![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল বাসার মানুষ টা কষ্ট দিয়ে তার ভাল বাসার পরিক্ষা নিতে চাইছ । বারা বার ভাল বাসার মানুষটার কাছ থেকে পালাতে চাইছ । সব কিছু ভুলে গিয়ে একটু দুঃখ বিলাশ করতে চাইছ । বার বার হারিয়ে যেতে চাইছ । মুক্তি চাই বলে চীৎকার করে উটছ। । হৃদয় ও আত্মার বিশ্রাম চাইছ ।জীবন বাস্তবতা থেকে পালাতে চাইছ । সব কিছু ছেরে ছুরে ভবঘুরে হতে চাইছ । আর বার বার সে মানুষ টা তুমাকে ফিরিয়ে আনছে কিন্ত আর তুমি তার সরল ভালবাসার সুযোগ নিয়ে কষ্ট দিয়ে যাচ্ছ ।
একদিন সেই মানুষ টা সত্যি আর তুমার পিছে ছুটবেনা, ফিরিয়ে আনবেনা,মানুষ টা ক্লান্ত হয়ে পরবে ,তোমাকে তোমার মত থাকতে দিবে । একটু চোখের জলে তোমাকে মুক্তি দিবে ।
কিন্ত ভেবেছ কি ভালবাসার মানুষ টার ভালবাসা না পেয়ে সেদিন তুমি ভাল থাকতে পারবে কিনা ?সেই দুঃখ সহ্য করার শক্তি তোমার আছে কিনা ?
ভালবাসার না পাওয়ার কষ্ট হয়ত সহ্য করা যায় কিন্তু ভালবাসা পেয়ে সেই হারিয়ে ফেলার কষ্ট সহ্য করা খুব কঠিন হয়ে পরবে । এই কষ্ট সহ্য করার ক্ষমতা সবার থাকেনা ।
©somewhere in net ltd.