![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
বেশ কয়েক বছর আগের কথা
এক মেয়ের সাথে গেছি বাণিজ্য মেলায়
এক রকম জোর করেই আমাকে নিয়ে গেছে
এমনিতেই বাণিজ্য মেলায় ছেলেদের কিছুই থাকে না . . . :
আবার গেছি একটা মেয়ের সাথে
ওই মেয়ে আরও আমাকে চেতানোর জন্যই মেয়েদের স্টল গুলাতে মেয়েদের ভিড় ঠেলে ভিতরে ঢুকে
আর আমি বাইরে দাড়ায়ে দাড়ায়ে ললনা দর্শন করি
হঠাৎ করেই উনার চোখে পড়ল
একটা মেয়েদের ড্রেস এর দোকানে ৫০% ডিসকাউন্ট
উনি তো ওই দোকানে বুলেটের গতিতে ঢুকে পড়লেন . . .
পুরাই অস্থির
পুরাই অস্থির
৫০% ডিসকাউন্ট
আমাকেও টেনে ভিতরে নিয়ে গেলো
গিয়েই বলা শুরু করলো.........
"৫০% ডিসকাউন্ট"
"দেখ দেখ কাপড়ের কোয়ালিটিও ভালো"
"সফট আছে"
"বাসায় পড়ার জন্য ২ টা নিব"
"বাইরে পড়ার জন্য ২ টা নিব"
"১৪০০/- টাকা যেগুলা ওইগুলা ২ টা "
"২৬০০/- টাকা যেগুলা ওইগুলা ২ টা"
"দেখত এই গোলাপি টা কেমন ??"
"এই বেগুনিটা ??"
"এই মাল্টিকালার টা ??"
"তুই এরকম হাবলার মতো দাড়ায়ে আছস কেন ???"
"এটা ধর, এটাও ধর, এটাও........."
"তুই তোর মোবাইলে একটু হিসাব করতো ৫০% ডিসকাউন্টে টোটাল কত আসে "
"এইটা নিমু না, এইটা ??"
ওর অস্থিরতা দেখে আমি + ২ জন সেলসগার্ল পুরা speechless
ও যখন আমারে ৪ নাম্বার ড্রেস টা হাতে দিতে যাচ্ছে
তখন আমি শুধু মুখ দিয়ে একটা কথাই বের করলাম
""এগুলা তো ৫% ডিসকাউন্ট, তুই ৫০% কই দেখতেছস তা আমি আর আপুরা কেউ বুঝতে পারতেছি না""
মনে হইলো যেন আমি হারকিউলিস, ওর মাথায় আমি আমার গদা দিয়ে একটা বাড়ি মারছি
ও ওর হাতের ড্রেস টা রেখে যেই বুলেটের গতিতে দোকানে ঢুকছিল তার দ্বিগুণ গতিতে বের হয়ে গেলো
সেলসগার্ল ২ জন তো হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল
আমি কোনমতে উনাদের হাতে আমার হাতের ৩ টা ড্রেস দিয়ে ওর পিছে দৌড় দিলাম
ওর কাছে গিয়ে দেখি উনি ট্রেনের ইঞ্জিনের মতো ফুস ফুশ করতেছেন
আমি বললাম
"কিরে ড্রেস কিনবি না ??"
ও আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল
"তুই এভাবে আমাকে অপমান করতে পারলি ???"
এখন আপনারাই বলেন
আমি কই ওরে অপমান করলাম ???
২| ২৭ শে মে, ২০১৩ সকাল ৯:০৯
ফরহাদ আহমদ নিলয় বলেছেন:
৩| ২৭ শে মে, ২০১৩ সকাল ৯:১০
তোমোদাচি বলেছেন:
৪| ২৭ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
৫| ২৭ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬
টানিম বলেছেন: হুম ।
৬| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা......
৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫৯
আহমেদ নিশো বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ সকাল ৯:০৯
ফরহাদ আহমদ নিলয় বলেছেন: