![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরামহীন চিৎকার আর বোবা আর্তনাদ চলছে রুক্ষ আর স্বার্থপর এই শহরে অলি-গলিতে । চারপাশের মুকস্থ মানুষ গুলো কেন যেন অর্থহীন এক ইদূরদৌর দৌড়াচ্ছে । ভাষাহীন গোপনীয়তা প্রিয় মানুষগুলো দুঃখ ভেতরে লুকিয়ে রেখে ভেতরে ভেতরে ক্ষয় হয়ে যাচ্ছে প্রতিনিয়ত । আমিও সামিল হয়েছি তাদের দলে অথচ আমি ব্যতিক্রম কিছু চেয়েছিলাম । বিষণ্ণ-বিধ্বস্ত-বিক্ষিপ্ত হচ্ছি বার বার । ভালোবাসার অভ্যাস টাও থমকে গেছে একটা অনুপস্থিতির শুন্যতায় ভুগছি মনে হয় । আমার নামটি রয়ে গেছে অনাকাঙ্কিত অবাঞ্ছিতদের দলে । মুকস্থ মানুষগুলোর ভীরে অন্যরকম একটা মানুষ খুজে ফিরি ।
০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
ইশতিয়াক ফাহাদ বলেছেন: আদৌ পাওয়া যাবে কি না জানিনা
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: ওকে খুজুন। খুঁজতে থাকুন।