নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন বন্দির উড়াল

ইশতিয়াক এম সিদ্দিকী

আমি ইশতিয়াক। জন্মসূত্রে পেয়ে গেছি লেখালেখির অধিকার। তাই লিখি মনের আনন্দে। যখন যা মন চায়।

ইশতিয়াক এম সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

জানার আছে অনেক কিছুই

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০০

1) অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড

আছে। তাহলে তো তার অনেক হৃদয়বান

হওয়ার কথা তাইনা?

2) আপেল খেতে যতই স্বাদ লাগুক,

জেনে নিও আপেলের ৮৪ ভাগই পানি।

3) এ মাত্র যিনি কলা খেলেন তার

প্রতি মশার আকর্ষণ বেশী ।

4) এক কাপ কফিতে ১০০-এরও

বেশি রাসায়নিক পদার্থ আছে।

5) এক ঘণ্টা চুইংগাম

চাবালে শরীরে ৩০ক্যালরি তাপ ক্ষয়।

6)

গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায়

কিন্তু নিচে নামানো যায় না ।

7) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার

দিতে পারে।

8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু

গিলতে পারে না।

9) জলের হাতি বা জলহস্তি পানির

নিচে ৩০ মিনিট দম বন্ধ

করে থাকতে পারে।

10) যখন চাঁদ সরাসরি মাথার উপর,তখন

আপনার ওজন সবচেয়ে কম।

11) ডলফিন এক চোখ

খোলা রেখে ঘুমায়।

12) তোমার মতোই শিম্পাঞ্জিরাও

হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!

13) তুমি কি জানো, এক পাউন্ড বিশুদ্ধ

তুলা থেকে ৩৩ হাজার মাইল

লম্বা সুতা তৈরি সম্ভব!

14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের

চেয়ে বেশী।

15) পেঙ্গুইন একমাত্র

পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু

উড়তে পারেনা।

16) পৃথিবীতে যে পরিমান

সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ

পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান

উচ্চতা হবে।

17) পৃথিবীতে যত লিপস্টিক আছে,

তার বেশিররভাগই তৈরি হয় মাছের

আঁশ দিয়ে।

18) প্রজাপতির চোখের সংখ্যা ১২

হাজার!

19) ফড়িংয়ের কান

মলে দিতে চাইলে কিন্তু একটু

সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান

হাঁটুতে!

20) মাছেরও কাশি হয়।

21) মৌমাছির চোখ পাঁচটি।

22) মশার দাঁত ৪৭ টি ।

23) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয় ।

শামুকের নাক চারটি ।

24) শরীরের পেছন দিক দিয়েও

নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।

25) হাতি একমাত্র স্তন্যপায়ী,

যারা লাফ দিতে পারে না।

26) বয়স বাড়ার সাথে সাথে চোখের

রঙ হালকা হয়ে যায়।

27) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২

লাখ বার পলক ফেলে।

28) মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত

কোষ হলো মস্তিস্কের কোষ।

29) হাতের নখ, পায়ের নখের

চেয়ে চারগুন দ্রুত বাড়ে।

30) মানবদেহের মোট হাড়ের ১/৪

অংশ পায়ে অবস্থিত!

31) প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন

সতেরোতে পা দেয়।

32) আপনি চোখ খুলে কখনোই

হাঁচি দিতে পারবেন না। বিশ্বাস

না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।

33) ডলফিন একচোখ

খোলা রেখে ঘুমায়। একটু

চেষ্টা করে দেখি আমরা পারি কিনা!!!:পি

34) গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার

আগে মানুষ

খালি চোখে আকাশে মাত্র

পাঁচটি গ্রহ দেখতে পেতো!



(সংগ্রহ)

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

নিজাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকেও,ভালো থাকবেন।

২| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আরে বাহ ! বেশ কিছু নতুন জিনিস জানলাম !

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: অনেক সুভকামনা রইল।ভালো থাকবেন

৩| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: +++

৪| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: শুভকামনা রইল।ধন্যবাদ

৫| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩৫) প্রস্রাব বন্ধ রেখে মলত্যাগ করা সম্ভব না। চেষ্টা করে দেখতে পারেন।


ধন্যবাদ, ইশতিয়াক।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২০

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: হা হা হা আর কিছু সত্যি না হলেও এটা যে বাস্তব সত্য সে বিষয়ে সন্ধেহ নেই।ধন্যবাদ আপনাকে :)

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: কিন্ত যখন পেন্ট নষ্ট করবার মত অবস্তা হবে তখন কিন্তু মুত্র ত্যাগের আগেই মলত্যাগ করা সম্ভব।বিশ্বাস নাহলে চেষ্টা করবেন।:p

৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:১২

মামুন রশিদ বলেছেন: অনেক কিছু জানলাম ।

কোয়ার্টার ফাইনালে চারটা ম্যাচে আমার প্রেডিকশন মিলে যাওয়ায় ইদানিং নিজেকে অক্টোপাস পল মনে হচ্ছে । আজকে জানলাম আমি হৃদয়বান ও :)

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৫

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: হুমম হৃদয়বান অক্টোপাস।কিন্তু অক্টোপাস হার্ট এটাক করেনা কিন্তু ম্যাচ গুলো দেখে হার্ট এটাক করার সম্ভাবনা ছিল :D

৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৪

শেখ মফিজ বলেছেন: পৃথিবীতে যে পরিমান
সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ
পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান
উচ্চতা হবে।

সেই সোনা এখন কোথায় আছে ?
যেখানেই থাক সেখানে পাহাড় পরিমান থাকতে হবে ।
নাকি অনউত্তেলিত আছে ?

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৯

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: এখনও আবিস্কার হয়নি।সব স্বর্নই যদি আবিস্কার হয়ে যায়, তখন নাতি-পুতিদের বিয়ের সময় কি করব।তাই ঐগুলো যেভাবে আছে থাকনা। :D :D :D

৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক জানলাম...শেয়ারের জন্য অক্টোপাস এর হৃদয় দিয়ে ধন্যবাদ ।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকেও অনেক গুলো অক্টোপাসের হৃদয় দিয়ে :)

৯| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫০

নীড় খুঁজি বলেছেন: সত্যিই... অনেক জানার আছে।আরও জানাবেন,সেই প্রত্যাশায় থাকলাম।

সুন্দর পোস্ট...

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।এই সব তথ্য আমারও জানা ছিলনা,বিভিন্ন সাইট গুলো ঘুরে ঘুরে সংগ্রহণ করলাম।ধন্যবাদ

১০| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আরে, অক্টোপাসের যে তিনটা গুর্দা, এখনই জানলাম। :P

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: জানার কোন শেষ নেই।শুভকামনা রইল।

১১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

মাহবু১৫৪ বলেছেন: অনেক অজানা ছিল। জেনে নিলাম

ভাল লাগা

++++++

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৪

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।সুন্দর থাকুন।

১২| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৪১

সুমাইয়া আলো বলেছেন: ভালই

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৪

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

১৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ইন্টারেস্টিং সব অজানা তথ্য :)

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৯

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.