নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিকুঞ্জ পাগল এক আলোর সন্ন্যাসী

ইশতিয়াক ফাহাদ

ইশতিয়াক ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

জীবন যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই।

০২ রা মার্চ, ২০২১ রাত ১২:২৫



গত ২-৩ বছরে অনেক কঠিন আর নিষ্ঠুর হয়ে উঠেছি । আবেগগুলো আমাকে ছুতে পারে না । আবেগের উদ্বেলতাকে, উন্মাদনাকে, উচ্ছ্বাসকে আর উল্লাসকে কঠিন ভাবে পরাহস্ত করতে শিখে গিয়েছি । এই যান্ত্রিক শহরকে যতবার আপন মনে হয় তার চেয়ে দিগুন পর মনে হয় । সম্পর্ক চিন্নহ করতে বিন্দু মাত্র ভয় লাগে না এখন আর । বিশ্বাস গুলো কেমন নির্মম আর নিষ্ঠুর, অল্পতে উধাও হয়ে যাচ্ছে । সামাজিকতা আর জীবনের নিতান্ত প্রয়োজনের কাছে কেমন বন্দি হয়ে গেছি । অনেকেই বলছে এইটা নাকি জীবনের শিক্ষা , এই কেমন শিক্ষা ? আবেগ ,বিশ্বাস আর ভালোবাসা হারিয়ে ফেলা এ কেমন শিক্ষা ?

একটু আন্তরিকতার ছোঁয়া , আর সকলের সাথে যদি মন খুলে হাসতে পারা কিছু সুন্দর কথা উপস্থাপন করা এসব সব কিছু যেন আস্তে আস্তে হারাতে বসেছি কারন আবেগ কে এখন আর প্রশ্রয় দেই না ।

এই অল্প সময়ের জীবনে আমরা হাজার হাজার ভুল করে চলছি প্রতিনয়ত এই ভুল হৃদয়ে ক্ষত হয়ে বার বার হানা দেই । একটু অবসরে কেমন বুকের মাঝে ভর করে বসে । হাজার যন্ত্রনা সয়ে বেঁচে থাকা আর স্মৃতি গুলো নিয়ে ভুলভাল চিন্তার করার মাঝে মন কেমন এক প্রশান্তি খুজে পায় । আচ্ছা এই কি মানব জীবন ?

তীব্র ভালোবাসা সত্ত্বেও কেমন মানুষটাকে অচেনা মনে হয় । বাস্তবতার নিরেট বাঁধার কাছে হার মানে সহজেই নিরুপায় হয়ে, হার মানতে হচ্ছে বার বার । জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই।

মেনে নেওয়ার এই বিনয় টুকু ছাড়া আমার কাছে আর কিছুই নেই ।

ইশতিয়াক
2.3.2021

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ রাত ১:১০

ওমেরা বলেছেন: যান্ত্রিক জীবন।

০২ রা মার্চ, ২০২১ রাত ১:৫৯

ইশতিয়াক ফাহাদ বলেছেন: যান্ত্রিক শহরে রোজকার ব্যস্ততার ভিড়ে আটকে গিয়েছে জীবনটা।

২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১:২০

আহমেদ জী এস বলেছেন: ইশতিয়াক ফাহাদ,




আবেগ, উদ্বেলতা, উচ্ছাসকে বিসর্জন দেয়ার পরেও জীবন বয়েই চলে , কোনও এক ঘাটে নোঙর ফেলে বসে থাকেনা!
জীবনটা আসলেই সুন্দর ! তাকে শুধু বইয়ে যেতে দিতে হয় ..................

০২ রা মার্চ, ২০২১ রাত ১:৫৫

ইশতিয়াক ফাহাদ বলেছেন: হ্যা, মেনে নেওয়া ছাড়া আমাদের হাতে কিছুই নেই । ধন্যবাদ ভালবাসা রইল ভাই

৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



তাইতো, এখন বুঝলাম, গত ২/৩ বছর ঢাকা শহরকে কেন এত কঠিন মনে হচ্ছে।

০২ রা মার্চ, ২০২১ রাত ২:০২

ইশতিয়াক ফাহাদ বলেছেন: ভীষণ কঠিন মনে হচ্ছে । অনেক দিন পর আপনার মন্ত্যব পেলাম ধন্যবাদ ভাই অনেক ভালোবাসা থাকল। ভাল থাকবেন ।

৪| ০২ রা মার্চ, ২০২১ রাত ১:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাস্তবতাকে তো অস্বিকার করতে পারবেন না।বাস্তবতাকে মেনেই চলতে হবে,যেটা আপনি নিজেই বলেছেন।আহমেদ জী এস সুন্দর বলেছেন,”জীবনটা আসলেই সুন্দর।” তাকে উপভোগ করতে জানতে হয়।

০২ রা মার্চ, ২০২১ রাত ১:৫৯

ইশতিয়াক ফাহাদ বলেছেন: হ্যা,খুবই সুন্দর! এতোটাই সুন্দর যে, মাঝে মাঝে জীবন টাই অসহ্য লাগে । ধন্যবাদ মন্তব্যের জন্য

৫| ০২ রা মার্চ, ২০২১ রাত ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবী অনেক সুন্দর জায়গা । এখানে বেঁচে থাকতে হলে সংগ্রাম করতে হয় । আর সংগ্রাম করে বেঁচে থাকাই প্রকৃত সুখ।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:০৭

ইশতিয়াক ফাহাদ বলেছেন: বেঁচে থাকাই বড় পাওয়া

৬| ০২ রা মার্চ, ২০২১ ভোর ৪:২৭

কবিতা ক্থ্য বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন।
নিজেকে ভালোবাসুন।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

ইশতিয়াক ফাহাদ বলেছেন: ধন্যবাদ ।। শুভকামনা আপনার জন্য

৭| ০২ রা মার্চ, ২০২১ সকাল ৮:২৮

কবিতা ক্থ্য বলেছেন: হৃদয়ের তালিকা জুড়ে- তোমারই নাম পরতে পরতে লিখে রেখেছে।
স্ব:তস্ফুর্ত আবেগ বিশেষ দৃশ্যমান।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৫

ইশতিয়াক ফাহাদ বলেছেন: আবেগ নিয়ন্ত্রন করা শিখতে হবে

৮| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাল মিলাতে না পারলে পেছনে পরে যেতে হয়।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৬

ইশতিয়াক ফাহাদ বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা জীবন নয়

৯| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১:৩৮

রেজওয়ান ইসলাম বলেছেন: আপনার লেখায় বেশ কাব্য কাব্য ভাব আছে।সবারই কোন না কোন সমস্যা আছে।সমস্যা ছাড়া মানুষ নেই।আমরা শুধু ভাল থাকার চেষ্টা করতে পারি।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৯

ইশতিয়াক ফাহাদ বলেছেন: কে আগে ভাল থাকবে একটা বিশাল কম্পিটিশন চলছে। ধন্যবাদ ভাই পাশে থাকবেন

১০| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: জীবন যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই শুধু নয় না মেনে উপায় ও নেই যেমন করে মৃত্যু মেনে নিতে হয়।

১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৫

ইশতিয়াক ফাহাদ বলেছেন: যথার্থ বলেছেন

১১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা জীবন নয়

তাহলে গ্রামে ফিরে যান। নদীতে গোছল করুন। জমিতে কাজ করুন। মাঠে খেলা ধূলা করুন।

১২| ১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৯

ইশতিয়াক ফাহাদ বলেছেন: গ্রামে ফিরে যেতে পারলে খুব ভাল হত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.