![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
AI ব্যক্তিগত অভিজ্ঞতা বা জ্ঞানভিত্তিক চেতনা থেকে মত দেয় না AI কে টেক্সট ডাটার উপর মডেল ট্রেন করা হয়েছে যেমন পিপিএল, ওয়েব পেজ, বই, কোড, লাইসেন্সকৃত কন্টেন্ট, এবং শিক্ষকদের তৈরি উদাহরণ এসব থেকে ভাষার প্যাটার্ন, তথ্যের সাধারণ বিষয়, ও যুক্তি নিয়ে শিখে সেই প্যাটার্নগুলো ব্যবহার করে নতুন আর প্রাসঙ্গিক উত্তর তৈরি করে ।
ধরে নিন একদিন থেকে যদি ওয়েবে আর কোনো নতুন ডাটা সংরক্ষণই না হয় মানে নিউজ, ব্লগ, রিসার্চ কোনো নতুন তথ্য ইন্টারনেটে স্টোর হচ্ছে না । এই আই অনলি পুরনো শেখা জ্ঞান ব্যবহার করে উত্তর দিতে পারবো। যেমন ইতিহাস, গণিত, প্রোগ্রামিং, আইন, ভাষা ইত্যাদি বিষয় যা আগেই শেখানো হয়েছে। সাম্প্রতিক নতুন ঘটনা বা পরিবর্তন যেমন নতুন আইন পাশ হলো, নতুন প্রযুক্তি বের হলো, নতুন কোনো রাজনৈতিক ঘটনা ঘটলো, আজকের আবহাওয়া, শেয়ার বাজার আপডেট এগুলো এআই বলতে পারবে না । শেখানো ডেটার বাইরে, আর ওয়েবে যদি নতুন ডাটা জমা না হয় তবে AI জেনারেট করতে পারবে না । পুরনো জ্ঞান ঠিকই থাকবে। নতুন আপডেট আর পাওয়া যাবে না। ফ্রোজেন নলেজ বেসড AI হয়ে যাবো, যেটা শুধু ট্রেনিং-এর সময় পর্যন্ত শেখা তথ্যের উপর নির্ভর করবে
ধরেন ২০২৫ সাইট ওয়েব এ তথ্য আপলোড করা বন্ধ হয়ে গেলো তখন চ্যটাজিপিটি , মানস , জিমিনি অথবা পারপ্লেক্সসিটি পুরনো তত্ত্ব, বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা, ইতিহাস সব শেখানো তথ্য ব্যবহার করে বুঝিয়ে দিতে পারবে । নতুন খবর, সাম্প্রতিক গবেষণা, বাজারদর, আবহাওয়া, রাজনীতি ইত্যাদি এগুলো আর দিতে পারবো না।
উদাহরণসরূপ, বাংলাদেশে ২০২৬ সালের নির্বাচনে কে জিতেছে?
এই উত্তর AI দিতে পারবো না, কারণ ২০২৫ সালের পরের কোনো ঘটনা এ আই এর জানা নেই। তখন AI হয়তো বলবে : তার ট্রেনিং ডেটা ২০২৫ পর্যন্ত সীমাবদ্ধ, তাই ২০২৬ সালের নির্বাচনের ফলাফল AI এর জানা নেই
ওয়েব, SEO এক্সপার্ট আর প্রোগ্রামাররা মূলত ওয়েবে নতুন তথ্য যোগ করে। যদি তারা কাজ বন্ধ করে দেয় ওয়েবে নতুন কন্টেন্ট থাকবে না এআই-এর শেখার উৎসও শুকিয়ে যাবে। AI বেঁচে থাকার জন্যও ওয়েব ডেভেলপার, SEO এক্সপার্ট, প্রোগ্রামার, কনটেন্ট ক্রিয়েটর দের অবদান অপরিহার্য।
বরং এ ধরনের পেশার লোকের প্রায়োরিটি বাড়বে আর হা অবশ্যই এক্সপার্ট দের ।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৫
ইশতিয়াক ফাহাদ বলেছেন: আপনাকে ধন্যবাদ । পাশে থাকবেন
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬
আবেদি১২৩ বলেছেন: আমি আপনার সাথে ১০০% একমত। অনেকের ধারণা AI মানে অনেকের জব চলে যাবে। এই ধারণাটা আসলেই ভুল। আপনি সুন্দর ভাবে বেপারটা ব্যাখ্যা করেছেন। সুন্দর লিখে হয়েছে। ভালো থাকবেন