![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইশতিয়াক। জন্মসূত্রে পেয়ে গেছি লেখালেখির অধিকার। তাই লিখি মনের আনন্দে। যখন যা মন চায়।
জীবনে কোন কাজ ভালোভাবে করেছি কিনা জানা নেই।সবসময় ক্লাসের ফ্রাস্ট বয়ের মত মেধাবি হতে চেয়েছি, কিন্তু পারিনি।সবসময় সবার মুখে প্রসংশিত হতে চেয়েছি,কিন্তু হইনি।আমি কি পারি,আর কি পারিনা জানা নেই।তবুও কখনো আফছোস করিনি,কারন সবাই কে দিয়ে সব কিছু হয়না।কিন্তু সবার মাঝেই একটা বিশ্বেসত্য থাকে, কিন্তু আমারটা এখনও খুজে পাইনি।সবাই তার জীবনের লক্ষে পৌছাতে চায়।আমিও চাই লক্ষ স্থির করে রাখলেও মাঝে মাঝে একটা অদৃশ্য শক্তি আমার পথে বাধা হয়ে দারায়।মানুষের হাতের পাঁচ আঙুল সমান হয়না।তাই বলে কি আমি একটা আঙুলেরও যোগ্য না।আমারও তো ইচ্ছে হয় সবার মত স্বপ্ন বাজ হয়ে বাঁচতে,তাই আমিও স্বপ্ন দেখি,কখনো তা আবার আকাশ কূশুম হয়ে যায়,আবার কখনো খুবই তুচ্ছ।আসলেই কি খোদা আমাদের সকলকে বিশেষ কিছু করবার ক্ষমতা দিয়েছেন।কিন্তু কই সেটা, এই পর্যন্ত তো আমি তা খুজে পাইনি।কখনো খুবই রাগ হয় বিলগেট্স যদি তার ভার্সিটি শেষ না করে এত বড় সফ্টওয়্যার কম্পানির মালিক হতে পারে তাহলে আমি তার সমতুল্য নাই হলাম,কিছুটাতো হতে পারবো।কারন আমার তো পুর জীবনটাই পরে আছে।অাবার কখনো চিন্তা করি জীবনটাতো নিজেকে খুজতে গিয়ে শেষ করলে হবে না,যেটুকু সময় রয়েছে তা নিজেকে তৈরি করার কাজে লাগাতে হবে।
আমাদের ক্লাসের ফ্রাস্ট বয়, প্রতিটি পরিক্ষায় প্রথম স্থান অধিকার করলেও, ক্লাসের লাস্ট বয় এর মত পর পর ৪ বলে ৩টি ছক্কা মারতে পারবে না।সে চাইলেই একজন ভাল ক্রিকেটার হতে পারে,কিন্তু ফ্রাস্ট বয় তা পারবে না।কারন লাস্ট বয়ের চিন্তা ধারনা শুধু লেখা পড়ায় বন্দি নয়।একজন ছাত্র সর্বদাই চিন্তা করে তাকে জীবনে সফল হতে হবে।আমিও চিন্তা করি,জীবনে কখনো বেঙে পরতে শিখিনি, ভুল হলে তা পূনরায় শুরু না করে সেখান থেকেই ভুলটা সংশোধনের চেষ্টা করি,এবং সমাধানও পেয়ে যাই।আমি সব সময় চুপচাপ থাকতে পছন্দ করি, তাই মনে করি অন্যের থেকে চিন্তা করার জন্য আমি একটু বেশি সময়ই পাই,তাহলেকি অন্যের থেকে আমার চিন্তা করার ক্ষমতা বেশি।
অনেক সময়ই নিজের সাথে কথা বলি নিজেই নিজেকে বোঝাই, তুই কোন সাধারণ বালক না।তোর মধ্যে অবশ্যই মহান কিছু লুকিয়ে আছে।তা নাও হতে পারে ফ্রাস্ট বয় এর মত, তা নাও হতে পারে লাস্ট বয় এর মত।কিন্তু তাহতে পারে তাদের চেয়েও মহান কিছু।তুই নিজেই তো বলিস "জীবন নিজেকে খুজে বের করা নয়, জীবন হল নিজেকে তৈরি করা"। কাজেই নিজেকে তৈরি কর,খুজিস না।
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫০
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।ভালো থাকবেন.....
২| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৭
মিঠুন ভট্টাচার্য্য বলেছেন: জীবনের খুজেঁ ফেরা অসম্ভব। ঠিকই বলেছেন, জীবন কে তৈরী করতে হয়। ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩১
একজন ঘূণপোকা বলেছেন: "জীবন নিজেকে খুজে বের করা নয়, জীবন হল নিজেকে তৈরি করা"
ভালো লাগল। দ
ধন্যবাদ