নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিকুঞ্জ পাগল এক আলোর সন্ন্যাসী

ইশতিয়াক ফাহাদ

ইশতিয়াক ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

আবৃতি " যাকে লাশ বলছ , একটু আগেও সে মানুষ ছিল "

১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪১

আবৃতি ইশতিয়াক ফাহাদ চৌধুরী




জবানবন্দী
তোমরা যাকে লাশ বলছ ,
একটু আগেও সে মানুষ ছিল ।
আমার মত কথা বলত
হাসত
দুঃখ পেলে কাঁদত আর সময় পেলে আকাশ দেখত
নদি দেখত ,
ফুল দেখত।
লোকটাকে আমি ভাল করে চিনি না
শুধু তার হাত দুটি চিনি
ওই হাতে সে একদিন মালা গেঁথেছিল বকুল ফুলের মালা ;
ভালবাসার মানুষকে দিবে বলে ।
আর একদিন আমার সামনেই
ওই হাতে নিয়ে ছিল মিছিলের পতাকা ।
বলেছিল, যুদ্ধই আমার ভালবাসা
আমার না ফোটা না বুকুল ।
লোকটাকে আমি ভাল করে চিনি না
শুধু তার কলমটা চিনি
ওই কলম দিয়ে সে কবিতা লিখত প্রেমের কবিতা ।
আর একদিন আমার সামনে
কবিতার খাতা ছুড়ে ফেলেছিল ।
বলেছিল অক্ষর ছাড়া কবিতা হয়না
আমি বর্ণমালা কে আনতে চললাম ।।
তোরা বারি ঘর দেখিস ।
লোকটাকে আমি ভালো করে চিনিনা,
শুধু তার চোখ দুটি চিনি
ওই চোখে সে স্বপ্ন দেখত একটি নীড়ের স্বপ্ন ।
আর একদিন আমার সামনে
সে অন্য এক স্বপ্ন দেখেছিল
বলেছিল, মেঘেরা উরে গেল ,
সূর্যের সকাল হবে ।
আমি চেয়ে চেয়ে দেখব
কিন্ত সেই দেখা আর হয়ে উটেনি
তুমরা যাকে লাশ বলছ ,
একটু আগেও সে মানুষ ছিল ।
আমার মত কথা বলত
হাসত
দুঃখ পেলে কাঁদত আর সময় পেলে আকাশ দেখত
নদি দেখত ,
ফুল দেখত।
এখন ত তার দীর্ঘ অবসর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.