নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিকুঞ্জ পাগল এক আলোর সন্ন্যাসী

ইশতিয়াক ফাহাদ

ইশতিয়াক ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

পলক ভাই কাঁদছেন......দয়া করে কেউ টিস্যু দেন!

২৬ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২১

একটা সময় ছিল, মুখে ফেনা তুলে মানুষ বলত, পলক ভাইয়ের সাথে আমার দারুণ সম্পর্ক, আইসিটিতে কিছু লাগলে জানায়েন , কার যেন বাপের ICT!
ভবনে পলক ভাই আসবেন শুনলেই কতজন যে গালে তেল দিয়ে, ফোনে কনফার্মেশন দিয়ে হাজির হতো সেটা এখন স্মৃতির রঙিন এলবামেই।
কিন্তু হায়! সময় বদলেছে। আজ পলক ভাই কাঁদছেন! জানি না কে দয়াপরবশ হয়ে উনাকে একটা সফট টিস্যু দিলেন কিনা। আমরা শুধু অনুমান করত পারি।
হয়তো জেলের কংক্রিট বিছানায় তার পিঠে ব্যথা উঠেছে। হয়তো যে ফোন দিয়ে আগে দিনে ৪০০ কল রিসিভ করতেন, সেটি এখন রক্ষীরা বাজেয়াপ্ত করে রেখেছে। আর নারীদের সঙ্গে রাত জেগে মিটিং?
সে তো এখন ‘জেলের ডিউটি অফিসার’ নামক এক নতুন বাস্তবতায় রূপ নিয়েছে।
আর প্রজেক্ট? যে প্রজেক্ট একদিন “ঘুষের গন্ধে পাকা” হয়ে কোটি টাকায় ছড়িয়ে যেত... এখন তা শুধু মামলার কাগজে। আগে কে কত তেল দিল, কে কত "স্মার্ট নারী" পরিচয় করিয়ে দিল—সেই অনুযায়ী প্রজেক্ট ঝরতো। এখন ঝরে শুধু জামিন খারিজের খবর।
তবুও মনটা একটু নরম হয়ে যায়—যদি ধরে নিই, পলক ভাই কাঁদছেন তাঁর অপকর্মের অনুশোচনায়।
তাহলে হয়তো আল্লাহ একদিন দয়া করবেন। তবে সেটা হবে তদন্ত ও শাস্তির পর, ইনশাআল্লাহ!
আর যদি কাঁদেন মোবাইল, টাকা আর নারী হারানোর কষ্টে—তাহলে বলতেই হয়,রাজনীতি তো ভাই ‘স্কুইড গেম’ না যে হেরে গেলে এক কোপে শেষ!এখানে মৃত্যু আসে ধীরে ধীরে...প্রথমে সম্মান, তারপর ক্ষমতা, তারপর স্বাধীনতা... সবশেষে মানুষ নিজেকেই চিনতে ভুল করে।
হ্যাঁ, পলক ভাই জীবন খুব উপভোগ করেছেন,
কিন্তু সময়ের পলক পড়তেই সব উল্টে গেছে।
স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দিয়ে শুরু করা মানুষটা এখন স্মার্ট কারাগারে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: আরো কত টিসু লাগবে শুধু দেখতে থাকেন।

২| ২৬ শে জুলাই, ২০২৫ রাত ১১:৫৫

কাঁউটাল বলেছেন: বেকুব পলক, নসরুল হামিদ পলায় গেল, আর হে ধরা খাইল। বেকুব একটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.