নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জাবেদুল দেওয়ান বাবলু টেকনোলজি নিয়ে গবেষণা ও লিখালিখি করি।
view this link
বাসাবাড়ি অফিস ফেক্টরি কমার্সিয়াল প্রতিষ্ঠান সহ সবক্ষেত্রেই নিরাপত্তা ও জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় একটি বিশ্বস্ত নিরাপত্তা ব্যবস্থা।
১. বাসাবাড়ির সদস্যরা যারযার প্রয়োজনে বাহিরে যেতে আসতে প্রতিবারই কাউকে না কাউকে গিয়ে দরজা খুলে দিতে হয় মাঝে মাঝে বিষয়টি বিরক্তিকর হয়ে উঠে। অনেক সময় চাবি সাথে থাকেনা বা হারিয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সমাধান ডিজিটাল ডোরলক,পাসওয়ার্ড থাকায় যে যার প্রয়োজন অনুযায়ী আসবে যাবে কারও কোন সমস্যা হবেনা বা কাউকে ফিজিক্যালি গিয়ে দরোজা খুলতে হবেনা। রিমোটে অপসন থাকায় ঘরের ভিতর বাইরে প্রায় ১০০মিটার দূর থেকে দরজা খোলা বা লাগানো যায়.
বিভিন্ন অফিস ফেক্টরীতে এই সমস্যা আরো জটিল হয়ে উঠে ফলে নিরাপত্তা ও কাজে অনেক ক্ষতি হয়. ডিজিটাল ডোরলক ব্যবহারে নিরাপত্তা ও কাজের সময় বেশ সাশ্রয়ী হয়েযায়। অনেক সময় দেখা যায় সিকিউরিটি গার্ড না জেনে অথবা জেনেও কাউকে এলাউ করার ফলে অনেক ধরণের দুর্ঘটনা বা অনাকাঙ্খিত অহরহ ঘটছে ডিজিটাল ডোরলক এসব সমস্যার সহজ ও নির্ভর যোগ্য সমাধান দিতে পারে। এই ডিভাইসের সাথে এক্সট্রা ফিচার যোগ করলে কখন কে এলোগেলো সকল ডাটা মেশিনে জমা হয়ে থাকবে। কমার্সিয়াল হোটেলের ক্ষেত্রে লকের মাধ্যমে প্রতিটা রুমে গেস্টের হিসেব খুব সহজেই সফটওয়্যার দেখাবে, আবার বর্তমান সময়ে নিরাপত্তায় গেস্ট আইডেন্টিটিও সফটওয়্যার রাখা যায়. আবার কিছু কিছু লকে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সেটি চালু করে দিলে কেউ লক খুলতে চাইলে লক সাথে সাথে আপনাকে ও পুলিশের হেল্প লাইনে ফোন করবে।
বিভিন্ন প্রযুক্তি ব্র্যান্ড কোয়ালিটি অনুযায়ী ৫৫০০থেকে ২৫০০০টাকার বিভিন্ন লক সিস্টেম রয়েছে।
©somewhere in net ltd.