নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিকুঞ্জ পাগল এক আলোর সন্ন্যাসী

ইশতিয়াক ফাহাদ

ইশতিয়াক ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

অতিরঞ্জিত বিজ্ঞাপন নয়, বাস্তব অভিজ্ঞতাই শেখায় ফেসবুক অ্যাডস

১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৯

আমার এক ক্লায়েন্ট আছে, সে কসমেটিকস বিক্রি করে।
সে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত বুস্টিং খরচ করে,
আর সেই ইনভেস্টমেন্ট থেকেই সে ২৭ থেকে ২৮ লাখ টাকার বিক্রি করতে পারে।
এমনকি তার বুস্টিং সে নিজেই দেয়, শুধু একবার আমি গাইডলাইন দিয়েছিলাম।
তার ইনভেস্টমেন্টের মতোই বিক্রির লোক আছে ৪–৫ জন, আর প্রোডাক্ট সোর্সিংয়ের ব্যবস্থাও যথেষ্ট আছে।
যাদের ২৫ লাখ টাকার সেল আনার মতো ইনভেস্টমেন্টই নেই,তাদের কাছে এই ধরনের কোর্সে ভর্তি হয়ে লাভ নেই। কারণ এই বিশাল সেলস আনতে বিজ্ঞাপন, প্রোডাকশন, কাস্টমার সাপোর্ট সব কিছুরই বড় খরচ লাগে।
এখনকার দিনে ফেসবুক খুললেই দেখা যায় কিছু মানুষ ভিডিও বানিয়ে বলে,
প্রতিদিন ৩ লাখ টাকার সেল করছেমাসে ২৫ লাখ টাকার সেল আনতে পারবে
এই কথাগুলো শুনে অনেক সাধারণ মানুষ ভাবে, হয়তো তারও পারবে কিন্তু বাস্তবতা অন্যরকম।
ফেসবুক অ্যাডস কোনো জাদুবিদ্যা না।এটা একটা সহজ প্রসেস যেখানে সঠিক টার্গেট অডিয়েন্স, প্রোডাক্ট, বাজেট আর কনটেন্ট বুঝে কাজ করতে হয়।এই কাজটা শেখার জন্য কারও কাছে যাওয়া লাগে না। Meta Ads Manager থেকে নিজেরা শেখা যায়, প্র্যাকটিস করলেই হয়।সমস্যা হচ্ছে, এখন অনেক কোর্স বিক্রেতা মানুষকে স্বপ্ন দেখিয়ে নিজের পকেট ভারী করছে।তারা অতিরঞ্জিত কথা বলে, মিথ্যা সেলসের গল্প দেখায়,আর সাধারণ মানুষকে বিশ্বাস করিয়ে কোর্স বিক্রি করে।ফেসবুক অ্যাডস শেখার সবচেয়ে ভালো উপায় হলো Meta Blueprint, YouTube, আর নিজের পেজে ছোট বাজেটে প্র্যাকটিস করা।
এখান থেকেই আসল শেখা শুরু হয়।অ্যাডস শেখা মানে জাদু শেখা না এটা ধৈর্য, বিশ্লেষণ আর ডেটা বোঝার কাজ।যে কেউ সময় দিয়ে শেখলে পারবে।কিন্তু যারা মানুষকে বড় স্বপ্ন দেখিয়ে কোর্স বিক্রি করছে,তারা আসলে মার্কেটিং শেখাচ্ছে না মানুষের মন নিয়ে ব্যবসা করছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৩

জ্যাক স্মিথ বলেছেন: আরেক তাবিজ বিক্রেতা মাত্র ১ দিনই ৩০ লাখ টাকা প্রফিট জেনারেট করার কোর্স সেল করতেছে মাত্র ৫০০ টাকায়, মানুষ দেদারছে কোর্সে এনরোল করছে।

১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

ইশতিয়াক ফাহাদ বলেছেন: প্রচুর কামাচ্ছে ভাই

২| ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: হুম।

১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

ইশতিয়াক ফাহাদ বলেছেন: জি ভাই কেমন আছেন ?

৩| ১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৮

খাঁজা বাবা বলেছেন: আপনার কি কি ব্যবসা আছে ভাই?

১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

ইশতিয়াক ফাহাদ বলেছেন: আমি আইটি নিয়ে কাজ করি ভাই

৪| ১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




বুস্টিং টেকনিক ট্রেইনিং দেওয়ার আগে পণ্যের মান যাচাই করা প্রয়োজন।

৫| ১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

ইশতিয়াক ফাহাদ বলেছেন: জি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.