![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুস টা অধিকার নিয়ে দূরে চলে যায় রেখে যায় স্মৃতি ভুলে যেতে চাইলে ও স্মৃতি গুলো কেমন চোখের সামনে আরও কঠিন হয়ে ধরা দেয়।
মানুসটা বেঈমানি করলে স্মৃতিরা করে না ,স্মৃতিরা খুব বেহায়া স্বভাবের হয় পিছু ছাড়েনা উটতে বসতে খেতে কেমন ছ্যাঁচড়া মত লেগে থাকে । একটু অবসর পেলেই কেমন বুকের বাম পাশ টায় আঘাত করে ।
ভুলা যায় না ...একদম ই ভুলা যায় না
২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৪
ইশতিয়াক ফাহাদ বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৩
ইশতিয়াক ফাহাদ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬
মাসুদ মাহামুদ বলেছেন: ভুলা যায় না ...একদম ই ভুলা যায় না
খুব ভাল লাগল..........