![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইশতিয়াক। জন্মসূত্রে পেয়ে গেছি লেখালেখির অধিকার। তাই লিখি মনের আনন্দে। যখন যা মন চায়।
আমি দেখেছি চার দেয়ালের মাঝে
ভালোবাসা নামক নাট্যমঞ্চ,
যেখানে প্রতিনিয়ত খুন হতো
একটি নতুন প্রাণ।
আমি দেখেছি উন্মাদ বালকের হাতে
রক্তাক্ত ছুড়ির নোংরা হাসি,
যার জীবনে বড়ই প্রয়োজন ছিল
স্নেহ নামক কিছুর।
আমি দেখেছি মাতৃ পদের লালসায়
মুখোস ধারী কৌশলীর অভিনয়,
যার আড়ালের চেহারা ছিলো
ভয়ঙ্কর পিশাচিনির ন্যায়।
আমি দেখেছি নিশ্চুপ বালকের
অন্তর ভাঙ্গা আর্তনাদ,
যেখানে আত্ম হননই ছিল
একমাত্র মুক্তি পণ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: অনেক দিন পর সামুর দুয়ারে আসলাম, সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ।শুভকামনা রইল
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪
তানজির খান বলেছেন: দারুণ লাগলো কবিতা। বিদ্রোহের আগুনের উত্তাপ পাচ্ছি। শুভকামনা কবি। আমার লেখায় আপনার আমন্ত্রণ রইল।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: শুভকামনা রইল, ভালো থাকবেন
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: কবিতার ভাবার্থ ভাবিয়ে তুলল। তবে আত্মহনন সমাধান নয়। সামনে এগিয়ে যেতে হবে, জীবনে বাঁধা তো আসবেই
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ । সামনে এগিয়ে যেতে হবে, জীবনে বাঁধা তো আসবেই তবে মানুষ টা যখন চার পাশের মানুষ গুলো থেকে দূরে সরে যায়,তখন তার মাথায় একটা চিন্তাই কাজ করে , "বাচঁতে হলে একাই বাচঁবো, নয়তো কি কারনে বাচঁবো"
তবে একটা সময় সে তার বাচাঁর আশা ছেরে দেয়। আর তখন তার মাথায় আত্মহননই বিরাট সমাধান হয়ে যায়।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে বেশ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ , অনেক ভালো থাকবেন
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লিখেছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: শুভ কামনা রইলো.
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪
বিজন রয় বলেছেন: একটি আর্তনাদ আর হতাশার কবিতা।
ভাল লাগল।
++