![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
ছেলেটার চাওয়ায় ভুল ছিল না, ছিল অপূর্ণতা
ছেলেটা স্বপ্ন দেখত তার যখন তখন হাত ধরার একটা মানুষ থাকবে,
সারাদিন পরিশ্রম করার পর রাতের বেলা তার বাহুডোরে ভালবাসার মানুষটা যেন থাকে,
এখানে কোন ভুল আছে ?? নেই . . .
তাহলে অপূর্ণতা টা কোথায় ??
আরে বেটা তোর ভালবাসার মানুষটা থাকবে কই ??
তোর তো সিঙ্গেল খাট, এখনো তো ডাবল খাট কেনার সামর্থ্য তো তোর হয় নাই,
মেয়ে কি এই কইদিন ফ্লোরে ঘুমাবে ??
না, মেয়ে সেই কষ্ট করবে না
কেন করবে ??
যেই ভালবাসা দেখা যায় না, ছোঁয়া যায় না, তার জন্য ফ্লোরে ঘুমাবে রাজকন্যা ??
তা কি হয় ??
হয় না
তাই ভালবাসার মানুষটা চলে গেছে
ছেলেটার ২৯৮ দিনের ভালবাসা চলে গেছে
চলে গেছে . . .
২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬
গোবর গণেশ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
কালোপরী বলেছেন: