![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রং ক্ষণে ক্ষণে বদলে যাওয়া,অতি আপন মানুষ টি বিশ্বাসঘাতী হয়ে উটা ,মাথায় আকাশ ভেঙ্গে পরার মত ঘটনাটি ঘটে যাওয়া, দুঃখ ,কষ্ট একাকীত্বে তোমাকে ঘিরে রাখা...... হতে পারে এমন অনেক কিছুই ...এই ব্যাপার গুলো সহজ ভাবে নিতে শিখতে হবে ।
কষ্ট আর দুঃখের সৃতিগুলো কে আঁকরে ধরে বেঁচে থেক না জীবন টাকে হারিয়ে যেতে দিও না । কারো ও জন্য জীবন থামিয়ে রাখা চলবে না ।
বিশ্বাস কর , তোমার পথ তোমাকেই পাড়ি দিতে হবে । তোমার পথ কেউ হেটে দিবে না । দিন শেষে গন্তব্যে তোমাকে পৌছাতে হবে । কেউ ভালবাসুক আর না বাসুক কেউ কথা আর না রাখুক কেউ পাশে থাকুক আর না থাকুক ...
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৫
ইশতিয়াক ফাহাদ বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭
এ কে এম রেজাউল করিম বলেছেন:
দিন শেষে গন্তব্যে তোমাকে পৌছাতে হবে । কেউ ভালবাসুক আর না বাসুক কেউ কথা আর না রাখুক কেউ পাশে থাকুক আর না থাকুক ...
সহমত!!!
২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৪
ইশতিয়াক ফাহাদ বলেছেন: হুম ভাই ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৪
মহা সমন্বয় বলেছেন: দারুণ লিখেছেন ++