপীয় বা এশিয়ান যানবাহনে ব্যবহৃত প্রোটকল।
৪। ISO14230-4 (KWP2000): ইউরোপীয় এবং এশিয়ান আমদানির পাশাপাশি হন্ডা, জিপ, ল্যান্ড রোভার, সুবারু, মাজদা, নিসান এবং আরও অনেক কিছুতে ব্যবহৃত প্রোটকল।
৫। ISO 15765 CAN: কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক, ২০০৮ এর পরে তৈরি সমস্ত যানবাহনে ব্যবহৃত প্রোটকল.
কি ধরনের ওবিডি২ (OBD2)ডিভাইস দিয়ে আপনার মোটরসাইকেলের সমস্যার সমাধান করবেন ?
বাজারে বিভিন্ন ধরনের ওবিডি ডিভাইস রয়েছে ওবিডি-২ ডায়াগনস্টিক স্ক্যানার টুল সাধারণত ১৬পিনের হয়ে থাকে , কিন্তু মোটরসাইকেলের ওবিডি পোর্ট কিন্তু ভিন্ন ধরনের ৩পিন ৪পিন ৫পিন ৬পিন হয়ে থাকে ফলে বাইকের ডায়াগনস্টিক স্ক্যান করতে হলে ব্র্যান্ড ও মডেল অনুযায়ী আলাদা ওবিডি ক্যাবল ব্যাবহার করতে হয়
নিম্নে কিছু ওবিডি২ ক্যাবলের ছবি দিলাম খেয়াল রাখবেন কিছুকিছু ক্যাবল দেখতে একই রকম হলেও প্রটোকল পিনের কানেক্টিভিটি ভিন্নতার জন্নে কাজ করবেনা তাই নিদিষ্ট ব্র্যান্ড ও মডেলর পারফেক্ট ক্যাবল জেনেবুঝে কিনতে হবে।
সাধারনত কোনও ডাটা পড়তে হলে একটি ডিভাইসের প্রয়োজন হয়। বাজারে ব্র্যান্ড ও কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ওবিডি-২ ডিভাইস পাওয়া যায় । এগুলু অপারেশনের ধরনও কিছুটা আলাদা যেমন কিছু ওবিডি২ মোবাইলের মাধ্যমে ব্যাবহার করা যায় , আবার কিছু আছে কমপিউটারের ইউএসবি পোর্ট দিয়ে ব্যাবহার করে , আবার কিছু আছে অল ইন ওয়ান কমপিউটার বা মোবাইল কিছুই লাগেনা।
এই সকল ওবিডি ২ ডায়াগনস্টিক স্ক্যানার টুল কাজের খেত্রেও ভিন্নতা রয়েছে
১। কোড রিডার - এই ডিভাইস গুলু দিয়ে শুধু আপনার গাডির বিস্তারিত কন্ডিশন ও সমস্যা গুলু ডিটেক্ট করতে পারবেন কিন্তু কোন সমাধান করতে পারবেন না।
২। আবার কিছু ওবিডি ২ টুল আছে সেগুলু দিয়ে গাডির বিস্তারিত কন্ডিশন সমস্যা জানতে পারবেন এবং অল্প কয়েকটি সমস্যার সমাধান করতে পারবেন ।
৩। আবার কিছু ওবিডি২ ডায়াগনস্টিক প্রফেশনাল টুল আছে সেগুলু দিয়ে বেশির ভাগ সমস্যার সমাধান করতে পারবেন। একটা কথা জেনে রাখবেন পৃথিবীতে এমন কোন ডায়াগনস্টিক টুল নেই যেটা দিয়ে সব সমস্যার সমাধান করা যায় , ফলে হাজারও ব্র্যান্ড ও মডেলর ডায়াগনস্টিক স্ক্যানার রয়েছে ভিন্ন ভিন্ন কাজের জন্নে ।
জাবেদুল দেওয়ান বাব্লু
www.ipcctvbd.com
Mobile-01772332000
Whatsapp /IMO / WeChat- 01818269935
©somewhere in net ltd.