নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জাবেদুল দেওয়ান বাবলু টেকনোলজি নিয়ে গবেষণা ও লিখালিখি করি।
প্রযুক্তির উৎকোষসতায় বর্তমান বিশ্বের প্রায় সকল সেক্টরেই ডিজিটালের জয়জয়কার তেমনই একটি বিষয় নিয়ে আজকে আপনাদের জানাবো। আমরা অনেকেই জানিনা অটোমোটিভ সেক্টরে প্রায় ৯০% গাড়ি ডিজিটাল সফ্টওয়ারের মাধ্যমে ইঞ্জিন লাইট দরজা সহ পুরো গাড়িই সফটওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত অনেক ম্যাকানিক ও এই বিষয়টি ভালো ভাবে জানেনা ফলে বিভিন্ন হার্ডওয়ার যন্ত্রপাতি পরিবর্তন করেও গাড়ি মেরামত করতে পারেনা, কারণ মূল সমস্যা না জানা। যদি কোন গাড়ির সফটওয়্যার সমস্যা হয় সেটি সমাধান করতে যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে ওবিডি view this linkডায়াগনস্টিক স্কেনার টুল বলে এটি বিভিন্ন ধরণের ব্র্যান্ড ও মডেলের হয়ে থাকে এবং একেক ডিভাইসের একেক ধরণের কাজ হয়ে থাকে , তবে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনার গাড়িটি ওবিডি কমপোর্টেবল কিনা , কিভাবে জানবেন আপনার গাড়িটি ওবিডি সাপোর্টেড কিনা? আমি নিচে একটি লিংক দিচ্ছি সেখানে সেখানে ডুকে আপনার গাড়ির ব্র্যান্ড মডেল ও কত সালে প্রস্তুত সেটি দিলে সাথে সাথে দেখতে পারবেন। সাধারণত ১৯৯৬ সালের পরথেকে বর্তমানের প্রায় ৯০% গাড়ি ওবিডি সাপোর্ট করে।
ওবিডি কি কোথায় থাকে কিভাবে কাজ করে ? প্রতিটি গাড়ির ফ্রন্ট সাইডে ১৬ পিনের একটি সকেট থাকে নিম্নে ছবি দিলাম আপনাদের জন্য, এই পোর্টের ভিতরে ওবিডি স্কেনার টুল লাগিয়ে কাজকরা হয় এক কথায় মিনি কম্পিউটার বলা যায়।
কোন গাড়ির জন্য কিধরনের ওবিডি দিয়ে কাজ করতে হয় ?
বর্তমান বাজারে বিভিন্ন ধরণের ওবিডি রয়েছে নিম্নে এসব বিস্তারিত বলার চেষ্টা করবো ,
* ওবিডি ব্লুটুথ / ওয়াই ফাই কোড রিডার :- এই ডিভাইস গুলু খুব ছোট এগুলু ব্লুটুথ অথবা ওয়াইফাই এবং ইউএসবি ৩ ধরণের পাওয়া যায়, তবে এগুলোর ভিতর ব্লুটুথ বা ওয়াইফাই এই দুটোর যে কোন একটি নিতে পারেন , কারণ এগুলু খুব সহজেই আপনার মোবাইলের সাথে কানেক্ট করে প্লে স্টোর অথবা আপেল স্টোর থেকে এপপ্স নিয়ে আপনার গাড়ি ডায়াগনস্টিক করতে পারেন, ওবিডি কোড রিডার দিয়ে শুধু গাড়ির সমস্যা জানতে পারবেন কিন্তু সমাধান করতে পারবেন না সেক্ষেত্রে সমস্যার ধরণ অনুযায়ী বিভিন্ন ওবিডি পাওয়া যায় অথবা যেসকল গাড়ির সার্ভিস সেন্টার রয়েছে যাদের রিসেট সহ বিভিন্ন ফাংশানের ওবিডি টুল রয়েছে সেখান থেকে সমাধান করতে পারেন। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ওবিডি কোড স্কেনার রয়েছে দাম ৯৯৯-১৫০০টাকায় কিনতে পারবেন।
নিম্নে আমাদের দেশের বহুল বেবহৃত বিভিন্ন গাড়ির সমস্যা সমাধানের উপযুক্ত ওবিডি ডায়াগনস্টিক স্ক্যানার টুলস নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো
©somewhere in net ltd.