![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষক শ্যামল কান্তি হয়ত জানেন তার ক্লাসে থাকা ৯০%ছাত্র মুসলিম তারপর ও তিনি একজন শিক্ষক হয়ে ছাত্র দের সামনে ইসলাম নিয়ে কুটুক্তি করেছেন । শিক্ষকের বিন্দুমাত্র কান্ডজ্ঞান থাকলে সেইটা করতেন না তিনি শিক্ষিত মূর্খের কাজ করেছেন ।
আরকেদিকে , একজন সংসদ সদস্য হয়ে একজন শিক্ষককে কানে উঠ-বস করানোর
নোংরা কাজ টি করে জাতিকে হতাস করেছেন ।।
এখন কথা হল , ফেসবুকে সবাই কান ধরে এই ঘটনার প্রতিবাদ করেছেন ,ভাবছি শ্যামল কান্তিকে যদি নেংটা করা হত তাহলে কি সবাই নেংটা হয়ে প্রতিবাদ করত ?
শিক্ষক, সাংসদের কাণ্ড দেখে পুরো জাতি হতাস আর আমাদের দেশের জনগণের প্রতিবাদের ধরন দেখে পুরো বিশ্ব বাসি হয়ত অবাক হবেন ।
https://www.youtube.com/watch?v=_fONovJqb7M
২| ১৮ ই মে, ২০১৬ সকাল ১০:২৭
যোগী বলেছেন:
ভিডিও দেখলাম।
ছাত্ররা দারুন ভাবে নিজেদের নাম পরিচয় দিয়ে দেয়ালের সাথে দাঁড়িয়ে পরিচালকের ইনস্ট্রাকশন ফলো করেছে? তারা কি ঐ স্কুলের ছাত্র?
কিন্তু সেই স্কুলের ইসলাম ধর্ম শিক্ষক পাবলিকের সামনে এখানেতো অন্য কথা বলছে। ধর্ম শিক্ষকের কথা বিশ্বাষ করবো না সেই সব অচেনা ছেলেদের কথা বিশ্বাষ করব?
https://www.youtube.com/watch?v=LD80GdpNwDc
৩| ১৮ ই মে, ২০১৬ সকাল ১০:৪৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হুম ধন্যবাদ যোগী, আমিও এমন কিছুই ভাবছিলাম, মানুষটার সাথে স্টুপিড গেম প্লেয় করেছে।আর কিছুইনা, শামীম ওসমান বা সেলিম ওসমান যেটা করেছে অন্যায় করেছে, জনরোষ থেকে বাচাতে সে তাকে নিজের বাসায় নিয়ে যেতে পারতো, তাকে এই শাস্তি দেয়া উচিৎ হয়নি। আর যেখানে মাইকিং করা হয়েছে সেখানে মানুষ ক্ষিপ্ত হয়ে শিক্ষককে মেরেও ফেলতে পারতো সেটাও সত্য,। এখন খুজে বের করা উচিৎ কে মাইকিং করেছে তাকে।
আশা করি শিক্ষা মন্ত্রী এর যথা যত বিচার করবেন, নাহয় তার স্তফা দেয়া উচিৎ হবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৬ সকাল ১০:০৩
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমি এই বিষয়টা পুরো জানিনা, আসলে সে কি বলেছিলো ইসলাম নিয়ে? আপনি কি জানেনা? কোন কথার উপরে এমন হয়েছে?