নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিকুঞ্জ পাগল এক আলোর সন্ন্যাসী

ইশতিয়াক ফাহাদ

ইশতিয়াক ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

দানপত্র

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৫

তুমি আমার সকল কবিতার
সে অমর পঙক্তি মালা
আমার অস্থির যৌবন, নিস্তব্ধ রাত
রাত্রির পূর্ণিমা, আর কদম ফুলের নির্যাস
আমাকে বুঝিয়ে দেয়,
তোমার প্রতি আমার ব্যাকুলতা
তাই আমার সকল প্রেম, হৃদয়ের যত গান
যৌবনের জোয়ার, সমস্ত নীলীমা
মোহনীয় জোস্না আর থোকা থোকা অন্ধকার
আমি তোমার কাছে
শপে গেলাম।

যদি আমার সাত মহলার সপ্ন মিথ্যে হয়
সপ্ত দরিয়ার সকল জ্বল আমার চোখ দিয়ে ঝড়ে
আমার সপ্নগুলো বুকের মাঝে দাউ দাউ করে জ্বলে
তুমি কি তা সহ্য করতে পারবে ?পারবে না।

তাই,
আমার সকল অবুঝ যন্ত্রনা
আমার সকল অতৃপ্ত চাওয়া
আমার অচেতন মনের সকল আকুতি
এবং আমার তৃষিত হৃদয়ের সকল উক্তি
আমি তোমার বরাবরে
লিখে গেলাম।

শারদ রাতের জোস্নার মুচকি হাসি দেখা
হেমন্তের হিম ঘাসের উপর একা একা
বসে থাকা।

গৌধূলি বিকেলে ছন্ন ছাড়া শঙ্ক চিরের মত ঘোরা,
সব কিছুই তোমার ভালবাসার জন্য।

তাই, আমার দেখা সকল রাত্রি
সকল জোস্না
সকল নদী
সকল মেঘ
সকল নক্ষত্র
সকল আলো ছায়া
পৃথীবীর সমস্ত ভালবাসা
আমি তোমার কাছে রেখে গেলাম।

এই পৃথীবীর প্রতিটি সূর্যউদয়
প্রতিটি অস্তাচল
ঝড়া বকুল ফুল
স্রোতের অমর টান
এবং মায়াবী সপ্নের থৈ থৈ জস্না দিয়ে
আমি তোমাকে জড়িয়ে নিয়েছি ।

তাই আমার নশ্বর জীবনের কাকাতুয়া সুখ গুলো
আকাশের ধ্রুব তারকাগুলো, পাহাড়ের ঝড়না গুলো, ভোরে দু’চোখ বেয়ে উঠা
শিশিরের জলটুকু,
কৃষ্ণচূড়ার লাল ছোপ মাখা সুভাস টুকু
আমি তোমাকে দান করে গেলাম
কারন আমি তোমাকে ভালবাসি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৩

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্।


এই পৃথীবীর প্রতিটি সূর্যউদয়
প্রতিটি অস্তাচল
ঝড়া বকুল ফুল
স্রোতের অমর টান
এবং মায়াবী সপ্নের থৈ থৈ জস্না দিয়ে
আমি তোমাকে জড়িয়ে নিয়েছি ।


সুন্দর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

ইশতিয়াক ফাহাদ বলেছেন: ধন্যবাদ ভাই ।। ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.